Serey is utilizing Blockchain technology

যমুনা নদীর কিছু কথা/Something about the Yamuna River

R

উত্তর ভারতের প্রধান নদী হল যমুনা নদী। যমুনা নদীর দৈর্ঘ্য হল 1376 কিলোমিটার। এটি ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় নদী গঙ্গার উপনদী। যমুনা নদীর উৎস হল হিমালয়ের পর্বত শৃঙ্গের দক্ষিণ-পশ্চিম পাদদেশে অবস্থিত যমুনা নেত্রী হিমবাহের ৬৩৮৭ মিটার উচ্চতায় অবস্থিত। যমুনা নদীর অবস্থান হল বান্দরপুর শৃঙ্গ উত্তরকাশী জেলা উত্তরাখণ্ড ভারত। যমুনা নদী উত্তরাখন্ড হরিয়ানা ও উত্তর প্রদেশে রাজ্যের মধ্য দিয়ে এবং হিমাচল প্রদেশ ও দিল্লির পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। প্রবাহ পথে একাধিক উপনদী জমা হতে মিলিত হয়েছে বৃহত্তম ও দীর্ঘতম উপনদী । বলা হয়ে থাকে যমুনা উপনদী নিজস্ব অববাহিকায় চলে । যমুনার অন্যান্য উপনদী গুলো হলো সিদ্ধ বেতোয়া ও কেন । যমুনা নদীর উপত্যকা সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ। এই যমুনা অনেক প্রকার মাছ রয়েছে। এই মাছগুলো খেতে এতটাই সাদ যে সবাই খেতে পছন্দ করে। অনেক দূর দূরান্তের লোক এসে এই যমুনা নদীর মাছ কেনার জন্য ভিড় করে। আমাদের এই যমুনা নদী অনেকগুলো শাখা রয়েছে । এই সবগুলো শাখায় একটা প্রধান নদীর সাথে যোগ আছে । এই নদীগুলো অনেক আঁকাবাঁকা হলেও দেখতে অনেকটা সুন্দর লাগে। আবার যমুনা নদীর পাশ দিয়ে রয়েছে অনেক কাশফুল । যেগুলো লোকজন দেখার জন্য এসে ভিড় জমায় এবং সেগুলোর থেকে অনেক আনন্দ উপভোগ করে। নদীর পাশ দিয়ে যখন বাতাস বই তখন কাশফুল চারিদিকে হেলেদুলে । যেগুলো দেখতে আরো অনেক সুন্দর লাগে । যারা আসলে প্রকৃতিতে পছন্দ করে তারা এগুলো ঘুরে ঘুরে দেখবে।

The main river of North India is Yamuna river. The length of river Yamuna is 1376 km. It is a tributary of the Ganges, the national river of the Republic of India. The source of the Yamuna River is the Yamuna Netri glacier at an altitude of 6387 m at the southwestern foothills of the Himalayan mountain range. Location of Yamuna River is Bandarpur Peak Uttarkashi District Uttarakhand India. The Yamuna River flows through the states of Uttarakhand, Haryana and Uttar Pradesh, and through Himachal Pradesh and Delhi. The largest and longest tributary is formed by the accumulation of several tributaries in the course of the flow. It is said that Yamuna tributary runs in its own basin. Other tributaries of Yamuna are Siddha Betwa and Ken. The Yamuna river valley is of utmost importance. There are many types of fish in this Yamuna. These fishes are so sweet to eat that everyone likes to eat them. People from far and wide flock to buy fish from this Yamuna river. Our river Yamuna has many branches. All these branches are connected to one main river. Although these rivers are very crooked, they look very beautiful. There are many flowers along the Yamuna river. Which people flock to see and enjoy a lot. When the wind blows by the river, the flowers sway around. Which look more beautiful. Those who really like nature will visit them.
111.186 SRY$0.00
Bangladesh
Bangladesh

Comments