Serey is utilizing Blockchain technology

My own cultivated vegetables

imaran

Assalamualaikum Hello blurt friends, how are you all? I hope by the infinite mercy of Allah, everyone is well and healthy and I am also well with your prayers. I try to be as good as I can in this Corona epidemic.

 

 In fact, many of you may know that I am staying in Malaysia, but due to the lockdown, we are actually having problems with the market, so I have grown a little vegetable to meet my own needs.

 

 

 

 

 I have cultivated sweet pumpkins. We are all familiar with sweet pumpkin. I like sweet pumpkin with shrimp is a very popular vegetable. Anyway my vegetable tree has three sweet pumpkins. Quite large in size. One sweet pumpkin will weigh about 4 to 5 kg.

 

In fact, we have a lot of cooking matches here. So today I cut a sweet pumpkin and shared it with everyone. I feel very good that I can eat my own vegetables together. I am very happy to think.

 

 In fact, we feel a great joy inside doing something. In fact, I am not very good at cultivating vegetables, but I have realized that the result of my efforts will never fail. At the end of the work, take care of watering the tree.

 

 In fact, there is an extraordinary joy hidden in being able to do something on their own. While living in the country, I used to see my mother cultivating all these vegetables in a small yard next to my house. It could meet the needs of our family and eat in the neighborhood.

 

 In fact, sweet pumpkin has many benefits, but those who have gastric problems are not exempt from playing.

 

 Friends so far today. Keep everyone healthy, stay well and keep yourself safe at all times in this Corona epidemic. Use a mask all the time and wash your hands frequently. God bless you.

 

আসসালামুআলাইকুম হ্যালো blurt বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই করোনা মহামারীতে যতটুকু ভালো থাকা যায় চেষ্টা করি সব সময় ভালো থাকার বাকিটুকু সব স্রষ্টার ইচ্ছা।

 

আসলেআপনারা হয়তো অনেকেই জানেন আমি মালয়েশিয়াতে অবস্থান করছি কিন্তু লকডাউন এর কারণে আসলে আমাদের বাজার ঘাট করার সমস্যা দেখা দিচ্ছে তাই আমি একটু সবজি চাষ করেছি যাতে নিজেদের চাহিদা মেটাতে পারি।

 

আমি চাষ করেছি মিষ্টি কুমড়া। আমরা সকলেই মিষ্টি কুমড়ার সাথে পরিচিত। আমার ভালই লাগে চিংড়ি মাছের সাথে মিষ্টি কুমড়া বেশ জনপ্রিয় একটি সবজি। যাইহোক আমার সবজি গাছে তিনটা মিষ্টি কুমড়া ধরেছে। আকারে বেশ বড়। এক একটা মিষ্টি কুমড়া প্রায় 4 থেকে 5 কেজি ওজন হবে।

 

আসলে আমাদের এখানে রান্নার ম্যাচের সংখ্যা অনেক বেশি। তাই আজ একটি মিষ্টি কুমড়া কেটে সবাই ভাগ করে নিয়েছি। খুব ভালো লাগছে নিজের চাষের সবজি সবাই মিলে খেতে পারছি। ভাবতেই খুব আনন্দিত হচ্ছে মনের ভিতর।

 

আসলে কোন কিছু করার ভিতরে অসাধারণ এক আনন্দ অনুভূত হয় আমাদের। আসলে আমি সবজি চাষে বেশি পারদর্শী না তারপরও চেষ্টার ফল যে কখনো বিফলে যায়না সেটা আমি সবজি চাষ করে বুঝতে পেরেছি। কাজের শেষে এসে একটু গাছে পানি দেওয়া একটু যত্ন নেওয়া এই আরকি।

আসলে নিজেরা কিছু করতে পারার ভিতরে এক অসাধারণ আনন্দ লুকায়িত থাকে। দেশে থাকতে আম্মুকে দেখতাম বাড়ির পাশে ছোটখাটো আঙিনায় এই সব সবজি চাষ করত। সেটা আমাদের পরিবারের চাহিদা মিটিয়েও পাড়াপড়শি খেতে পারতো।

আসলে মিষ্টি কুমড়ার অনেক অনেক গুণ আছে কিন্তু যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তারা খেলে রেহাই নাই।

বন্ধুরা আজ এ পর্যন্তই। সকলের সুস্থ থাকুন ভালো থাকুন আর এই করোনা মহামারীতে নিজেদেরকে সব সময় নিরাপদ রাখুন। সব সময় মাস্ক ব্যবহার করুন এবং বারবার হাত ধৌত করুন। আল্লাহাফেজ।

554.126 SRY$0.00
Global
Global

Comments