Serey is utilizing Blockchain technology

রেগে গেলেন তো হেরে গেলেন---- সঠিক অথবা সঠিক নয়

রেগে যাওয়ার ক্ষতিঃ

“রেগে গেলেন তো হেরে গেলেন” এই কথাটা হাজারো বার প্রমাণ হয়েছে। আপনি যদি কারো সাথে রাগ করেন এবং সে রাগটা যদি অযথা হয় তাহলে আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না বরং আপনার জীবনে অনেক বড় ক্ষতি হবে। এই জগতে হাজারো প্রমান আছে রাগ করলে মানুষ হেরে যায় যদি তা অযথা হয়। আমাদের সকলের উচিত রেগে যাওয়া থেকে বিরত থাকা। তাহলে আমাদের মনের ভালো মনুষ্যত্ব টা প্রকাশ পাবে

 

রেগে যাওয়ার উপকারিতাঃ

“রেগে গেলেন তো হেরে গেলেন” এই কথা হাজারো প্রমান আছে যা আপনি সাফল্য অর্জন করতে পারেন। আপনাকে রাগ করা তখনই উচিত যখন আপনি অন্যকে দেখে হিংসা করবেন।  আর এই হিংসাটা হবে আপনার জীবনের পরিবর্তন।  আপনি রাগ করে যদি জীবনে পরিবর্তন আনতে পারে তা হবে আপনার জীবনের সাফল্য।  আর এই সাফল্য ধরে রাখতে হলে আপনার মনের ভিতর মনুষ্যত্ব আছে বলে তা প্রকাশ করতে হবে। কিন্তু রাগ অন্যের উপর দেখানো যাবে না। এই রাগটা হতে হবে নিজের ভিতর নিজেকে তৈরি করার জন্য।

 

আমি বিস্তারিত কিছু লাগবোনা। সংক্ষিপ্ত কিছু লেখলাম যা আপনারা অবশ্যই বুঝতে পারবেন।  আপনার যদি বোঝার ক্ষমতা থাকে তাহলে আপনি সংক্ষিপ্ত বর্ণনা থেকেই বুঝতে পারবেন।

ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে জীবনযাপন করুন

 

138.116 SRY$0.00
Global
Global

Comments