Serey is utilizing Blockchain technology

God gives me the power to read three minds.

M

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

শুভ সকাল,

সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি

মন পড়ার অপব্যবহার

তো যাই হোক, যদি আমাদের মন পড়ার ‌এই ক্ষমতা দেওয়া হতো তাহলে আমরা কি করতাম এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত অন্যরাও ভিন্ন মত পোষণ করতে পারেন, আমাদের মন পড়ার ক্ষমতা দেওয়া হলে আমরা অনেকেই এর অপব্যাবহার করতাম যেমন, আমি ব্যাংকে গিয়ে এবং ব্যাংক থেকে এক লক্ষ টাকা উঠেছি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত আমি ছাড়া আর কেউ জানে না এই টাকা সম্পর্কে, এমত অবস্থায় আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি রিক্সার উদ্দেশ্যে। অন্যদিকে রাস্তার অপরপ্রান্তে দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি সে মনপড়ার ক্ষমতা রাখে এবং তার উদ্দেশ্য হল মানুষের ক্ষতি করা তাই সে অন্য আরেকজন সঙ্গে নিয়ে ডেকে আমার কাছ থেকে টাকা ছিনতাই করে নিল। এটা হল মন পাড়ার অপব্যবহার।

 

মন পড়ার সু ব্যবহার,

আমাদের সমাজে এখনো ভালো মানুষ অনেক দেখা যায় তারা সবসময় মানুষের উপকার করতে চাই যদি এমন মানুষ মন পাড়ার সুযোগ পায় তাহলে তো অনেক ভালোই হবে। অনেক মানুষের প্রাণ বেঁচে যাবে, কেউ কারো অন্যায় ভাবে টাকা আত্মসাৎ করতে পারবে না। এবং আদালতে সঠিক বিচার হবে।

 

বন্ধুরা‌ আসলে আল্লাহ সুবহানাতায়ালা কাউকে মন পড়ার ক্ষমতা দেন নাই। আল্লাহ সুবহানাতায়ালা সর্বশক্তিমান তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি ভাল জানেন যে কেন আমাদের এই ক্ষমতা দেওয়া হয় নাই। হয়তোবা এর পিছনে কোন কারণ রয়েছে। তিনি আমাদেরকে অনেক ভালোবাসেন তিনি জানেন যে আমাদের কোন জিনিস প্রয়োজন এবং কোন জিনিস অপ্রয়োজন কোনটা দিলে ভালো হবে আর কোনটা না দিলে ভালো হবে।

1/আমার আম্মুকে

2/আমার স্ত্রীকে

3/এবং ধর্মযাজকের।

এখন আমি বিশ্লেষণ করবো কেন বেছে নিয়েছি।

1/আমার আম্মু আমাকে দশ মাস দশ দিন গর্ভধারণ করে লালন পালন করেছে এবং আমার মা আমার এই পৃথিবীর প্রধান শিক্ষক যিনি আমাকে প্রথম শিক্ষা দান করেছেন।

 

2/দ্বিতীয়ত আমি আমার স্ত্রীকে বেছে নিয়েছি, বাংলায় একটি প্রবাদ রয়েছে সংসার সুখী হয় রমণীর গুনে। আর সংসার জীবনে অশান্তির মূল কারণ হলো এই রমণী এইজন্য আমার স্ত্রীকে বেছে নিয়েছি।

 

3/ধর্মযাজক যার কাছ থেকে ধর্ম শিক্ষা নিতে পারি খুবই জরুরী ধর্ম শিক্ষা ইহকাল ও পরকাল দুটোই আমাদের দরকার তাই আমি ইহকালে যেমন সুখ শান্তি সব চাই তেমনি ভাবে পরকালেও সুখ শান্তি চাই। এইজন্য আমি ধর্ম যাজক তিন নম্বরে বেছে নিয়েছি।

 

চ্যালেঞ্জের দ্বিতীয় অংশ ছিল ! আপনি যাদের মন পড়তে চান এর পেছনে আপনার প্রধান ভাবনা গুলো কী কী? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মানুষের মনের ভাব প্রকাশ করা জরুরী অনেকেই আছে তার মনের ভাব প্রকাশ করতে পারেনা।

 

তো বন্ধুরা আমি চ্যালেঞ্জের বিষয়গুলো বিশ্লেষণ করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভাল থাকেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

508.843 SRY$0.00
Bangladesh
Bangladesh

Comments