Serey is utilizing Blockchain technology

Let's dedicate today so that our children can enjoy tomorrow

mamun

## ••Let's dedicate today so that our children can enjoy tomorrow••

 

 What do you mean by that? APJ Abdul Kalam has explained because this statement of Abdul Kalam must inspire people.

 

 The point is that if you dedicate this day or your time now, then your children of future generations will enjoy this day.

 

 

 Usually with a father's explanation a father always tries to keep his children and his whole family well and for what he has worked hard for since then for whom and of course for his family.

 

  Father, if this day of his had not been spent in that hard work, then children like you and me would never have been able to eat on their feet, so of course his greatness is much greater to all of us.

 

 

 

 

 You will get the same results in your old age as you do in your young age but if you do something good in your young age or through your hard work you reach the last frontier of success then you will be able to spend your next life very easily.

 

 Of course if you want to get something in your life you have to give up something like the great people or successful people say successful people say in their life but they must accept some sacrifice then they have seen the face of success in the future there are many obstacles in your way Disaster will come.

 

 And with that, your life and death may be pure, but you will never be able to move on to that success if you stop right there in Harman.

 

 So the way you run this day, your next generation will run this day in the same way. If you do something for them, they will do something for their children.

 

## I shared a story with you, it is the story of my life, the story of my parents' life ...

 

 

 I am a childhood of my family not very poor or very rich family, but we do very well every day because my father worked very hard for our whole family but one of my father's bad habits is that he gambled.

 

 This was the biggest wrong decision of his life. There was no week that he would not earn 20 to 30 thousand rupees but one night he would blow that money behind all the cards game...

 

 

 

 Because of this, there were constant quarrels in our family and if we could say anything, they would get angry or beat us.

 

 

 Many people have explained to my father that if you don't do that, he does at least something for the children, but whoever listens to him doesn't leave anything for us except the land.

 

 Today I am traveling around the country and abroad. Today I have come from my own country to work in another country. I wish I would never make such a mistake like my father because my father left nothing for us but I try to do at least something for my children.

 

 So that they may never insult his parents or say anything big about what you have done for us.

 

 If my father had saved the money today, but I would never have had to come out of the country like this today, maybe I could have done some business from home.

 

 But the cruel irony of fate that caused me to have this condition today is to say one thing. Dedicate at least one day for your children. Dedicate a time. You will see that time your children will dedicate it for their children and your children will enjoy this time.

 

 Hope you like this short post of mine and my story is the story of my own life which you have shared among you. Thank you all for reading this post.

 

 

## Bangla..   

 

“চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে

 

কথাটার মানে আপনি কি বোঝাচ্ছেন কি ব্যাখ্যা দিয়েছে এপিজে আবদুল কালাম কারণ আবদুল কালামের এই উক্তিটি মানুষের মনে অবশ্যই কিছু না কিছু অনুপ্রেরণা জাগাই।

 

কথাটি এমন যদি আজকের দিনটাকে বা আপনার এই সময়টাকে আপনি এখন উৎসর্গ করেন তাহলে ভবিষ্যৎ প্রজন্মের আপনার সন্তানরা এই দিনটাকে উপভোগ করবে।

 

 

সাধারণত একটি পিতার ব্যাখ্যা দিয়ে একটি পিতা সবসময় চেষ্টা করে তার সন্তান-সন্ততিদের এবং তার পুরো পরিবারের ভালো রাখার এবং তার জন্য সে কখন থেকে কঠোর পরিশ্রম করে কিসের জন্যে কার জন্যে অবশ্যই তার পরিবারের জন্য।

 

ও পিতা যদি তার এই দিনটাকে ওই পরিশ্রমের না লাগা তো তাহলে আপনার আমার মতন সন্তানেরা কি পায়ের উপর পা তুলে খেতে পারতাম কখনো পারতাম না তাই অবশ্যই তার মহৎ আমাদের সবার কাছে অনেক বেশি।

 

 

আপনার ইয়ং বয়সের আপনি যেমন কর্ম করবেন আপনার বুড়ো বয়সে কিন্তু তেমনটাই ফল পাবেন যদি আপনি আপনার জোয়ান বয়সে ভালো কিছু করেন বা আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি একটি সাফল্যের শেষ সীমান্তে পৌঁছে যান তো আপনি কিন্তু আপনার পরবর্তী জীবন খুব সহজেই আরাম-আয়েশে কাটাতে পারবে।

 

অবশ্যই আপনার জীবনে আপনি যদি কিছু পেতে চান আপনাকে অবশ্যই কিছু ত্যাগ করতে হবে যত বড় বড় গুণীজন বা মহৎ মানুষ বলেন সফল ব্যক্তি বলেন তাদের জীবনে কিন্তু তারা অবশ্যই কোন না কোন কিছু ত্যাগ স্বীকার করেছে তারপর এগিয়েই তারা একটা সাফল্যের মুখ দেখেছে আপনার এই চলার পথে অনেক বাধা বিপত্তি আসবেই আসবে।

 

