Serey is utilizing Blockchain technology

শুক্রবার জুম্মার দিনে আমার নামাজের প্রস্তুতি।

mdsahin111

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

শুভ সকাল, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম, ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালা অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব শুক্রবার জুম্মার দিন আমাদের করণীয়।

আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি তাই আমি একজন প্রকিত মুসলিম। মুসলমানদের সকল কার্যক্রম ও নিয়ম মেনে চলা আমার দায়িত্ব এবং কর্তব্য। তেমনি ভাবে শুক্রবারের দিন টা সপ্তাহের বিশেষ দিন হিসেবে গণ্য করা হয় এবং এই দিনটাকে বলা হয় সপ্তাহের ঈদের দিন।

প্রতিটা মুসলিম সপ্তাহের এই একটি দিন সবাই একত্রিত হয় এবং জামাতে সালাত আদায় করে আমিও তাদের মত একজন প্রবাস জীবন ব্যস্ততার সময়ের মধ্যেও আল্লাহর ঘরে আল্লাহর ডাকে সাড়া দিতে উপস্থিত হয়েছি।

আমার কোম্পানিতে সুন্দর একটি নিয়ম করছে আমি মনে করি এটা শেয়ার করা দরকার আপনাদের সাথে। আমরা প্রতিনিয়তই 10 ঘন্টা কাজ করে থাকি এক ঘন্টা আমাদের দুপুরে খাওয়ার সময় কিন্তু আমরা প্রতিদিন ৪৫ মিনিট করে নেই এবং ১৫ মিনিট সঞ্চয় করে রাখি। এবং এই ১৫ মিনিট সঞ্চয় সপ্তাহের শেষ শুক্রবার এক ঘন্টা 15 মিনিট হয়ে থাকে এবং শুক্রবারে আমাদের সর্বমোট বিশ্রাম সময় দেওয়া হয় দুই ঘন্টা 15 মিনিট। এত করে আমাদের নামাজের সময় কোন অসুবিধা হয় না।

তো বন্ধুরা আজ শুক্রবার আমার প্রশস্তি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি যদি আমার লেখার ক্ষেত্রে কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

 

 

273.213 SRY$0.00
Bangladesh
Bangladesh

Comments