Excellent nature photos with page flowers
কাগজী ফুল সকলের কাছে খুবই চেনা ফুল। কাগজী ফুল দেখতে খুব সুন্দর হয়। একটা ডালে অসংখ্য ফুল থাকে। কাগজী ফুল গাছে কাঁটাও থাকে। কাগজী খুব আমাদের দেশে খুব ভালো জন্মায়। কাগজী ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। এমনকি দুটি রং এর মিশ্রনে এই ফুলের সমারোহ দেখা যায়। ফুলগুলি খুব নিচ থেকে উপরের দিকে সেজে ওঠে। কাগজী ফুল খুব পাতলা, মসৃন,হয়ে থাকে। আমি কাগজী ফুল পছন্দ করি। বাড়ির সৌন্দর্য বাড়াতে এই ফুল খুবই কাজের ফুল। বাড়ির গেট সাজাতে কাগজী ফুলের জুড়ি নেই। কাগজী ফুল কোথায় জন্ম হয়েছিল তা আমি জানি না। আমার কাগজী ফুল সম্পর্কে যে সামান্য জ্ঞান আছে তাই আপনাদের সামনে বললাম।
নিন্মে আমি কয়েক প্রকার কাগজী ফুলের ছবি দিয়েছি।




Posted using [Partiko Android](https://steemit.com/@partiko-android)
Post link..
https://main.weku.io/bengali/@trytry/excellent-nature-photos-with-page-flowers
Comments