Serey is utilizing Blockchain technology

No one stands by in times of scarcity but everyone stands by in times of prosperity

mahmud552

Bismillahir Rahmanir Rahim
Hello friends how are you all? Hope you all are very well and healthy, I am also very well with your prayers and God's grace.
kids-labour-3571864_1280.jpgCopyright free image downloaded from pixabay.com

There are many people in our society who suffer a lot in life, they study very hard, these people suffer in every way because they are poor, they can't eat properly, they don't have any good place to stay, they don't have any good clothes. can't Everyone in the society insults them, no one can see them.

But when these people succeed in their endeavours, they forget their previous troubles, and those who could not see them in their time of need come round and try to maintain relations with them. No one is there for them when they are in need, but when they work hard to remove that need and become prosperous, many people come to them.

Today I was reminded of the Facebook post of a childhood friend of mine, he wrote on his Facebook account that once he could not afford to buy an old bicycle for 3000 taka, but now he rides a motorcycle for 5 lakh taka and his shop is worth a few lakh taka. decorated with

I have known him since childhood, we studied together when he was young, his father died when he was young, after his father's death it was very difficult for their family to survive, he studied very hard, after finishing his studies he had a small job, but four years ago he Started a small business, and worked hard through that business. Now he is successful through that business.

I saw his hard work, he went to many places in Bangladesh for business, he traveled by bus all night and during the day he came to his place and managed the shop. When he first started his business he was in dire need of Bikash agent but Bikash did not give him agent but now Bikash company came to him and requested him and gave him Bikash agent and fed him sweets. For this we also have to work hard to be successful.

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা জীবনে অনেক কষ্ট করে, এরা অনেক কষ্ট করে পড়াশোনা করে, এই মানুষগুলো গরিব হওয়ার কারণে সব দিক থেকে কষ্ট করতে থাকে, তারা ঠিক মত খেতে পারে না, থাকার জন্য ভাল কোন জায়গা থাকে না, ভাল কোন পোশাক পরিধান করতে পারে না। এদেরকে সমাজের সবাই অপমান করে, এদের কেউ দেখতে পারে না।

কিন্তু এই মানুষগুলো যখন নিজের চেষ্টায় সফলতা পায় তখন আগের কষ্ট ভুলে যায়, এবং অভাবের সময় যারা তাদের দেখতে পারত না তারাই তখন পাশে এসে ঘোরাঘুরি করে এবং তাদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। তাদের পাশে অভাবের সময় কেউ থাকে না, কিন্তু তারা যখন পরিশ্রম করে সেই অভাব দুর করে এবং সচ্ছল হয় তখন অনেক মানুষ তাদের কাছে আসে।

আজকে আমার ছোটবেলার এক বন্ধুর ফেসবুকের পোস্ট দেখে এই কথাগুলো মনে পড়ল, সে তার ফেসবুক একাউন্টে লিখেছে যে, এক সময় তার কাছে তিন হাজার টাকা দিয়ে একটা পুরাতন সাইকেল কেনার সমর্থ ছিল না, কিন্তু এখন সে পাঁচ লাখ টাকার মোটরসাইকেল চালায় এবং তার দোকান কয়েক লাখ টাকা দিয়ে সাজিয়েছে।

আমি তাকে ছোটবেলা থেকেই চিনি, আমরা ছোটবেলায় এক সাথে পড়াশোনা করেছি, ছোটবেলায় তার বাবা মারা যায়, তার বাবা মারা যাওয়ার পর খুব কষ্টে তাদের সংসার চলে, সে অনেক কষ্ট করে পড়াশোনা করে, পড়াশোনা শেষ করে ছোট একটা চাকরি করত, কিন্তু চার বছর আগে সে একটা ছোট ব্যবসা শুরু করে,  এবং সেই ব্যবসার মাধ্যমে কঠিন পরিশ্রম করতে থাকে। এখন সে ঐ ব্যবসার মাধ্যমে সফল হয়েছে।

তার পরিশ্রম আমি দেখেছি, সে বাংলাদেশের বহু জায়গায় গিয়েছে ব্যবসার জন্য, সারারাত বাসে করে সফর করেছে আবার দিনে নিজের জায়গায় এসে দোকান পরিচালনা করেছে। সে যখন প্রথম ব্যবসা শুরু করে তখন বিকাশ এজেন্ট এর খুব প্রয়োজন ছিল কিন্তু বিকাশ তাকে এজেন্ট দেয় নাই, কিন্তু এখন বিকাশ কোম্পানী তার কাছে এসে তাকে অনুরোধ করে বিকাশের এজেন্ট দিয়েছে এবং তাকে মিষ্টি খাইয়ে গিয়েছে। এই জন্য আমাদেরও সফল হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে।

Thanks everyone for reading my post today.
304.081 SRY$0.00
Bangladesh
Bangladesh

Comments