Serey is utilizing Blockchain technology

আকন্দ গাছের ঔষধী গুনাগুন ও এর ফটোগ্রাফি

sabus

 

পৃথিবীতে হাজারো ফুল রয়েছে এদের মধ্যে একেকটা ফুল একেক ধরনের হয়ে থাকে।। অনেক সময় আমরা এমনও ফুল দেখি! যে ফুলগুলো দেখতে অন্য অন্য ফুলের মত লাগে কিন্তু এদের ঘ্রাণ ও কার্যক্রম গুলো একদম আলাদা। আর এই ফুলগুলোর মধ্যে এমন কিছু ফুল গাছ রয়েছে সেগুলো অনেক ওষুধী সম্পূর্ণ তার মধ্যে অন্যতম হলো আকন্দ ফুল গাছ।

IMG_20230928_125330.jpg

IMG_20230928_125537.jpg

আকন্দ ফুল গাছ আমরা অনেকে চিনে থাকি।।। বাংলাদেশের সর্বত্র আকন্দ ফুল গাছ দেখা যায়।। বিশেষ করে রাস্তার পাশে এবং পরিত্যক্ত স্থানে বেশি পাওয়া যায় এই গাছ। অনেক জায়গায় এটিকে বিভিন্ন নামে ডেকে থাকে যেমন আকন্দ, অর্ক, মান্দার, আক। আকন্দ গাছ এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ। আকন্দ গাছ সাধারণত দুই ধরণের হয়ে থাকে, শ্বেত আকন্দ ও লাল আকন্দ। শ্বেত আকন্দের ফুলের রং সাদা ও লাল আকন্দের ফুলের রং বেগুনি হয়ে থাকে।

IMG_20230928_125613.jpg

আকন্দ গাছের পাতা এবং কাণ্ড ভাঙ্গলে দুধের মত কস দেখা যায়। এই গাছের কষ ভীষণ রেচক ও এই গাছের পাতায় রয়েছে বিভিন্ন গ্লাকোসাইড, বিটা-এমাইরিন ও স্টিগমাস্টেরল রয়েছে। এই গাছের এর বৈজ্ঞানিক নাম Calotropis gigantea (C. procera)। আমরা অনেকেই আকন্দ গাছ চিনি কিন্তু এর সঠিক ব্যবহার আমরা অনেকেই জানিনা। এই গাছের ফুলগুলো দেখতে অনেক সুন্দর জন্য আমরা অনেকে এটি পছন্দ করে থাকি।।

 

আকন্দ গাছের ঔষধি গুনাগুন:-

আকন্দ গাছ অনেক উপকারী এটা আমরা অনেকেই জানি আবার অনেকে জানিনা। আকন্দ গাছ ওষুধ হিসেবে অনেক কাজ করে থাকে কোন দুর্ঘটনায় কোথাও ব্যথা পেলে এর পাতা সেখানে লাগালে ব্যথা ভালো হয়ে যায়। এছাড়াও চুলের রোগ ব্যাথা এবং বিষনাশে অনেক কার্যকরী।

আকন্দ গাছের কষ দাত ব্যথা দুর করতে অনেক বেশি কাজ করে থাকে।। এছাড়াও , কৃমি ও শ্বাসকষ্টে আকন্দ খুবই উপকারী। আকন্দের ফুল ডায়াবেটিস‌ নিয়ন্ত্রণে অনেক বেশি কাজ করে থাকে।

শরীরের কোনো স্থানে ক্ষত হলে সেই স্থানটিতে আকন্দ পাতার সেদ্ধ পানি দিয়ে ধুয়ে দিলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। হাঁপানির জন্য আকন্দ গাছের পাতা মহা ঔষধ হিসেবে কাজ করে থাকে।

IMG_20230928_125403.jpg

অনেক ঔষধি গুনাগুন থাকা সত্ত্বেও এই গাছ রাস্তার ধারে অযত্নে অবহেলায় জন্মে থাকে। এই গাছটি এমনিতেই অনেক বেশি জন্মে থাকে আর এই জন্যই মূলত এর যত্ন কেউ নেয় না। কিন্তু এর উপকার সকলে পেয়ে থাকে। রাস্তার ধারে এরকম অনেক ওষুধী গাছ আছে সেগুলো আমরা না জানার জন্য এর যত্ন কেউ করি না।

 

তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।।

 

1215.479 SRY$0.00
Global
Global

Comments