Serey is utilizing Blockchain technology

My first visit to Khulna from Sirajganj!!/সিরাজগঞ্জ থেকে খুলনায় আমার সর্বপ্রথম যাওয়া!!

rakiib

আমি যখন সর্বপ্রথম বাংলাদেশের খুলনা জেলাতে যাই, তো আমার কি রকম লেগেছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। আমি কোনদিন খুলনা জেলাতে যাইনি। তো আমি সর্বপ্রথম আমার বাসা থেকে আমি গাজীপুর উপজেলায় যাই। সেখান থেকে সিএনজি করে আমাকে সিরাজগঞ্জ শহরে যেতে হয়। সেখান থেকে ইজি বাইকে আমাকে এস এইচ এম মনসুর আলী স্টেশনে যেতে হয়। আমাকে স্টেশনে যাওয়ার কারণ আমি খুলনাতে ট্রেনে যাব। তো আমি যখন স্টেশনে গেলাম তো আমার ট্রেন আসার কথা ছিল ৯:58 তে তো দেখা গেল ট্রেন দেরিতে আসতে আসতে দুই ঘন্টা পরে আসলো। তো আমার একটু বোরিং লাগলো। তারপরে বারোটার দিকে ট্রেন আসলো। আমার সিট কাটা ছিল স্নিগ্ধা ছ৬৬ নাম্বার সিটে। ট্রেনের মধ্যে উঠে দেখলাম ট্রেনটা অনেক পরিষ্কার ।
link 
 ট্রেনটি ছিল চিত্রা এক্সপ্রেস । খুলনা জেলাতে যাওয়ার সিরাজগঞ্জ থেকে দুইটা ট্রেন আছে ,একটি হল চিত্রা এক্সপ্রেস অন্যটি হলো অন্যটি হলো অন্যটি হলো সুন্দরবন এক্সপ্রেস। আমি যেহেতু রাতের বেলায় গিয়েছিলাম তো আশেপাশে কোন কিছু ভালোভাবে আমি দেখতে পারি নাই । আমাকে ট্রেনের মধ্যে ৭ ঘণ্টার মতো থাকতে হয়েছে। তারপরে আমাকে খুলনা স্টেশনে পাঁচটার দিকে নেমে দেয়। স্টেশনে নামার পর নামার পর আমি 5-10 মিনিট স্টেশনে হাটাহাটি করেছি। কারণ এই জায়গাটা আমার পরিচিত নয়, তাই আমি আশেপাশের সবকিছু হেঁটে হেঁটে দেখছিলাম। তারপরে আমি স্টেশনের বাইরে চলে গেলাম। আমি আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য ইজিবাইক ধরলাম । সেখান থেকে আমার 30 মিনিট লেগেছিল আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য। সর্বশেষ আল্লাহর রহমতে আমি ভালোভাবেই আমি আমার গন্তব্যস্থলে পৌঁছেছিলাম।

When I first went to Khulna district of Bangladesh, I am presenting them to you. I have never been to Khulna district. So I first of all go to Gazipur upazila from my house. From there I have to go to Sirajganj city by CNG. From there I have to go to SMH Mansoor Ali station by easy bike. I will go to Khulna by train because I have to go to the station. So when I went to the station my train was supposed to arrive at 9:58 but it turned out that the train was late and arrived two hours later. So I felt a bit boring. Then the train arrived at around twelve o'clock. My seat was cut in Snigdha Ch66 seat. I got into the train and saw that the train was very clean. The train was Chitra Express. There are two trains from Sirajganj to Khulna district,
link 
 one is Chitra Express, the other is Sundarban Express. Since I went at night, I could not see anything around well. I had to stay in the train for like 7 hours. Then I was dropped at Khulna station around five o'clock. After alighting at the station I wandered around the station for 5-10 minutes. Because this place is not familiar to me, I was walking around to see everything around. Then I went out of the station. I took Easybike to reach my destination. From there it took me 30 minutes to reach my destination. Finally by the grace of Allah I reached my destination safely.
285.240 SRY$0.00
Bangladesh
Bangladesh

Comments