Serey is utilizing Blockchain technology

Yesterday I spent the whole day busy // গতকাল আমি ব্যস্ততার মধ্য দিয়েই সারাদিন অতিবাহিত করেছি

mahmud552

Bismillahir Rahmanir Rahim

Hello friends how are you all? Hope you all are very well and healthy, I am also very well with your prayers and God's grace.

My day was busy yesterday, I left home yesterday morning to have breakfast and go to my new workplace. After leaving the house, I waited for an autorickshaw on the street for a while, after a while an autorickshaw came and got into it and came to the market. The autorickshaw fare from our house to the market is ten rupees.

Then I boarded a CNG from the market to come to my new workplace madrasa, the rent of that place from the market was ten taka, then I came to the madrasa, finished the madrasa class and went out to go to Sirajganj city, got on the bus to go to Sirajganj, I had some work for the bank in Sirajganj, for this First I went to the bank, after being transferred from Chapainawabganj, I went to Sirajganj Bank a few times but it didn't work.

Yesterday I met a brother in the bank, his name is Muntu Bhai, I saw him as a child, I met him after about twenty years, at first I didn't recognize him and he didn't recognize me either. Later I got to know Kathar and that brother did the rest of the work for my bank. Without that brother of mine, my work at the bank would not have been completed yesterday. It took a few more days to complete the work of the bank.

After completing the work in the bank, I submitted a statement to the Islamic Foundation office in Sirajganj district. Eat and leave for home.

I boarded a CNG from Sirajganj to come to our house, when I boarded the CNG, there were no passengers in the CNG, I was sitting alone in the CNG, CNG does not leave unless there are five passengers in each CNG, after a while there were five passengers and the CNG left. Come to our market on CNG and go to our home from the market. After going home in the afternoon watch the cricket match between Bangladesh and Afghanistan.

I couldn't take pictures because my mobile phone didn't have charge yesterday.

Thanks everyone for reading my post today.

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

গতকাল ব্যস্ততার মধ্য দিয়েই আমার দিন অতিবাহিত হয়েছে, আমি গতকাল সকালে বাড়ি থেকে সকালের নাস্তা করে আমার নতুন কর্মস্থলে যাওয়ার জন্য বাহির হই। বাড়ি থেকে বাহির হওয়ার পর রাস্তায় অটোরিক্সার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি, কিছুক্ষণ পর একটা অটোরিক্সা আসল সেটাতে উঠে বাজারে আসি। আমাদের বাড়ি থেকে বাজার পর্যন্ত অটোরিক্সার ভাড়া দশ টাকা।

এরপর বাজার থেকে একটা সিএনজিতে উঠি আমার নতুন কর্মস্থল মাদ্রাসায় আসার জন্য, বাজার থেকে ঐ জায়গার ভাড়া দশ টাকা, এরপর মাদ্রাসায় আসি, মাদ্রাসার ক্লাস শেষ করে সিরাজগঞ্জ শহরে যাওয়ার জন্য বাহির হই, সিরাজগঞ্জ যাওয়ার জন্য বাসে উঠি, সিরাজগঞ্জে ব্যাংকের কিছু কাজ ছিল, এই জন্য প্রথমে ব্যাংকে যাই, চাঁপাইনবাবগঞ্জ থেকে বদলি হয়ে আসার পর সিরাজগঞ্জ ব্যাংকে কয়েকটি গিয়েছি কিন্তু কাজ হয় নাই।

গতকাল ব্যাংকে আমার এক ভাই এর সাথে পরিচয় হয়, তার নাম মুন্টু ভাই, সেই ছোটবেলায় ভাইকে দেখেছিলাম, প্রায় বিশ বছর পর ভাই এর সাথে দেখা হল, প্রথমে আমি ভাইকে চিনতে পারি নাই এবং ঐ ভাইও আমাকে চিনতে পারে নাই। পরে কথার বলে পরিচিত হলাম এবং সেই ভাই আমার ব্যাংকের অবশিষ্ট কাজগুলো করে দিল। আমার সেই ভাই ব্যতীত গতকাল আমার ব্যাংকের কাজ শেষ হত না। আরও কয়েকদিন লাগল ব্যাংকের কাজ শেষ হতে।

ব্যাংকের কাজ শেষ করে একটা স্টেটমেন্ট নিয়ে সিরাজগঞ্জ জেলার ইসলামিক ফাউন্ডেশনের অফিসে জমা দেই, ইসলামিক ফাউন্ডেশনের অফিসে জমা দেওয়ার পর আমার বড় বোনের বাসায় যাই, বাসায় গিয়ে দেখি আমার বড় বোন বিরানী রান্না করেছেন, আমি যাওয়ার পর আমার বড় বোন আমাকে বিরানী খেতে দেয়, আমি বিরানী খেয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেই।

আমাদের বাড়িতে আসার জন্য সিরাজগঞ্জ থেকে একটা সিএনজিতে উঠি, আমি যখন সিএনজিতে উঠি তখন সিএনজি এর যাত্রী ছিল না, আমি একা সিএনজিতে বসা ছিলাম, প্রতি সিএনজিতে পাঁচজন যাত্রী না হলে সিএনজি ছাড়ে না, কিছুক্ষণ পর পাঁচজন যাত্রী হল এবং সিএনজি ছাড়ল। সিএনজিতে আমাদের বাজারে আসলাম এবং বাজার থেকে আমাদের বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর বিকালে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যেকার ক্রিকেট ম্যাচ দেখি।

গতকাল আমার মোবাইলে চার্জ ছিল না এই জন্য ছবি তুলতে পারি নাই।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

1101.850 SRY$0.00
Bangladesh
Bangladesh

Comments