Serey is utilizing Blockchain technology

What if you could be in the battle of life? How

mamun

 

 

 

 

**Good afternoon everyone, how are you? Of course you are well and I always want to be healthy.**

 

 *In fact, you know that I am Mamun and I have been working with you on various issues for a long time...

 

 

 *How many joys and sorrows I have shared with all of you in my long three year online journey. Sometimes I may have talked about happiness, sometimes I have joked, sometimes I have raised sad issues. In fact, this is life, this is reality.*

 

 

 *There will be happiness in the life of every human being, there will be sorrow, there will be laughter, there will be tears, there will never be the same time.*

 

 *Life is a battlefield where the way you fight will account for your victories depending on what method you use.*

 

 

 *If you have good and important methods that are for you. But if you do not use good methods and what you need, you will lose the battle of your life.*

 

 *A man can never live alone. A man can never do anything alone. If he does something in a group, he will succeed.*

 

 

 **So let's do anything as a team. If we have five hands together, any task will be much easier for us.**

 

 

 

 

## Bangla..........

 

শুভ বিকাল সবাই কেমন আছেন আপনারা অবশ্যই আপনারা ভালো আছি এবং সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমার কাম্য।

 

আসলে আপনারা জানেন আমি মামুন এবং আমি অনেকদিন যাবৎ আপনার সাথে আপনাদের সাথে একত্রিত ভাবে কাজ করে আসছে বিভিন্ন বিষয়ে।

 

কত সুখ দুঃখের কথা আপনাদের সবার মাঝে আমি শেয়ার করেছি আমার এই দীর্ঘ তিন বছরের অনলাইন জার্নিতে। কখনো হয়তো সুখের কথা বলেছি কখনো মজা করেছি কখনো দুঃখের বিষয় তুলে ধরেছি। আসলে এটাই জীবন এটাই বাস্তবতা।

 

 

প্রত্যেকটি মানুষের জীবনে সুখ থাকবে দুঃখ থাকবে হাঁসি থাকবে কান্না থাকলে কখনোই এক রকম যাবে না তার সময়।এর ভেতরেই আমাদেরকে আমাদের কর্ম করতে হবে এর ভেতরেই আমাদের জীবনে যেন শান্তি ফিরে আসে তার জন্য চেষ্টা করতে হবে।

 

জীবন মানে যুদ্ধ ক্ষেত্র যেখানে আপনি যেমন ভাবে যুদ্ধ করবেন আপনার বিজয়ের হিসাব তেমনি হবে যে আপনি কি পদ্ধতি অবলম্বন করেছেন।

 

যদি আপনার ভালো এবং গুরুত্বপূর্ণ যে পদ্ধতি গুলো সেগুলো অবলম্বন করে থাকেন আপনার জন্য। যদি আপনি ভাল পদ্ধতি এবং যেটা অতি দরকার সেগুলো ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনি আপনার জীবন যুদ্ধে পরাজিত হবেন।

 

একটি মানুষ কখনোই একা একা বাঁচতে পারে না একটি মানুষ কখনোই একা কিছু করতে পারে না যদি দলবদ্ধ হয়ে সে কিছু করে তাহলে সে তাতেই সে অবশ্যই সাফল্য পাবে।

 

 

তাই আসুন আমরা দলগতভাবে যেকোনো কিছু করি আমরা যদি পাঁচটা হাত একসাথে হই তাহলে আমাদের জন্য যেকোনো কাজ অনেক সহজ হয়ে যাবে।

 

 

 

# *Thanks for visiting my account*

 

<center>![mamun benner.jpg](https://images.hive.blog/DQmUnWngsNJd1iJuX3FaX4QsVRNErcQFFFXaQ1Vq2hDc6su/mamun%20benner.jpg)

 

>আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকেভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, তাই অবসর সময়ে গান করি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

 

 

**Follow me on some of my online platform accounts where you will find me very easily**

 

[Follow me on hive](https://hive.blog/@mamun123456/posts)

 

[Follow 3speak video sharing platform](https://3speak.co/watch?v=mamun123456/ppkxgato)

 

[Follow YouTube](https://youtube.com/channel/UCZasG3S9FVZiT-9G1sSNSKg)

 

![hive cover final.jpg](https://images.hive.blog/DQmdawBsTJam5ryzg4k5eudnGWjsTDsQbLa77DoGn8fP9JE/hive%20cover%20final.jpg)

386.873 SRY$0.00
Global
Global

Comments