কতেকটা হেঁসে-খেলেই IRE vs Ban এর মধ্যে ক্রিকেট ম্যাচটিতে জয়লাভ করলো বাংলাদেশ

[Source](https://images2.weku.io/DQmW5KhXTyHkWVN4C5jcjEoSXehKBMLMerHrqiVx4PANe38/images%20(2).jpeg)
আজকে IRE vs Ban এর মধ্যে খেলা হয় । আর এই খেলাতে জয়লাভ করে বাংলাদেশ । আজকে টসে হেরে বাংলাদেশকে ফিল্ডং করতে হয় । IRE প্রথমে ব্যাট করতে নেমে 292 রান তারা সংগ্রহ করতে সক্ষম হয় ।
তারপর বাংলাদেশ ব্যাট করতে নামে । ওপেনার দুজন তামিম ইকবাল এবং লিটন দাস দুজনের দূরদূরান্ত ব্যাটিং এ বাংলাদেশ ভালো একটা শুরু পায় । তামিম ইকবাল করেন 57 রান এবং লিটন দাস করেন 76 রান । লিটন দাসের সামনে ছিল একশত রান করার সুযোগ । কিন্তু শেষ পর্যন্ত লিটন দাস 76 রান করেন ।
আজকে ম্যাচটি জেতার পেছনে সবারই অবদান রয়েছে । Abu Jayed বল করে 5 উইকেট পান । তার অবদান রয়েছে । ম্যাচের সেরা হয়েছেন Abu Jayed । সাকিব 51 বলে 50 রান করেন এবং Rahim(wk) 33 বলে 35 রান করেন । Mahmudullah 29 বলে 35 রান করেন ।
Mahmudullah শেষ পর্যন্ত মাঠে ছিলেন । ম্যাচটি জীতে মাঠ থেকে আসেন । সবাই অসাধারণ ব্যাটিং এবং বলিং করেছে । এই জন্য তো বাংলাদেশ 7 ওভার হাতে রেখেই জয়লাভ করে । আজকের ম্যাচটি অতটা গুরুত্বপূন ছিল না । কারণ এর আগেই বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করেছে । তার পরেও বাংলাদেশ অনেক ভালো খেলে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে ।
Comments