Serey is utilizing Blockchain technology

মানসিকতার উপর নির্ভর করে তার পথ চলার সৌন্দর্য ।

mdsahin111

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
শুভ সকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। বন্ধুরা আজ আমি উপস্থাপনা করব ভালো মানসিকতা থেকে সুন্দর পথ চলার সৌন্দর্য এই সম্পর্কে


মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত। মানুষের ভিতর মানসিকতা বোধ রয়েছে অন্যান্য সৃষ্টর ক্ষেত্রে এই মানসিকতাবোধ নাই। মানুষ সবকিছু বুঝে এবং বিশ্লেষণ করতে পারে। মানুষের বিবেক বুদ্ধি দিয়ে সুন্দর চিন্তা ভাবনা আসতে পারে যদি আমি বলি একজন ব্যক্তি মানসিকতা ঠিক তখন সুন্দর হয় যখন তার চিন্তাধারা সুন্দর মন মানসিকতা থেকে বের হয়। মানুষের উপকারের সাথে যে চিন্তাটা বের হয় এটাই হল মূলত সুন্দর মানসিকতার লক্ষণ।

মানসিকতার ভিন্ন রূপ,
সমাজে এখন নিজের স্বার্থের জন্য আমরা অমানুষিকতার পরিচয় দিই। যদিও আমরা মানুষ কিন্তু দিনে দিনে যেন মানুষ রূপে পশুর মানসিকতা নিয়েই পথ চলছি। ছোট্ট একটি ঘটনা শেয়ার করছি বোঝার সুবিধার্থে, আমার পাশে গ্রামের একজন ব্যক্তি তার বয়স ছিল 40 বছর তার স্ত্রী সন্তান সবকিছুই আছে। তার মেয়ের বিয়ে দিয়েছে এবং মেয়ের একটি কন্যা সন্তান আছে। তার মেয়ে ও নাতনি একদিন বেড়াতে আসে নানার বাড়িতে নাতনির বয়স তখন ৮ বছর। শীতের সময় নাতনি ঘুমিয়ে পড়ছে একটু সকাল সকাল, নানা বাজার থেকে এসে দেখেন নাতনি ঘুমিয়ে আছে,আনুমানিক তখন সাড়ে দশটা বাজবে ! বাড়ির আর সবাই রান্নাঘরে পিঠা বানাচ্ছিল । নাতনি ঘুমিয়ে আছে দেখে নানা পাশে গিয়ে বসলো, কিছুক্ষণ পর নানার অমানসিকতা শুরু হলো আট বছর বাচ্চার উপরে পশুর মত ঝাঁপিয়ে পড়ল নানা ।আসলে আমি প্রকাশ করতে পারছি না এই কথাগুলো আপনার হয়তো বুঝতেই পারছেন। আসলে আমারি ঘেন্না লাগে এই মানুষগুলোকে মানুষ বলে প্রকাশ করতে।

ভালো মানসিকতার ছোট্ট একটি গল্প,
আমি একটি ভিডিও দেখছিলাম সেই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করছি সেটাই আমি আপনাদের কাছে প্রকাশ করছি। এবছর বাংলাদেশ প্রচুর পরিমাণ দাপোদহ অতিবাহিত হয়েছে। অনেকেই প্রকাশ করছে যে এটা জলবায়ু পরিবর্তনের কারণে হয়েছে আবার অনেকেই বলছে এটা পরিবেশে গাছ কুমে যাওয়ার কারণে হয়েছে। দুইটা বিষয় যুক্তি কাছে, তবে সহ চুক্তি হলো যদি আমরা বেশি বেশি গাছ রোপন করি তাহলে গাছের যে ছায়া ওখানে অনেক বেশি ঠান্ডা পাবো এবং গাছ সব সময় গরম চুষে নিয়ে ঠান্ডা বাতাস প্রভাবিত করে। তাই আমরা যদি বেশি বেশি গাছ লাগানোর পরিকল্পনা করি তাহলে বিগত দিনগুলো আমাদের আর এমন তাপদাহ সহ্য করতে হবে না। প্রকৃত মানসিকতা বহিঃপ্রকাশ পাই যদি এমন সুন্দর চিন্তা ধারা মাথায় থাকে।

তো বন্ধুরা আজকের এ পর্যন্তই আশা করি আমার লেখা আর্টিকেলটি আপনাদের ভালই লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার ওই সকল বন্ধুদের যারা আমার লিখাটি পরিদর্শন করছেন।
599.156 SRY$0.00
Bangladesh
Bangladesh

Comments