Serey is utilizing Blockchain technology

উচুন্টি গাছের উপকারিতা ও অপকারিতা

sabus

 

"আসসালামুয়ালাইকুম"

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের আজকের দিনটি অনেক ভালো কেটেছে। আজকে আমি আপনাদের মাঝে উচুন্টি গাছ সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব।

উচুন্টি গাছ সারাদেশে বুনো ঝোপঝাড়ের পাশে এবং রাস্তার দু'পাশে অনেক বেশি দেখা যায়। এই গাছটি দেখতে অবহেলিত মনে হলেও এই গাছের অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। উচুন্টি গাছ সাধারনত দুই রঙের হয়ে থাকে সাদা ও বেগুনি। এই গাছটিতে আমাদের এখানে উচুন্টি নামে বলা হয়ে থাকে কিন্তু অঞ্চল ভেদে অনেক জায়গায় ফুলকুড়ি নামে ডেকে থাকে।

উচুন্টি ফুল সাদা বর্ণের ও থোকা থোকা হয়ে থাকে। এই উচুন্টি গাছ প্রায় সারাবছরই কমবেশি দেখা যায়। তবে সবচাইতে বেশি বর্ষা কালে ফুল ফোটে থাকে। উচুন্টি গাছের বীজ দ্বারা বংশবিস্তার হয়। আমাদের চারপাশে এরকম অনেক গাই রয়েছে কিন্তু আমরা এর উপকারীতা না জানার জন্য এই গাছগুলো কেটে ফেলি।। আর তেমন মূল্যায়ন করি না কিন্তু এই গাছগুলো আমাদের শরীরের জন্য বেশি উপকার করে থাকে।

 

IMG_20230922_150348.jpg

IMG_20230922_150323.jpg

উচুন্টি গাছের উপকারিতাঃ

যদি কারো অনেক পরিমাণ জ্বরে আসে তাহলে উচুন্টি গাছের পাতা ভালো করে পিষে গায়ে লাগালে বা পাতার রস পান করলে জ্বর কমে যায়।

 

ডায়রিয়া দ্রুত ভালো করে উচুন্টি গাছের পাতা।। যদি কারো ডায়রিয়া হয়ে থাকে অবশ্যই উচুন্টি গাছের পাতা রস করে খাবেন দেখবেন ডায়রিয়া ভালো হয়ে গেছে।

 

যদি কেউ উচুন্টি গাছের পাতার রস করে নিয়মিত খাই তাহলে পেট ফাঁপা থেকে রক্ষা পাবে।

 

গ্যাস্ট্রিক ভালো করার জন্য উচুন্টি গাছের পাতা অনেক বেশি উপকার করে রস থাকে।।

 

যদি কারো শরীরে ঘা হয়ে থাকে তাহলে উচুন্টি গাছের পাতা বেটে লাগালে ঘা দ্রুত ভালো হয়।

 

চর্ম রোগের জন্য এই গাছের পাতা দুর্দান্ত কাজ করে থাকে।

 

শরীরের কোন স্থানে ব্যাথা থাকলে উচুন্টি গাছের কচি পাতা বা সম্পূর্ণ গাছের গুঁড়া সেদ্ধ করে ব্যথার স্থানে লাগালে ব্যথা অনেকটা ভালো হয়ে যায়।।

 

IMG_20230922_150517.jpg

IMG_20230922_150436.jpg

উচুন্টি গাছের অপকারিতাঃ

উচুন্টি গাছ জমির ফসল অনেক বেশি নষ্ট করে থাকে।

 

কোন মানুষ যদি উচুন্টি গাছের পাতা রস অতিরিক্ত খেয়ে ফেলে এর ফলে তার পেটে অনেক রকম সমস্যা দেখা দিবে, এবং পেট ফুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এই গাছের পাতার রস এবং ফুল ছোট বাচ্চারা যদি খায় এর ফলে ছোট বাচ্চাদের অনেক বড় সমস্যা হতে পারে। তাই সবসময় ছোট বাচ্চাদের এই গাছ থেকে দূরে রাখা আবশ্যক।

 

এই গাছ যে রোগের জন্য সেবন করবেন যদি তার চাইতে অতিরিক্ত সেবন করে ফেলেন তাহলে তার সেই রোগ ভালো হওয়ার চাইতে আরো বেশি হওয়া সম্ভব না রয়েছে।।

বন্ধুরা উচুন্টি গাছের অপকারিতা চেয়ে উপকারিতা বেশি রয়েছে। আজকে আমি উচুন্টি গাছের উপকারিতা ও অপকারিতা দুটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করেছি আশা করি আপনাদের ভাল লেগেছে।

 

1440.355 SRY$0.00
India
India

Comments