Serey is utilizing Blockchain technology

Today I came to Dhaka after a long time for special needs

mahmud552

Bismillahir Rahmanir Rahim
Hello friends how are you all? Hope you all are very well and healthy, I am also very well with your prayers and God's grace.
photo edit by canva

Today is Wednesday, like every day I woke up and prayed Fajr, today I didn't sleep after Fajr, because today I will go to Dhaka, today's program was to come to Dhaka, so I prayed Fajr in the morning and got ready to go to Dhaka, I have to go to madrasa today, so in the morning After breakfast, I left for Madrasa, but fully prepared to go to Dhaka.

Today I reach the madrasa before the scheduled time, finish the madrasa class and leave at 12 noon and I leave the madrasa to come to Dhaka, tomorrow is our madrasa holiday, not only our madrasa but most institutions in Bangladesh are holiday tomorrow, tomorrow is Thursday holiday and then two more days. Also, Friday and Saturday are holidays, so the holiday is three days, so I came to Dhaka today.

Today when I came to Dhaka I was thinking that I will take a bus from Sirajganj but later I thought that it would not be good to come to Dhaka from Sirajganj, so I came to Sirajganj and took a kg of sweets and a curd from the sweet shop and went to the bus stand to come to Dhaka, from the bus stand to a CNG. Next to Sirajganj city go to Kaddar Junction, at Kaddar Junction all the buses of North Bengal of Bangladesh are available. From here you can easily take a bus to Dhaka.

If you take the bus from Koddar Mor, the fare is much lower, but you have to talk to the bus contractor while boarding the bus and fix the fare. I waited for a while at Kaddar junction for a good bus, many local buses are available at Kaddar junction, which will be very late to Dhaka. After a while a Hanif bus came, I wanted to get on it and asked the fare to the bus contractor, he replied that the fare is three hundred taka, I said I will give two hundred taka, immediately he agreed, I also boarded the bus.

I got off the bus, took a rickshaw from the bus and came to Palashbari bus stand, then I came to my younger sister's house, I will stay here until next Saturday, I will return home on Saturday, I have some special work in Dhaka these few days, after doing those things I will go back home. Now coming to Dhaka from home has become much easier. When I was in Chapainawabganj earlier, it was very difficult to come to Dhaka from there.

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

আজকে বুধবার, প্রতিদিনের মত আজকেও ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করি, আজকে ফজরের নামাজের পরে ঘুমাই নাই, কারণ আজকে ঢাকা যাব, আজকের প্রোগ্রাম ছিল ঢাকা আসার তাই সকালে ফজর নামাজ আদায় করে এসে ঢাকা যাওয়ার জন্য তৈরী হই, আজকে মাদ্রাসায় যেতে হবে তাই সকালের নাস্তা করে মাদ্রাসার উদ্দেশ্যে বাহির হই, কিন্তু ঢাকা যাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত হয়ে বাহির হই।

আজকে নির্ধারিত সময়ের আগেই মাদ্রাসায় পৌঁছাই, মাদ্রাসার ক্লাস শেষ করে দুপুর বারোটার সময় ছুটি দিয়ে দেই এবং আমি ঢাকা আসার উদ্দেশ্যে মাদ্রাসা থেকে বাহির হই, আগামীকাল আমাদের মাদ্রাসা ছুটি, শুধু আমাদের মাদ্রাসা না বরং বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান আগামীকাল ছুটি, আগামীকাল বৃহস্পতিবার ছুটি এবং তারপরে আরও দুইদিন তথা শুক্রবার এবং শনিবার ছুটি, তাই ছুটি হল তিনদিন তাই আজকে ঢাকা এসেছি।

আজকে ঢাকা আসার সময় মনে মনে চিন্তা করছিলাম যে, সিরাজগঞ্জ থেকে বাসে উঠে আসব কিন্তু পরে চিন্তা করলাম সিরাজগঞ্জ থেকে ঢাকা আসা ভাল হবে না, তাই সিরাজগঞ্জ এসে মিষ্টির দোকান থেকে এক কেজি মিষ্টি এবং একটা দই নিয়ে ঢাকা আসার জন্য বাসস্ট্যান্ডে যাই, বাসস্ট্যান্ড থেকে একটা সিএনজিতে সিরাজগঞ্জ শহরের পাশে কড্ডার মোড় যাই, কড্ডার মোড়ে বাংলাদেশের উত্তর বঙ্গের সকল বাস পাওয়া যায়। এখান থেকে খুব সহজে বাসে উঠে ঢাকা আসা যায়।

কড্ডার মোড় থেকে বাসে উঠলে ভাড়া অনেক কম দেওয়া যায়, কিন্তু বাসে ওঠার সময় বাসের কন্ট্রেকটার এর সাথে কথা বলে উঠতে হবে এবং ভাড়া নির্ধারণ করে উঠতে হবে। আমি কড্ডার মোড়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম একটা ভাল বাসের জন্য, কড্ডার মোড়ে অনেক লোকাল বাস পাওয়া যায়, যেগুলোতে ঢাকা আসলে অনেক দেরী হয়ে যাবে। কিছুক্ষণ পর একটা হানিফ বাস আসল, আমি সেটাতে উঠতে চাইলাম এবা বাসের কন্ট্রেকটারকে ভাড়া জিজ্ঞেস করলাম, সে উত্তর দিল ভাড়া তিনশ টাকা, আমি বললাম দুইশ টাকা দিব, সাথে সাথে সে রাজি হয়ে গেল, আমিও বাসে উঠে গেলাম।

বাস চলতে চলতে ঢাকার বাইপেল আসলে আমি বাস থেকে নামলাম, বাস থেকে একটা রিক্সা নিলাম এবং পলাশবাড়ি বাসস্ট্যান্ডে আসলাম, এরপর ছোট বোনের বাড়িতে আসলাম, আগামী শনিবার পর্যন্ত এখানেই থাকব, শনিবারে বাড়ি ফিরে যাব, এই কয়েকদিন ঢাকাতে একটু বিশেষ কাজ আছে, সেই কাজগুলো করে তারপর বাড়ি ফিরে যাব। এখন বাড়ি থেকে ঢাকা আসা অনেকটা সহজ হয়ে গেছে। আগে যখন চাঁপাইনবাবগঞ্জ ছিলাম তখন সেখান থেকে ঢাকা আসা অনেক কষ্ট ছিল।

end of post graphic.png
Thanks everyone for reading my post today.
end of post graphic.png

 

Device Used
Camera
Location
Short by
Samsung Galaxy A52 5G
64M camera
Bangladesh
@mahmud552

955.641 SRY$0.00
Bangladesh
Bangladesh

Comments