Serey is utilizing Blockchain technology

Today was my last working day at Chapainawabganj Madrasa // আজকে চাঁপাইনবাবগঞ্জ মাদ্রাসায় আমার শেষ কর্মদিবস ছিল

mahmud552

Bismillahir Rahmanir Rahim
Hello friends how are you all? Hope you all are very well and healthy, I am also very well with your prayers and God's grace.
Copyright free image downloaded from pixabay.com

Every person shifts from his work place to his convenient place at different times for different reasons. You already know that I have been transferred, so far I was serving as a teacher of Darul Arkam Madrasa in Chapainawabganj district, but last Thursday 24th, I was transferred from the head office of the Islamic Foundation to Sirajganj.

Today I spent my last day at work, today was Bangladesh and world identity test for our Madrasa students. Today only these three classes up to Class III, Class IV and Class V were exam. No one else had an exam. Every day the examination of the students starts from nine in the morning, and ends at one o'clock.

A little before the start of the exam our madrasa president, secretary, other madrasa committee members were present, all know about my transfer, came to see me off, after my committee members came to meet, I apologized to them. Then everyone stood up and cheered me on, and apologized to me too. Other teachers of Darul Arkam Madrasa are retained for this. After some time they left.

 

After the madrasa committee members left, we started examining the students. All the papers, questions are prepared for the exam, after explaining the paper, pen, pin for the exam to the remaining teachers of our Madrasa, I went to the Chapainawabganj district office of the Islamic Foundation and the New Market branch of Sonali Bank. After finishing the work of Islamic Foundation office and Sonali Bank, I came back to Madrasa.

After arriving at the madrasa, I perform the Asr prayer, then have lunch, and am not ready to go home tomorrow. Today the heat was a bit high due to which my body was drenched in sweat, due to which body odor was coming out, I then took a shower with soap. After the bath, I pray Maghrib.

Today was the last working day of my madrasa, and on this last day there was sincere love with everyone. No pictures were taken of today's activities, so I could not share them with you.

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

প্রত্যেক মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে নিজের কর্মস্থল থেকে বদলে নিয়ে নিজের সুবিধাজনক জায়গায় চলে যায়। আপনারা ইতি মধ্যেই জানেন যে, আমার বদলি হয়ে গেছে, এতদিন আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলাম, কিন্তু গত 24 তারিখ রোজ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় থেকে আমাকে বদলি করে নিজের জেলা সিরাজগঞ্জ দিয়েছে।

আজকে আমার কর্মস্থলের শেষ দিন অতিবাহিত করলাম, আজকে আমাদের মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় পরীক্ষা ছিল। আজকে শুধু তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত এই তিন ক্লাসের পরীক্ষা ছিল। আর কারো পরীক্ষা ছিল না। প্রতিদিন ছাত্র-ছাত্রীদের পরীক্ষা শুরু হয় সকাল নয়টা থেকে, এবং শেষ একটার সময়।

পরীক্ষা শুরু হওয়ার একটু আগে আমাদের মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, সহ মাদ্রাসার কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন, সবাই আমার বদলির খবর জানে, এই জন্য আমাকে বিদায় দিতে এসেছে, আমার কমিটির সদস্য দেখা করতে আসার পর, তাদের থেকে আমি ক্ষমা চেয়েছিলাম। তখন সবাই উঠে আমার সাথে কোলাকুলি করল, এবং আমার থেকেও ক্ষমা চাইল। দারুল আরকাম মাদ্রাসার অন্য শিক্ষকগন এর জন্য রাখা হয়েছে। কিছুক্ষণ পর তারা চল গেল।

মাদ্রাসার কমিটির সদস্যরা চলে যাওয়ার পর ছাত্র-ছাত্রীদের পরীক্ষা শুরু করি। পরীক্ষার জন্য সকল কাগজ, প্রশ্ন তৈরী করা হয়েছে, পরীক্ষার জন্য কাগজ, কলম, পিন এই সব কিছু আমাদের মাদ্রাসার অবশিষ্ট শিক্ষককে বুঝি দেওয়ার পর আমি ইসলামিক ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা অফিসে এবং সোনালী ব্যাংকের নিউ মার্কেট শাখায় যাই। ইসলামিক ফাউন্ডেশনের অফিস এবং সোনালী ব্যাংকের কাজ শেষ করে আবার মাদ্রাসায় ফিরে আসি।

মাদ্রাসার আসার পর আছর এর নামাজ আদায় করি, এরপর দুপুরের খাবার খাই, এবং আগামীকাল বাড়ি যাওয়ার জন্য তৈরী হয়ে নেই। আজকে গরম একটু বেশি ছিল যার কারণে আমার শরীর অধিক ঘামে ভিজে গিয়েছিল, যার কারণে শরীর থেকে দুর্গন্ধ বাহির হচ্ছিল, আমি তখন সাবান নিয়ে গোসল করতে যাই। গোসল শেষ করে মাগরিবের নামাজ আদায় করি।

আজকে আমার মাদ্রাসার শেষ কর্মদিবস ছিল, আর এই শেষ দিনে সবার সাথে আন্তরিক ভালবাসা ছিল। আজকের দিনের কার্যক্রমগুলোর কোন ছবি তোলা হয় নাই, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না।

Thanks everyone for reading my post today.
873.506 SRY$0.00
Bangladesh
Bangladesh

Comments