Serey is utilizing Blockchain technology

চলছে জমির পরিচর্যার কাজ

sabus

 

আমি আপনাদের ইতিপূর্বে ধান রোপন করার একটি পোস্ট করেছিলাম, সেই ধানগুলো এখন কিছুটা বড় হয়েছে, এখন সেগুলো সঠিক পরিচর্যা করার প্রয়োজন। তাই জমিতে সার দেয়ার ব্যবস্থা করি এবং জমিতে কি কি সার দিয়েছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো।

আমরা যারা ধান রোপণ করি তারা অবশ্যই জানি কখন জমিতে কি দিতে হবে। পানি দেওয়ার সময় হলে পানি দিতে হবে, সার দেওয়ার সময় হলে সার, তাহলে ফলন অনেক ভালো হবে। কোথায় আছে সময়ের কাছে সময় করতে হয়, সেই রকমই ধানের ক্ষেত্র সময় মতো সবকিছু দিতে হবে।

 

যদি সময় মত সার না দেওয়া যায় তাহলে ফসল ভালো হবে না। ফসল ভালো করার জন্য প্রত্যেক কৃষককে, তার জমিতে পরিমাণ অনুযায়ী সার, পানি দিতে হবে তাহলেই ফসল অনেক ভালো হবে।

IMG_20230812_163240.jpg

IMG_20230812_163120.jpg

 

জমিতে যে সারগুলো দিয়েছি তার উপকরণ:-

সার পরিমাণ

জমি ২৫ শতাংশ

ইউরিয়া ১০ কেজি

জীব ৫ কেজি

ডিআইবি ৫ কেজি

ম্যাগনেসিয়াম ১ কেজি

সবগুলো সার এক জায়গায় মিশ্রিত করে, জমিতে দেওয়া হয়েছে।

IMG_20230816_104919.jpg

IMG_20230816_104807.jpg

আমি আপনাদেরকে উপকরণ দেখালাম এই সব গুলো ২৫ শতাংশ জমিতে দেওয়া হয়েছে, সবকিছু পরিমাণ মতো দেওয়া হয়েছে। আমি জমি সম্পর্কে এত কিছু জানি না তাই আমার বাবা আমাকে বলেছে কিভাবে নিতে হয়। আমি সব কিছু বাবার কথা অনুযায়ী নিয়েছি। আমি এখন আস্তে আস্তে শিখতেছি জমিতে কিভাবে ফসল উৎপন্ন করলে ভালো হবে। অধিক ফসল ফলানোর জন্য কি কি করতে হয়? আর কি ভাবে জমিতে সার প্রয়োগ করলে ফসল অনেক বেশি হবে। সবকিছু আমি আস্তে আস্তে শিখতেছি যাতে আমি একাই জমিতে ধান রোপন করতে পারি।

 

আমরা মোটামুটি অনেক জমিতে ধান লাগিয়েছি যদি ঠিকঠাক মত সব জমিতে ধান হয়, তাহলে আমরা অনেক পরিমাণ ধান পাব। আর অনেক পরিমান ধান পাওয়ার জন্য অবশ্যই সময়মতো সবকিছু দিতে হবে তাহলে ভালো ফসল পাওয়া সম্ভব। যদি সময় মতো কোন কিছু না দেই তাহলে কখনোই ভালো ফসল পাওয়া যাবে না।

 

জমিতে ধান রোপন করার জন্য,কখন কি কি সার দিতে হয়, সেটি যদি আমরা না জানি তাহলে অবশ্যই আমাদের সেটি জানা দরকার। জানার জন্য যারা অভিজ্ঞ আছে, তাদের কাছে যেয়ে জানতে হবে। আমরা যদি না জেনে জমিতে সার প্রয়োগ করে থাকি তাহলে ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমাদের আগে জানতে হবে তারপর জমিতে সার প্রয়োগ করতে হবে।

 

আমি আজকে আপনাদের জানালাম ২৫ শতাংশ জমিতে কি কি সার দেওয়া হয়েছে। আমি আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন।

 

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

 

1933.876 SRY$0.00
India
India

Comments