Serey is utilizing Blockchain technology

When something ceases to be necessary, that thing becomes unimportant

mahmud552

Bismillahir Rahmanir Rahim
Hello friends how are you all? Hope you all are very well and healthy, I am also very well with your prayers and God's grace.

When we need a thing, we keep it very carefully, and take care not to spoil it. But when the need for that thing is over, we don't keep any more notice of that thing, we neglect it. We value small things in times of need, but once the need is gone we never look back.

In the same way there are many people among us who will use you, pull you close and come to you in their time of need, but when they no longer need you, they will no longer recognize you, care for you in their time of need, be nice to you. Will talk but will have no interest in you once the need is over.

These words came to my mind after seeing an amazing scene today, so I am sharing it with you, today I went to the village with the Madrasah to look for students for our Madrasah, while returning through a bamboo thicket, suddenly an amazing thing came in front of my eyes, then I stood there for a while and pondered these words.

The strange thing is that a broken television is placed very nicely in the bamboo garden, it looks like someone is sitting next to this bamboo and watching television, the television is placed in the bamboo garden in a neglected condition, the person who put this television here used to take good care of this television, when It was needed and when this television used to work properly, but now this television is no longer needed and it is not working properly so it is kept in the bamboo garden.

But once upon a time, a lot of trouble was taken to keep this television from getting dirty, every morning and afternoon it was cleaned with a good cloth, if there was a little problem, a lot of efforts were made to fix it. And now it is kept neglected in a place where people are afraid to go, and no one takes any notice of it.

Today when I saw this condition of the television, a teacher of our madrasa said that the television is placed in such a way that someone is sitting here watching this television, then he asked me to take some pictures and post them, then I took some pictures with my SAMSUNG A52 5G mobile. Took pictures and shared with you.

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

আমাদের যখন কোন জিনিসের প্রয়োজন হয় তখন আমরা সেই জিনিসকে খুব যত্ন সহকারে রাখি, এবং সেই জিনিসটা যেন নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখি। কিন্তু যখন ঐ জিনিসের প্রয়োজন শেষ হয়ে যায় তখন আমরা সেই জিনিসের আর কোন খবর রাখি না, সেটাকে অবহেলা করে রেখে দেই। প্রয়োজনের সময় আমরা অল্প জিনিসকে খুব গুরুত্বপূর্ণ মনে করি, কিন্তু প্রয়োজন শেষ হয়ে গেল সেই জিনিসের দিকে আর ফিরেও তাকাই না।

ঠিক একই ভাবে আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা আপনাকে ব্যবহার করবে, তাদের প্রয়োজনের সময় আপনাকে কাছে টানবে এবং আপনার কাছে আসবে, কিন্তু যখনই তাদের প্রয়োজন আপনার কাছে শেষ হয়ে যাবে তখন আর আপনাকে চিনবে না, প্রয়োজনের সময় আপনার প্রতি গুরুত্ব দিবে, আপনার সাথে সুন্দর ভাবে কথা বলবে কিন্তু প্রয়োজন শেষ হয়ে গেলে আপনার প্রতি আর কোন আগ্রহ থাকবে না।

এই কথাগুলো আজকে একটা আশ্চর্য দৃশ্য দেখে আমার মনের মধ্যে এসেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি,  আজকে আমাদের মাদ্রাসার জন্য ছাত্র-ছাত্রী খোঁজ করতে মাদ্রাসার সাথে গ্রামে গিয়েছিলাম, ফেরার সময় একটা বাঁশ ঝাড়ের মধ্যে দিয়ে ফিরছিলাম, হঠাৎ এক আশ্চর্য জিনিস চোখের সামনে আসল, তখন কিছুক্ষণ সেখানে দ্বাড়িয়ে ছিলাম এবং এই কথাগুলো চিন্তা করছিলাম।

আশ্চর্য জিনিসটা হচ্ছে একটা ভাঙা টেলিভিশন বাঁশ বাগানের মধ্যে খুব সুন্দর করে রাখা আছে, মনে হচ্ছে কেউ যেন এই বাঁশের পাশে বসে টেলিভিশন দেখবে, অবহেলিত অবস্থায় টেলিভিশনটাকে বাঁশ বাগানের মধ্যে রাখা হয়েছে, যে এই টেলিভিশন এখানে রেখেছে সে এক সময় এই টেলিভিশনের খুব যত্ন নিত, যখন এটার প্রয়োজন ছিল এবং যখন এই টেলিভিশন ঠিক মত কাজ করত, কিন্তু এখন এই টেলিভিশনের আর কোন প্রয়োজন নেই এবং এটা ঠিক মত কাজ করছে না তাই এটাকে বাঁশ বাগানে রাখা হয়েছে।

অথচ একটা সময় এই টেলিভিশন যেন ময়লা না হয় সেই জন্য অনেক কষ্ট করা হত, প্রতিদিন সকালে এবং বিকালে ভাল কাপড় দিয়ে এটাকে পরিষ্কার করা হত, একটু সমস্যা হলেই সেটা ভাল করার জন্য অনেক চেষ্টা করা হত। আর এখন এটাকে অবহেলিত অবস্থায় এমন এক জায়গায় রাখা হয়েছে যেখানে যেতে মানুষ ভয় পায়, এবং এটার কেউ কোন খবর নেয় না।

আজকে যখন টেলিভিশন এর এই অবস্থা দেখলাম, তখন আমাদের মাদ্রাসার একজন শিক্ষক বললেন, টেলিভিশন এমন ভাবে রাখা হয়েছে যেন কেউ এখানে বসে থেকে এই টেলিভিশন দেখছে, তখন আমাকে বললেন কয়েকটা ছবি তোলেন এবং এটা নিয়েই পোস্ট করেন, তখন আমি আমার SAMSUNG A52 5G মোবাইল দিয়ে কয়েকটা ছবি তুললাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম।

Thanks everyone for reading my post today.

 

Device Used
Camera
Location
Short by
Samsung Galaxy A52 5G
64M camera
Bangladesh
@mahmud552

959.701 SRY$0.00
Bangladesh
Bangladesh

Comments