Serey is utilizing Blockchain technology

What do you think about fasting?

sereyibu351

Image Link

Fasting is a pillar of that five which are main pillar of Islam. Fasting is an Arabic word whose Persian synonym is fasting and its lexical meaning is abstinence. For every man and women passed a specific years, fasting is obligatory.

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে সাওম একটি।সাওম আরবি শব্দ যার ফার্সি প্রতিশব্দ হলো রোজা এবং এর আভিধানিক অর্থ বিরত থাকা।রোজা পালন প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নর-নারীর ওপর আল্লাহ তা'আলা ফরজ করেছেন।

The holy book of Islam, Al-Quran and Sahih Hadith have described the importance of fasting. And it has been said that fasting is obligatory on us as it was obligatory on our former men.

ইসলামের পবিত্র গ্রন্থ আল কুরআন এবং সহীহ হাদিস গুলোতে রোজার গুরুত্ব বর্ণনা করেছেন।এবং বলা হয়েছে রোজা যেমন আমদের উপর ফরজ আছে, তেমনি আমাদের পূর্ব পুরুষদের উপর ও রোজা ফরজ ছিল। 

Thirty days of Ramadan are obligatory. On the 13th, 14th and 15th of every Arabic month, the fast of Bij can be observed in Iyam, Monday and Thursday of every week. Also, one can fast all year round if one wants. In addition to obligatory fasting, fasting in Bangladesh precedes the month of Ramadan, i.e. the 13th, 14th and 15th of Shaban. As a result, it becomes easier to fast Ramadan. Because the habit of fasting comes before Ramadan. Also, the fast of Arafat is very virtuous for a Muslim.

রমজান মাসের ত্রিশটি রোজা ফরজ। প্রতি আরবি মাসের ১৩,১৪,১৫ তারিকে আইয়্যামে বিজের রোজা,প্রতি সপ্তাহার সোম এবং বৃহস্পতিবার নফল রোজা রাখা যায়।এছারাও কেউ চাইলে সারা বছরই লফল রোজা করতে পারে। ফরজ রোজার পাশাপাশি বাংলাদেশে রমজান মাসের পূর্বের মাস অর্থাৎ শাবান মাসের ১৩,১৪,১৫ তারিখের রোজা অনেক গুরুত্বের সাথে পালন করতে দেখা যায়। ফলে রমাদানের রোজা রাখা সহজ হয়ে যায়। কারন রমাদানের আগেই রোজা রাখার অভ্যাসটা চলে আসে। এছাড়াও আরাফার রোজা অনেক ফজিলত পূর্ণ একজন মুসলমানের কাছে।

Since fasting is a very difficult act of worship, the reward of fasting is also very great. In some places it is said that the reward for fasting is Allah Himself. Again it is said somewhere that Allah will give the reward of fasting with His own hands.

রোজা যেহেতু খুবই কষ্টকর একটা ইবাদাত, তাই রোজার প্রতিদান ও খুব বড়। কোন কোন স্থানে বলা আছে, রোজার প্রতিদান আল্লাহ নিজেই। আবার কোথাও বলা আছে রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন।

As a result of fasting, a person abstains from all kinds of sins. And it is very easy for a hungry helpless person to feel pain. The Messenger of Allah (peace and blessings of Allaah be upon him) said: Fasting is a shield. (Bukhari and Muslim) In the month of Ramadan, Hazrat Mohammad (PBUH) used to give more in charity. So we will take his teachings and give more charity.

সাওম পালনের ফলে একজন ব্যাক্তি সকল রকমের পাপাকাজ থেকে নিজেকে বিরত রাখে।এবং খুব সহজেই একজন ক্ষুধার্থ অসহায় মানুষের কষ্ট অনুভব করতে পারে। আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সিয়াম ঢাল স্বরূপ। (বুখারি ও মুসলিম)
রমজান মাসে হযরত মোহাম্মদ (স) অধিক পরিমাণে দান করতেন। তাই আমরা তার শিক্ষা গ্রহণ করে অধিক পরিমাণে দান-সদকা করব।

We hope that all of us who are followers of Islam will develop the habit of fasting from this month, so that we can observe the obligatory fast of Ramadan very easily.

আশা করি আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, তারা সবাই এই মাস থেকে রোজা রাখার অভ্যাস গড়ে তুলবো, যাতে করে রমজান মাসের ফরজ রোজা আমরা খুব সহজেই পালন করতে পারি।

Thanks everyone.

সবাইকে ধন্যবাদ।

325.492 SRY$0.00
Global
Global

Comments