Serey is utilizing Blockchain technology

Happy news makes the mind happy and sad news saddens // খুশির খবর মনকে আনন্দ দেয় আর দুঃখের খবর দুঃখ দেয়

mahmud552

Bismillahir Rahmanir Rahim
Hello friends how are you all? Hope you all are very well and healthy, I am also very well with your prayers and God's grace.
photo_2023-08-25_22-18-51.jpgCopyright free image downloaded from pixabay.com

Some times we get some news which makes our mind feel good and we feel a lot of joy in our heart. I heard two such happy news yesterday, one of which I shared with you yesterday is that my job has been transferred to my district. Which is very happy news for me.

Yesterday I received another happy news that my younger cousin's son was born. My heart was full of joy after hearing the two happy news. I was very happy yesterday. But that happiness has diminished today. Today I feel very bad. Sometimes in people's lives, after the happy news comes the sad news.

If happy news comes with sad news, everyone forgets the previous happy news and that person's mind becomes very sad, he suffers a lot. In the same way when sad news is followed by happy news, he forgets the previous sadness, and happy news makes him feel good.

After hearing two happy news yesterday, I got a sad news today. And the sad news is, today my cousin's son, who was born yesterday, died today, I am very sad to hear the news of his death. I am deeply saddened to hear the news of his death.

My cousin had a cesarean yesterday in Sirajganj, after the cesarean, her child fell ill, her newborn child was very sick, she was admitted to Enayetpur hospital, was there last night and the doctors on duty advised to cover the sick child. He was brought to a big hospital in Dhaka this morning, he was treated all day, the child died in the evening today.

After the baby died, he was taken home tonight, the baby's mother is still in the hospital, she may not know that her baby is dead, she may not be able to bear hearing. I called the child's uncle, he was crying, unable to say anything. In fact, some deaths are very difficult to accept.

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

কিছু কিছু সময় আমাদের কাছে এমন কিছু খবর আসে যেই খবর শুনে মনটা ভাল হয়ে যায় এবং মনের মধ্যে অনেক আনন্দ অনুভব হয়। আমি গতকাল এই রকম দুইটা আনন্দের খবর শুনেছিলাম, যার একটা আনন্দের খবর গতকাল আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা হচ্ছে আমার চাকরী কর্মস্থল বদলি হয়ে নিজের জেলায় হয়েছে। যেটা আমার কাছে খুব আনন্দের সংবাদ।

গতকাল আরেকটা আনন্দের সংবাদ পেয়েছিলাম সেটা হচ্ছে আমার ছোট চাচার মেয়ের পুত্র সন্তান জন্ম গ্রহণ করেছে। দুইটা আনন্দের খবর শোনার পর আমার মনটা আনন্দ ভরে উঠেছিল। গতকাল আমি খুব খুশি ছিলাম। কিন্তু সেই খুশিটা আজকে কমে গেছে। আজকে আমার মনটা অনেক খারাপ। কোন কোন সময় মানুষের জীবনে খুশির সংবাদের পরেই কষ্টের সংবাদ আসে।

খুশির সংবাদের যদি দুঃখের সংবাদ আসে তাহলে আগের খুশির সংবাদ সবাই ভুলে যায় এবং ঐ মানুষটার মন খুব খারাপ হয়ে যায়, সে অনেক কষ্ট পায়। ঠিক একই ভাবে যখন দুঃখের সংবাদের পরে কোন খুশির সংবাদ আসে তাহলে সে আগের দুঃখের কথা ভুলে যায়, এবং খুশির সংবাদের কারণে তার মনটা ভাল হয়ে যায়।

গতকাল দুইটা খুশির সংবাদ শোনার পর আজকে আমার কাছে একটা দুঃখের সংবাদ এসেছে। আর সেই দুঃখের সংবাদ হচ্ছে, আজকে আমার সেই চাচাতো বোনের পুত্র সন্তান, যে গতকাল জন্মগ্রহণ করেছে, সে আজকে মারা গিয়েছে, তার মৃত্যুর সংবাদ শুনে আমার কাছে খুব খারাপ লেগেছে। তার মৃত্যুর সংবাদ শুনে আমি খুব কষ্ট পেয়েছি।

গতকাল আমাদের সিরাজগঞ্জে আমার সেই চাচাতো বোনের সিজার করা হয়, সিজার করার পর তার সন্তান অসুস্থ হয়ে যায়, তার নবজাতক সন্তানের অসুস্থ বেশি হলে তাকে এনায়েতপুর হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে গতকাল রাতে ছিল এবং সেখানে কর্তব্যরত ডাক্তাররা অসুস্থ বাচ্চাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেন। আজকে সকালে ঢাকার একটা বড় হাসপাতালে আনা হয়, সারাদিন তার চিকিৎসা করা হয়, আজকে সন্ধ্যার সময় সেই শিশুটি মারা যায়।

শিশুটি মারা যাওয়ার পর আজকে রাতে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, শিশুটির মা এখনও হাসপাতালে, সে হয়ত জানে না যে তার শিশু সন্তান মারা গেছে, সে শুনলে হয়ত সহ্য করতে পারবে না। আমি শিশুটির মামার কাছে কল দিয়েছিলাম, সে কান্না করতেছে, কিছু বলতে পারছে না। আসলে কিছু কিছু মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হয়।

Thanks everyone for reading my post today.

1596.947 SRY$0.00
Bangladesh
Bangladesh

Comments