Serey is utilizing Blockchain technology

আমার একটি দিনের কার্যক্রম

mdsahin111

 

আমার প্রিয় বন্ধুরা,

মালয়েশিয়ার সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে লিখতে বসেছি আমার একটি দিনের কার্যক্রম। শরীরটা খুব একটা ভালো নয় হয়তোবা মনে মনে জ্বর হয়েছে এই জন্য ঠোঁটে জ্বর ঠুটো বের হয়েছে ইংরেজিতে এই রোগের কি নাম জানিনা তবে আমাদের অঞ্চলে জ্বর ঠুটো পরিচিত। আমার দাদি নানিরা বলতো যে মনে মনে দুই তিন দিন জ্বর থাকলে নাকি পরবর্তীতে এগুলো বের হয় তো যাই হোক প্রতিদিনের মতো আজও মোবাইল এর এলাম এর শব্দে ঘুম ভাঙলো ৬:৩০ মিনিটে ঘুম থেকে উঠে দোয়া পাঠ করে একটু বসে এক গ্লাস পানি খেয়ে নিলাম খালি পেটে পানি খাইলে গ্যাস্ট্রিক ভালো হয় ‌ তবে প্রতিদিন খাওয়া হয়না প্রতিদিন খেলে এর রেজাল্ট হয়তো আরো ভালো পেতাম।

 

সকালে ফরজের নামাজ আদায় করে তারপর দুপুরের জন্য ভাত ও তরকারি টিফিন ক্যারিয়ারে ভরে নিলাম তারপর গোসল করে ফ্রেশ হয়ে আমার বন্ধু আমাকে এক গ্লাস কফি বানিয়ে দিছে। সকালে গোসল করার পর হালকা হালকা ঠান্ডা লাগছিল তখন আমার বন্ধু বলল যে এক গ্লাস কফি খেলে শরীরটা গরম হবে খেয়ে দেখ তারপর আমরা দুজনেই কপি শেষ করে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।

অপেক্ষা করছিলাম আমাদের মিনি বাস এর জন্য পাশে দেখি শিশির ভেজা ফুটন্ত কাঠ গোলাপ ফুল খুব সুন্দর ভাবে ফুটে রয়েছে আমি আর বিলম্ব না করে দুইটা ছবি উঠিয়ে নিলাম।

একটু বাদাই আমাদের মিনিবাস চলে আসলো তারপর আমরা বাসে উঠে আমাদের কোম্পানির উদ্দেশ্যে রওনা দিলাম কোম্পানিতে আসার পথে গাড়ি থেকে একটি ছবি উঠিয়েছি আজকে রাস্তায় খুব একটা জ্যাম নাই এজন্য ১৫ মিনিটের ভিতরে কোম্পানিতে পৌঁছে গেছি।

 

 

 

দুপুরবেলা,

দুপুরে ১২:১০ মিনিটে খাওয়া-দাওয়া শেষ করে এক ঘন্টা রেস্ট নিলাম তারপর ঘুম থেকে উঠে আমার বিড়াল গুলোকে খেতে দিলাম সকালে আমার বন্ধু খেতে দিয়েছিল এই জন্য আর সকালে আমি তাদেরকে খেতে দেই নাই। আমার বন্ধুরা ও আরও যারা সঙ্গী সাথী আছে তারাও আমার বিড়াল গুলোকে খুব যত্ন করে এবং মাঝেমধ্যে বাজার থেকে তাদের জন্য খাদ্য কিনে নিয়ে আসে। মালয়েশিয়ার মালাইরা বিড়াল খুব যত্ন করে।

২:৩০ মিনিটে যোহরের নামাজ আদায় করার পর আধা ঘন্টা পরে আনুমানিক দুপুর তিনটা বাঁচতে না বাঁচতে ই ঝুমঝুম করে বৃষ্টি শুরু হল, আজকে বাইরে কাজ করছি এই জন্য আর বৃষ্টির পরে বাইরে কাজ করা হলো না ঘন্টাখানেক খুব জোরে বৃষ্টি হয়ে থেমে গেল তখন আবারো বাইরে গিয়ে কিছুক্ষণ সময় কাজ করলাম।

 

বিকাল বেলা

দুপুর গড়িয়ে বিকাল হল কিন্তু এখনো আকাশে মেঘ কাটলো না গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এমত অবস্থায় আমাদের কোম্পানির সুপারভাইজার এসে আমাকে বলল কালকে দুপুরে কোম্পানি কিন্তু খেতে দেবে কেউ দুপুরের খাবার নিয়ে আসবি না আমি জিজ্ঞাসা করলাম কালকে কিসের খাওয় তখন সে বলল কালকে সেফটি মিটিং হবে অনেক বড় বড় বসের আসবে এই জন্য এই 

সন্ধ্যা বেলা,

সন্ধ্যার সময় আনুমানিক ৬:২০ মিনিটে হবে তখন কালকে যে আমাদের অনুষ্ঠান হবে এজন্য কিছু টেবিল চেয়ার সাজিয়ে দিয়েছি সাজানো শেষ হয়ে গেলে তার কয়েকটি ছবি উঠিয়েছি।

 

তো বন্ধুরা এভাবেই আমার একটা দিন অতিক্রম হল আলহামদুলিল্লাহ দিনটা ভালই কেটেছে আপনাদের আজকের দিন কেমন কেটেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

1054.143 SRY$0.00
India
India

Comments