Serey is utilizing Blockchain technology

Talking about the life of our expatriates.

imaran

Assalamu Alaikum, hello serey friends, how are you all? I hope everyone is well and healthy. Thanks to your prayers and God's infinite mercy, I am also well.

 

 

![IMG20210131084332.jpg](https://images.hive.blog/DQmZkacWytSF6F3GsKoeRFrDtZ1wDatrc72Yz4chEJVt7pg/IMG20210131084332.jpg)

 

 

 Today is Sunday. A public holiday in Malaysia. In fact, there is no such thing as a holiday in our expatriate life. Only work and work in exile. Even today there was work as usual. But most of the expatriate brothers have no job in Malaysia due to the lockdown. We expatriates in Malaysia are very much afraid of the corona virus. Because a lot of karna is being attacked in Malaysia now. Which is a lot more than the beginning.

 

 There is no end to the grief of the expatriates in Malaysia because most of the expatriates are out of work. Everyone is living a captive life. As the days go by, it is taking extreme shape among the expatriates. Now a time has come when we are having problems with food and drink because we are not going to go out and market in the lockdown.

 

 His family depends on these expatriates. If we don't have this job now then how will every expatriate take care of the family. In fact, now every expatriate is more worried about his family. Because the people in the family are worried about how they will eat and drink. God knows best when He will save us from this plague.

 

 I don't know if I will ever meet my loved ones again. This thought is always in my head.

 I pray to God to keep everyone well and healthy. And may Allah protect us all from this Karona epidemic. Adopt your own awareness. Use Max at all times Wash hands thoroughly and always keep distance from others. God bless you.

 

আসসালামু আলাইকুম, হ্যালো সেরি বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন ।আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি।

আজ রবিবার ।মালয়েশিয়ায় সরকারি ছুটির দিন। আসলে প্রবাস জীবনে ছুটির দিন বলে কিছু নাই আমাদের। প্রবাসে শুধু কাজ আর কাজ। আজকেও যথারীতি কাজ ছিল। কিন্তু বেশিরভাগ প্রবাসী ভাইদের মালয়েশিয়াতে লকডাউন এর কারণে কাজ নাই। আমরা প্রবাসীরা মালয়েশিয়ায় অনেক বেশি করোনা ভাইরাসের আতঙ্কে আছি। কারণ মালয়েশিয়াতে এখন প্রচুর পরিমাণ করণা আক্রান্ত হচ্ছে। যা শুরুর দিকের তুলনায় অনেক অনেক বেশি।

 

মালয়েশিয়াতে এখন আবার লকডাউন চলছে আমরা যারা প্রবাসীরা আছি তাদের দুঃখের কোন শেষ নাই কারণ এই লকডাউন এরমধ্যে বেশিরভাগ প্রবাসীদের কাজ নাই। সবাই বন্দী জীবন যাপন করছে। যতই দিন যাচ্ছে ততই চরম আকার ধারণ করছে প্রবাসীদের মধ্যে। এখন এমন একটা সময় এসে পৌঁছে গেছে যে আমাদের খাওয়া-দাওয়ায় সমস্যা দেখা দিচ্ছে কারণ লকডাউনের মধ্যে বাইরে যেয়ে বাজার করা যাচ্ছে না।

 

এই প্রবাসীদের উপরে তার পরিবার নির্ভর করে। এখন আমাদের এই কাজ নাই তাহলে পরিবারকে কিভাবে দেখাশুনা করবে প্রত্যেকটা প্রবাসী। আসলে এখন আমরা নিজেদেরপরিবারকে নিয়ে বেশি চিন্তিত প্রত্যেকটা প্রবাসী। কারণ পরিবারের মানুষগুলো কিভাবে চলবে কি খাওয়া-দাওয়া করবে নানা রকম চিন্তা চিন্তিত। আল্লাহ ভালো জানেন আমাদেরকে এই মহামারী থেকে কবে রক্ষা করবে।

আদৌ জানিনা আর কখনো আপনজনদের সাথে দেখা হবে কিনা এই চিন্তাটা সব সময় মাথার মধ্যে ঘুরপাক খায়।

সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি আল্লাহর দরবারে। আর এই করোনা মহামারি থেকে আমাদেরকে সবাইকে রক্ষা করুক আল্লাহ সুবহানাতায়ালা। নিজের সচেতনাতা নিজে অবলম্বন করুন। সব সময় মাক্স ব্যবহার করুন ভালোভাবে হাত ধৌত করুন এবং অন্যদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখুন। আল্লাহ হাফেজ।

478.163 SRY$0.00
Global
Global

Comments