এবং সেটার সাথে আপনার জীবন মরণ শুদ্ধ হতে পারে কিন্তু আপনাকে হারমেনে ওখানেই থেমে গেলে কখনই আপনি সেই সফলতার দিকে এগিয়ে হতে পারবেন না।

 

তাই আজকের এই দিনটাকে আপনি যেমন ভাবে চালাবেন আপনার পরবর্তী প্রজন্ম ওইদিন টাই ঠিক তেমনভাবেই চালাবে আপনি তাদের জন্য যদি কিছু করে যান তাঁরা তাঁদের সন্তানদের জন্য কিছু করে যাবে।

 

 

একটা গল্প শেয়ার করলাম আপনাদের মাঝে এটা আমার জীবনের গল্প আমার মাতা পিতা জীবনের গল্প।।।

 

আমি খুব দরিদ্র বা খুব ধনী পরিবারের সন্তান না,কিন্তু আমাদের প্রতি দিনকার দিন খুব ভালোভাবে চলতে কারণ আমার আব্বু খুব কঠোর পরিশ্রম করত আমাদের পুরো পরিবারের জন্য কিন্তু আমার আব্বুর একটা বদ অভ্যাস সেই সেটা হল সে জুয়া খেলতো।

 

এটাই তার জীবনের বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল এমন কোন সপ্তাহ নাই যে সে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করত না কিন্তু একরাত্রি সেই টাকা সব জোয়ার পেছনে উড়িয়ে দিতো।

 

এটার কারণে আমাদের সংসারে প্রতিনিয়ত ঝগরা গন্ডগোল লেগেই থাকত এবং আমরা যদি কিছু বলতে পারতাম তাহলে আমাদের ওপর রাগারাগি করতো বা মারধর করতো।

 

অনেকেই বুঝিয়েছি আমার আব্বুকে তুই এমন টা করিস না তো সন্তানদের জন্য অন্তত কিছু করে যা কিন্তু কার কথা কে শোনে সে আমাদের জন্য কিছু ছাড়েনি শুধুমাত্র ভিটেমাটি ছাড়া।

 

আজকে আমি দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছি আজকে আমি আমার নিজের দেশ থেকে অন্য দেশে কর্মক্ষেত্রের জন্য এসেছি আমার ইচ্ছা আছে আমার আব্বুর মত আমি এমন ভুল কখনো করবো না কারণ আমার আব্বু আমাদের জন্য কিছু রেখে যায়নি কিন্তু আমার চেষ্টা আছে আমার সন্তান সন্ততির জন্য অন্তত কিছু করে যাবার।

 

যাতে করে তারা কখনো যেন তার মাতা পিতাকে গালি না দেয় বা বড় কোনো কথা না বলতে পারে যা আমাদের জন্য তোমরা কি করেছ।

 

যদি আজকে আমার আব্বু টাকা গুলো জমিয়ে রাখ তো তাহলে কিন্তু আমাকে আজকে এইভাবে দেশ থেকে দেশের বাহিরে কখনো আসতে হতো না হয়তো আমি বাড়ি বসে কোন ব্যবসা-বাণিজ্য করতে পারতাম।

 

কিন্তু কপালের নির্মম পরিহাস যেটার কারনে আজকে আমার এই অবস্থা তাই একটা কথাই বলবো সর্বশেষ অন্তত একটি দিন আপনার সন্তান-সন্ততির জন্য উৎসর্গ করুন একটি সময় উৎসর্গ করুন দেখবেন ওই সময় এটি আপনার সন্তানরা তাদের সন্তানের জন্য উৎসর্গ করবে এবং আপনার সন্তান রা আপনার এই সময়টা উপভোগ করবে।

 

আশাকরি আপনাদের ভাল লেগেছে আমার এই ছোট্ট পোস্টটি এবং আমার গল্পটি আমার নিজের জীবনের গল্প যেটা আপনাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ সকলকে পোস্টটি পড়ার জন্য।

 

 

# *Thanks for visiting my account*

 

<center>![mamun benner.jpg](https://images.hive.blog/DQmUnWngsNJd1iJuX3FaX4QsVRNErcQFFFXaQ1Vq2hDc6su/mamun%20benner.jpg)

 

>I am Md. Mamun, Bangladeshi. However, due to work, I am currently living in Malaysia as an expatriate. I express my feelings through writing and share my experiences through video. But I love to sing, so I sing in my spare time. Love to make friends. Love and try to enjoy life.

 

 

**Follow me on some of my online platform accounts where you will find me very easily**

 

[Follow me on hive](https://hive.blog/@mamun123456/posts)

 

[Follow 3speak video sharing platform](https://3speak.co/watch?v=mamun123456/ppkxgato)

 

[Follow YouTube](https://youtube.com/channel/UCZasG3S9FVZiT-9G1sSNSKg)

 

![hive cover final.jpg](https://images.hive.blog/DQmdawBsTJam5ryzg4k5eudnGWjsTDsQbLa77DoGn8fP9JE/hive%20cover%20final.jpg)

 

 

0.00278333

436.563 SRY$0.00
Global
Global

Comments