মানবতা!...
আমরা সবাই চাই নিজ নিজ জায়গা থেকে সুস্থ থাকতে। কিন্তু বেশির ভাগ মানুষই সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি না। আমরা সুস্থ থাকতে কত শত নিয়ম মেনে চলি তাও, কি আমরা সুস্থ? না, আমরা কেউ ১০০% সুস্থ নয়। শারীরিক দিক দিয়ে সুস্থ হলেও মানসিক দিক দিয়ে আমরা অসুস্থ আছি৷ আবারও অনেকে শারীরিক মানসিক দিক দিয়ে সুস্থ থেকেও পারিবারিক সামাজিক জীবনে অসুস্থ আছে। সর্বপরি আমরা সবাই একটা অসুস্থতার মাঝে থেকেই সুস্থ থাকার চেষ্টটা চালিয়ে যাচ্ছি। যাতের জীবনের বাকি সময়টা কিছুটা হলেও সুন্দর ভাবে কাটানে যায়। তবে আমার সবার মাঝে একটা জিনিসের খুবই অভাব সেটা হলো মানবতা, বা মনুষ্যত্ব বোধ। আমরা অনেকে আছি, শক্তি সামর্থ্য থাকার পর অনেক কাজ করি না। নিজের কিছু লস হবে জেনে।
আপনরা হয় বেশির বেশির ভাগ মানুষই সরকারি হাসপাতালগুলোতে গিয়েছেন৷ সেখানে গেলে দেখতে পারবেন, মানুষ কতটা অসহায়। কতটা কষ্টে থাকে। আল্লাহ তায়ালা হয়ত, সেদিক থেকে আমাদেরকে অনেক সুখে রেখেছেন। (আলহামদুলিল্লাহ). অনেক অসুস্থ মানুষকে দেখা যাবে, যারা এক ব্যাগ রক্তের অভাবে মৃত্যু পথের যাত্রি হয়েছেন৷ কিন্তু আমাদের বেশির ভাগ মানুষের শরীরেই রক্ত দানের সামর্থ্য থাকা সত্তেও আমরা রক্ত দান করি না। কিন্তু যদি করতাম, তাহলে হয়ত হাজারও মানুষের প্রাণ বেঁচে যেতো। একজন মা ফিরে পেতো তার সন্তান আর সন্তান পেতো একটা পরিবার৷ আমাদের সবার উচিত রক্ত দানে এগিয়ে এসে মানবতাকে জাগিয়ে তোলা। 
গত কালকে আমাদের কোচিং একটা মেডিকেল টিম এসেছিল। তারা ব্লাড ডোনেট নিয়ে কাজ করে। তাদের প্রতিষ্ঠান বা সেন্টারের নাম রিদম ব্লাড ডোনেট সেন্টার। এরা পুরো ঢাকার সহরে ব্লাড সাপ্লায় দিয়ে থাকে। অসহায় মানুষ যারা রক্তের অভবে রুগিকে সুস্থ করতে পারেন না, তারা এদেরকে কল দিলো এরা রক্ত নিদিষ্ট স্থানে পৌছে দেয়। তারা আমাদের কোচিং এর প্রতিটা ক্লাসে গিয়ে রক্ত দানের বিষয়টা জানালেন এবং তারা সেখানে একটা অস্থায়ী রক্তদানের ক্যাম্প করেছিলেন। যারা স্ব-ইচ্ছায় রক্ত দান করতে চায় তারা তাদের ব্লাড সেন্টারে রক্ত দিতে পারে। এরপর যারা যারা ব্লাড দিতে চায়, তাদেরকে একটা করে ফর্ম দিয়ে গেল পূরণ করার জন্য।
আমি প্রথমে ফর্রমটা নেয় নাই। ক্লাসস শেষ করে একবারে গেলাম। ভাবলাম ব্লাড ডোনেট করে যায়৷ আমি এর আগে একবার রক্ত দান করে ছিলাম। এরপর আমি গিয়ে ফর্রমটা পূরণ করে, ওখান থেকে কিছু নাস্তা দিলো, সেটা খেয়ে কিছু পরিক্ষা করার পর ব্লাড দিলাম। হয়ত আমার এই এক ব্যাগ রক্তে কারুর জীবন বাঁচলেও বাঁচতে পারে। আমি মানবতার সাহায্যের উদ্দেশ্যে রক্তটা দান করেছি। আমাদের সবারই উচিত, অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের বিপদে সহায়তা করা। এতে হয়ত আমি কিছু ক্ষণিকের ক্ষতি হলেও, অনেক শান্তি পাওয়া যাবে। আসুন আমরা সবাই রক্ত দানে এগিয়ে আসি।
আমার আজকের পোষ্টটা পড়ার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ৷ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, এবং চেষ্টটা করবেন, সব সময় মানুষের পাশে থাকার জন্য।
ধন্যবাদ।.........
Comments