Serey is utilizing Blockchain technology

জবা ফুলের ফটোগ্রাফি

sabus

 

"আসসালামুয়ালাইকুম"

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের আজকের দিনটি অনেক ভালো কেটেছে। আজকে আমি আপনাদের মাঝে জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করুন।

জবা আমাদের অতি পরিচিত একটি ফুল। গ্রামে প্রায় প্রতিটি বাড়িতে এই জবা ফুলের গাছ দেখতে পাওয়া যায়। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে জবা ফুলের গাছ বেশি দেখা যায়। জবা ফুলের অনেক প্রজাতির রয়েছে এবং জবা ফুলের বেশ কিছু নামও রয়েছে যেমন জবা, রক্তজবা, ঝুমকা জবা, জবা কুসুম, মরিচা জবা ইত্যাদি। অঞ্চল ভেদে একেক জায়গায় একেক নামে এই জবা ফুলকে ডেকে থাকে।।

IMG_20230926_141225.jpg

IMG_20230926_141007.jpg

জবা একটি সুন্দর ও আকর্ষণীয় ফুল, জবা ফুল অনেক রঙ্গের হয়ে থাকে, গোলাপি, সাদা, লাল, হলুদ আরো নানা বর্ণের হয়। বাংলাদেশের প্রায় সব মৌসুমে জবা ফুল দেখা যায়।। জবা ফুল পাঁচটি পাপড়ি বিশিষ্ট হয়। এছাড়াও একেক ধরনের জবা একেক রকমের হয়ে থাকে। কিছু কিছু জবা ফুল আছে যেগুলি সম্পূর্ন ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে যেমন ঝুমকা জবা ও মরিচা জবা সম্পূর্ণ ভিন্ন রকমের।

 

IMG_20230926_141328.jpg

IMG_20230926_141225.jpg

IMG_20230926_141158.jpg

IMG_20230926_141134.jpg

জবা ফুলের বংশবিস্তার হয় শাখা কলমের মাধ্যমে। বিভিন্ন রঙের হওয়ার জন্য এই ফুলটি আরো পরিচিত লাভ বেশি করেছে।। আর একেকজনের একেক রঙ্গের ফুল পছন্দ হয়ে থাকে কিন্তু এদের নাম একই।। শুধুমাত্র রং ভিন্ন ভিন্ন হওয়ার কারণে মানুষের পছন্দ ভিন্ন ভিন্ন। কিন্তু প্রায় সব মানুষই জবা ফুলকে পছন্দ করে থাকে। শুধু জবা ফুল নয় মানুষের সব ধরনের ফুলই পছন্দ।। যত দিন যাচ্ছে মানুষ ফুলের প্রতি আকৃষ্ট হচ্ছে।। আগের তুলনায় এখন প্রায় প্রতিটি বাড়িতে এই ফুলের বাগান দেখতে পাওয়া যায়, এবং অনেকেই বাড়ির ছাদে ফুল লাগিয়ে থাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য।।।

 

IMG_20230926_141259.jpg

IMG_20230926_140918.jpg

আপনারা কি জানেন জবা ফুল নানান ঔষধি হিসাবেও কাজ করে। এই ফুলের পাপড়ি ও গাছের ছালও ঔষধি গুনসম্পন্ন। যাদের চোখ ওঠে তারা এই ফুল গাছের পাপড়ি রস করে চোখে দিলে চোখ অনেকটা ভালো হয় এছাড়াও বিভিন্ন রকমের কাজ করে থাকে যেমন, সর্দি কাশি, চুলের বৃদ্ধির জন্য ও হাতের তালুতে চামড়া উঠা ইত্যাদি রোগেও এর ছালওপাতা কাজ করে থাকে।।

 

এছাড়াও জবা ফুলের পাতা ফুটিয়ে চা বানাতে পারেন, এটি আপনাকে শক্তি দেয় এবং অনেকটা ক্ষুধা নিবারণ করতে পারে। নিয়মিত কেউ জবা ফুলের পাতা চা বানিয়ে খেলে তার চর্বি ও ওজন কমাতে সাহায্য করবে। আপনারা চাইলে জবা ফুলের পাতা দিয়ে চা বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করি আপনাদের অনেকটা উপকার হবে।

 

তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

 

1448.637 SRY$0.00
India
India

Comments