Serey is utilizing Blockchain technology

Spring season in Bangladesh

sereyibu351

Image Link

 

Bangladesh is the country of six season. Each year of Bangladesh consists of six seasons. As a result of the arrival of six seasons in a year, diversity is seen in the nature of Bangladesh. Nature carries different sweetness of its form.

ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ছয়টি ঋতুর সমন্বয়ে গঠিত বাংলাদেশের প্রতিটি বছর।এক বছরে ছয়টি ঋতুর আগমনের ফলে বাংলাদেশের প্রকৃতিতে দেখা যায় বৈচিত্রতা। প্রকৃতি বয়ে নিয়ে আসে তার রুপের ভিন্ন ভিন্ন মাধুর্যতা।


The last season of Bangladesh is spring. Falgun and Chaitra are spring months together. Spring is one of my favorite seasons. When there is a different picture in nature. Although summer is called honeymoon but still spring is my favorite season.

বাংলাদেশের শেষ ঋতু বসন্তকাল। ফাল্গুন ও চৈত্র এই দুই মাস মিলে বসন্তকাল। বসন্তকাল আমার খুবই পছন্দের একটি ঋতু। যখন প্রকৃতিতে অন্যরকম চিত্র বিরাজ করে।যদিও গ্রীষ্মকালকে মধুমাস বলা হয় কিন্তু তারপরেও বসন্তকালই আমার পছন্দের ঋতু।


In spring, innumerable kinds of flowers bloom all around. Shimul and Krishnacura flowers represent spring. The sight of bees collecting honey from flowers of different colors attracts everyone's attention. In winter all the leaves fall off and in spring new leaves sprout. All around became greener. The sweet kuhukuhu tune of the cuckoo's voice rose all around.

বসন্তকালে চারিদিকে অজস্র রকমের ফুল ফোটে।শিমুল, কৃষ্ণচূড়া ফুল বসন্তের প্রতিনিধিত্ব করে।বিভিন্ন রংবেরং এর ফুল থেকে মৌমাছির মধু সংগ্রহের দৃশ্য মন কাড়ে সকলের। শীতে সব গাছের পাতা ঝরে গিয়ে বসন্তে নতুন পাতা গজিয়ে উঠে। চারদিকে সবুজে সবুজময় হয়ে ওঠে। কোকিলের কন্ঠের মধুর কুহুকুহু সুরে চারিদিকে মেতে উঠে।


People living in all countries of the world get maximum three to four seasons in a year but we are the only Bangladeshis who get six different seasons. However, due to climate change, it has become very difficult to determine the six seasons in Bangladesh. If it is too much, it is possible to separate the four seasons nowadays.

পৃথিবীর সব দেশে বসবাসরত মানুষ এক বছরে সর্বোচ্চ তিন থেকে চারটি ঋতু পেলেও আমরা একমাত্র বাংলাদেশি যারা ছয় ছয়টি ভিন্ন ভিন্ন ঋতু পেয়ে থাকি। যদিও আবহওয়া আর জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশেও এখন আর আলাদা করে ছয়টি ঋতু নির্ণয় করা খুব দুষ্কর হয়ে দাড়িয়েছে। খুব বেশি হলে চারটি ঋতুকেই আলাদা করা সম্ভব হচ্ছে ইদানিং।


Although Falgun and Chaitra, this month is considered to be the spring season, the actual spring weather we get is basically two to three weeks of the month of Falgun. After this, when the month of Chaitra comes, the message of the arrival of the heat of summer begins. Sometimes in this season as well as in summer, we see heavy rainstorms, which give the message of the arrival of summer from all sides.

যদিও ফাল্গুন ও চৈত্র, এই মাস মিলে বসন্ত কাল ধরা হয়, তথাপি বসন্ত কালের প্রকৃত আবহাওয়া আমরা মুলত ফাল্গুন মাসের দুই থেকে তিন সপ্তাহ পেয়ে থাকি। এর পরে যখন চৈত্র মাস আসে তখন থেকেই গ্রীষ্মের দাবদাহের আগমনী বার্তা শুরু হয়ে যায়। মাঝে মাঝে গ্রীষ্মকালের মত এই ঋতু তেও আমরা প্রচন্ড ঝড় বৃষ্টি হতে দেখি, যা সব দিক থেকে গ্রীষ্মের আগমনী বার্তায় প্রদান করে।

If you want to enjoy the spring of Bangladesh, you can visit here in March and April of the English month. Hopefully the spring of Bangladesh will not disappoint you. Thanks.

আপনি যদি বাংলাদেশের বসন্ত উপভোগ করতে চান তবে ইংরেজি মাসের মার্চ ও এপ্রিলের দিকে এখানে ভ্রমন করতে পারেন। আশাকরি বাংলাদেশের বসন্ত আপনাকে হতাশ করবেনা। ধন্যবাদ।

 

 

530.549 SRY$0.00
Global
Global

Comments