Serey is utilizing Blockchain technology

রঙ্গন ফুলের ফটোগ্রাফি

sabus

 

"আসসালামুয়ালাইকুম"

বন্ধুরা আমি এই ইন্ডিকেবল ইন্ডিয়াতে এসে দেখেছি আমার অনেক সহপাঠী তারা ফুলকে অত্যন্ত বেশি ভালোবাসে।। অনেক সহপাঠী আছে তারা অনেক পরিচিত অপরিচিত ফুলের ফটোগ্রাফি করে।। সেটা দেখে আমার অনেক ভালো লাগে এবং আমারও ফুলের ফটোগ্রাফি করতে ইচ্ছে করে।। আমি ইতিপূর্বে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফি করেছি আজকে আবার আপনাদের মাঝে রঙ্গন ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছি।

 

 

রঙ্গন ফুল অনেক পরিচিত আর এই ফুল যেকোনো বাগানে দেখা যায়।।। বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রঙ্গন ফুলের ভূমিকা অনেক।।। শুধু বাগানে নয় অনেকেই আছে বাসার সৌন্দর্যের জন্য টবে এই ফুল চাষ করে থাকে।।। রঙ্গন ফুল একটি গুল্ম জাতীয় উদ্ভিদ একটি অনেক রঙের হয়ে থাকে, লাল, গোলাপী, হলুদ, কমলা ও সাদা রংয়ের ফুল দেখা যায়। গ্রামে বা শহর সব জায়গায় এই ফুল অনেক পরিচিত।

 

IMG_20230930_114524.jpg

IMG_20230930_114444.jpg

IMG_20230930_114404.jpg

রঙ্গন এর আরেক নাম রুক্সিনী অনেকে এটিকে এই নামে চিনে থাকে। রঙ্গন ফুলের বৈজ্ঞানিক নাম Ixora coccinea। রঙ্গন ফুলের গাছ বেশি লম্বা হয় না এবং এই ফুল আকারে ছোট, নলাকৃতি হয়। রঙ্গন ফুল সাধারণত গ্রীষ্ম ও বর্ষা ঋতুতে ফোটে। তবে বর্ষায় রঙ্গন ফুল বেশি ফোটে। এই ফুলের সৌন্দর্য সহজেই মানুষের নজর কাড়ে। রঙ্গন ফুলের গাছে গ্রীষ্ম ও বর্ষাকালে থোকা থোকা ফুল ফোটে। এরমধ্যে কিছু ফুল রয়েছে তারা অন্যান্য ঋতুতে বেশি ফোটে।।

 

আমাদের দেশে উৎপাদিত রঙ্গনের বেশিরভাগই লাল হয়ে থাকে। তবে অনেক জায়গায় হলুদ রঙ্গন ও দেখা যায়। সাদা রঙের রঙ্গন ফুলে রয়েছে অনেক বেশি সুগন্ধ। তবে সাদা রঙ্গন ফুল আমাদের দেশে খুবই কম চাষ হয়।।। ফুটন্ত রঙ্গন ফুলের সৌন্দর্য অনেক দিন স্থায়ী থাকে। লাল রঙের ফুলের মধ্যে কিছু কিছু সোনালি রঙের দেখা যায় ।

 

IMG_20230930_114604.jpg

IMG_20230930_114331.jpg

রঙ্গন গাছের ফল থেকে চারা জন্মানো যায়। আবার রঙ্গন গাছের ডাল নিচ থেকে কেটে মাটিতে রোপণ করে নিয়মিত পানি দিয়ে পরিচর্যা করলে কয়েকদিন পরই ফুল ফুটতে দেখা যায়। সব ধরনের মাটিতে রঙ্গন ফুল গাছ হয়ে থাকে।। অনেকই জোড়া কলম করেও রঙ্গনের বংশবিস্তার করে থাকে। বাসাবাড়ি, অফিস-আদালত, বিভিন্ন প্রতিষ্ঠানে রঙ্গন ফুল গাছ লাগিয়ে থাকে।

বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বীদের মাঝে রঙ্গন ফুলের জনপ্রিয়তা অনেক বেশি। বৌদ্ধরা যেকোনো নববর্ষে রঙ্গন ফুলের থোকা থোকা ফুল, ডাল ও পাতা সংগ্রহ করে তাদের নববর্ষ সাজিয়ে থাকে।। বৌদ্ধদের কাছে রঙ্গন ফুল বিযু ফুল নামে পরিচিত।

তো বন্ধুরা আজকের ফটোগ্রাফি কেমন হয়েছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।।

 

1325.283 SRY$0.00
Global
Global

Comments