Serey is utilizing Blockchain technology

বিভিন্ন রঙের অসাধারণ কিছু গোলাপ ফুলের ছবি

trytry

পৃথিবীতে যত প্রকার সুন্দর ফুল আছে তার মধ্যে গোলাপ ফুল অন্যতম।গোলাপ ফুল এতটাই জনপ্রিয় ফুল যে প্রায় সারা পৃথিবীতে এই ফুলের কদর রয়েছে। সারা বিশ্বে এই ফুল চাষ হয়ে থাকে।এই ফুল ফুল খুব চমৎকার দেখতে হয়পৃথিবীর প্রায় সব মানুষ এই ফুল ভালোবাসে।ফুল মানুষকে সতেজ করে। মনের মধ্যে এক স্বর্গীয় সুখের অনুভূতি যোগায়।গোলাপ ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে।তবে লাল গোলাপ বেশি জনপ্রিয় হয়ে থাকে। সব মানুষের কাছে গোলাপ ফুল ঐক্য , ভ্রাতৃত্বের মেলবন্ধন হিসাবে এই ফুল ব্যবহার হয়। গোলাপ ফুল বন্ধুত্বের মাইলফলক হিসাবে কাজ করে।গোলাপ ফুল সকলের কাছে যেমন প্রিয় তেমনি ভালোবাসার প্রতীক। গোলাপ প্রতিটি মানুষের কাছে খুবই আকর্ষণীয় ফুল ঈশ্বর প্রকৃতিকে অপরূপ সাজে সাজিয়েছেন। তারই এক বহিঃপ্রকাশ এই গোলাপ ফুল।প্রকৃতির সৃষ্টির কোমলতম অংশের মধ্যে ফুল মানুষের কাছে খুবই আদরের এবং পূজনীয়.। তাই আমাদের পরিবেশকে সুন্দর রাখতে আসুন সবাই কিছু না কিছু ফুলের চাষ করি। এই ফুলের চাষ আপনার মনকে এক অনাবিল আনন্দ দেবে বলে আমি মনে করি। গোলাপ ফুলের জনপ্রিয়তা সারা পৃথিবী জুড়ে এত বেশি বলে শেষ করা যাবে না।এক কথায় মন মাতানো সুখের অনুভূতি দানে গোলাপ ফুল জুড়ি নেই। এই ফুলের কদর দিনের পর দিন বেড়েই চলেছে। আজ আমি আমার বাগানের গোলাপ ফুলের কিছু ছবি শেয়ার করবো। কিন্তু একটি নির্দিষ্ট গোলাপের ছবি নয়। অনেক গোলাপের সমারোহে বাগানের গোলাপের ছবি দেখে মনটা আনন্দে ভরে ওঠে ![IMG_20181205_144640.jpg](https://serey.io/imageupload_data/525cf6432ed5b5ab3948354cd09e26389fefab5f) https://i.imgur.com/kRG4Hka.jpg https://i.imgur.com/jieQEof.jpg https://i.imgur.com/TNWxEdJ.jpg Follow me. .
0.000 SRY$0.00
Global
Global

Comments