Serey is utilizing Blockchain technology

Rose: one of the most favourite flower all over the world

sereyibu351

The number of people dislike flowers are very low. Some people prefer different types of flowers. But there are some flowers that I think all the people in the world like. The rose is such a flower. There are many flowers that are not found everywhere in the world. Although tulips are very common and popular flowers in western countries, these flowers are not commonly seen in Bangladesh. But the rose is a flower that you can see all over the world and it is popular everywhere.



ফুল ভালবাসে না এমন মানুষ পৃথিবীতে কমই আছে। একেকজন আবার একেক রকম ফুল বেশি পছন্দ করে। কিন্তু এমন কিছু ফুল আছে, যেগুলো আমার কাছে মনে হয়, পৃথিবীর সব মানুষ পছন্দ করে। গোলাপ এমনই একটি ফুল। অনেক ফুল আছে, যেগুলো পৃথিবীর সব স্থানে পাওয়া যায়না। যেমন টিউলিপ পশ্চিমা দেশগুলোতে খুব স্বাভাবিক এবং জনপ্রিয় ফুল হলেও, বাংলাদেশে এই ফুল সচরাচর দেখা যায়না। কিন্তু গোলাপ এমন একটি ফুল, যেটি আপনি পৃথিবীর সব জায়গায় দেখতে পারবেন এবং এটি সব স্থানেই জনপ্রিয়।



There are many types of roses. Different species have almost the same structure but different colors. Roses of red, pink, white, yellow, black etc. these all are different color of various species all over the world. Of these, black roses are very scarce. The rest is plentiful. I prefer pink as the color. That's why pink roses are my favorite. Then red roses look better.

গোলাপের অনেক রকম প্রজাতি রয়েছে। আলাদা আলাদা প্রজাতির গঠন প্রায় একই রকম হলেও রং ভিন্ন হয়। লাল, গোলাপি, সাদা, হলুদ, কালো ইত্যাদি রংয়ের গোলাপ দেখা যায় পৃথিবীর বিভিন্ন স্থানে। এর মধ্যে কালো গোলাপ খুবই অপ্রতুল। বাকি গুলো যথেষ্ট প্রতুল। আমি রং হিসেবে গোলাপি রং টাকেই সব থেকে বেশি পছন্দ করি। তাই গোলাপি রংয়ের গোলাপ আমার সব থেকে বেশি পছন্দের। তারপরেই বেশি ভাল লাগে লাল গোলাপ।

The rose you see here is not my garden rose. Two days ago I went to a nursery to buy some tree saplings. While there, I took a picture of this rose. There were many more kinds of flowers. But even though this rose is small, it looked very beautiful to me. So I am sharing this rose. Thanks.


এখানে যে গোলাপটি দেখছেন সেটি আমার বাগানের গোলাপ নয়। দুইদিন আগে আমি কিছু গাছের চারা কিনতে একটি নার্সারিতে গিয়েছিলাম। সেখানে গিয়েই আমি এই গোলাপ টির ছবি তুলেছি। সেখানে আরো অনেক রকম ফুল ছিল। কিন্তু এই গোলাপটি ছোট হলেও দেখতে খুবই সুন্দর লাগছিল আমার কাছে। তাই এই গোলাপটিই শেয়ার করছি। ধন্যবাদ।
324.883 SRY$0.00
Global
Global

Comments