Serey is utilizing Blockchain technology

Sometimes in our life unimaginable things happen // আমাদের জীবনে অনেক সময় অকল্পনীয় কিছু ঘটনা ঘটে যায়

mahmud552

Bismillahir Rahmanir Rahim
Hello friends how are you all? Hope you all are very well and healthy, I am also very well with your prayers and God's grace.
photo edit by picsart app

Sometimes things happen in our life that are unimaginable, we can't even think that such an event can happen. When we encounter the unimaginable, we are surprised by ourselves. Sometimes it is hard to believe, those events happen by coincidence.

A similar unthinkable happened to me today. The father of a student of our Madrasa invited me today after hearing about my job transfer, he said that I should go to his house for dinner. I prayed Isha and was sitting in the room, meanwhile the student came and took me to their house, and let me sit in one of their rooms.

The student's father went out, after letting me sit, gave me food, a plate of food was placed in front of me, on the plate of food, there were two bananas, two breads, two sweets, an apple and a glass of water. The sweet two were very beautiful to look at, the sweet two were like leaves. Loved the apple skewers, the apple was fine only the peaches were pitched around it, it looked so good that I took the picture and am sharing it with you.

It was a light meal, after some time dinner was allowed, I sat at the dining table and started eating, the food item was good, then a strange thing happened, while I was eating the student's father entered the room, as he entered the room I I told him, you look very familiar! He then asked me, where is your house? I then told about my house. Then he asked again, what is your father's name? He recognized me when I said my father's name, and he introduced himself.

He is my uncle, I saw him long ago as a child, he also saw me long ago, so I could not remember, I could not recognize him properly. His house was behind ours, they moved away due to the Yamuna river erosion. After getting to know him we talked about various things, we talked about my father, we talked about our village.

I could not even think that he will be my closest person. I live in Chapainawabganj since 2018, I have not met him even once, but he is from my village and my uncle. After meeting him today I liked it, he liked it too, and he said to go to his house and visit him every day for the rest of my stay. I am very surprised about this.

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

আমাদের জীবনে কখনও কখনও এমন কিছু ঘটনা ঘটে যেটা অকল্পনীয়, আমরা চিন্তাও করতে পারি না যে এই রকম কোন ঘটনা ঘটতে পারে। আমরা যখন সেই অকল্পনীয় ঘটনার সম্মুখীন হই তখন নিজেই আশ্চর্য হয়ে যাই। অনেক সময় বিশ্বাস করতে কষ্ট হয়, সেই ঘটনাগুলো কাকতালীয় ভাবে ঘটে যায়।

আজকে আমার সাথে ঠিক একই রকম একটা অকল্পনীয় ঘটনা ঘটেছে। আমার চাকরীর বদলি হওয়ার খবর শুনে আমাদের মাদ্রাসার এক ছাত্রের বাবা আমাকে আজকে দাওয়াত দিয়েছে, সে বলেছে যে, আমি যেন রাতে খাবার তাদের বাড়িতে গিয়ে খাই। আমি এশার নামাজ আদায় করে আর রুমে বসে আছি, এর মধ্যেই সেই ছাত্র এসে আমাকে তাদের বাড়ি নিয়ে যায়, এবং তাদের একটা রুমে আমাকে বসতে দেয়।

ঐ ছাত্রের বাবা বাহিরে গিয়েছে, আমাকে বসতে দেওয়ার পর খাবার দিয়েছে, আমার সামনে খাবারের প্লেট রাখা হয়, খাবারের প্লেটে ছিল, দুইটা কলা, দুইটা রুটি, দুইটা মিষ্টি, একটা আপেল এবং এক গ্লাস পানি। মিষ্টি দুইটা দেখতে অনেক সুন্দর ছিল, মিষ্টি দুইটা পাতার মত ছিল। আপেল কাঁটা ভাল লেগেছে, আপেল ঠিক ছিল শুধু তার চারপাশ থেকে পিচ পিচ করা হয়েছে, দেখতে অনেক ভাল লাগছিল এই জন্য ছবি তুলেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি।

এটা ছিল হাল্কা খাবার, কিছুক্ষণ পর রাতের খাবার খেতে দেয়, আমি খাবার টেবিলে গিয়ে বসি এবং খাওয়া শুরু করি, খাবারের আইটেম ভাল ছিল, তখনই এক আশ্চর্য ঘটনা ঘটে, আমি খাবার খাচ্ছি এর মধ্যেই ঐ ছাত্রের বাবা রুমে প্রবেশ করে, সে রুমে প্রবেশ করতেই আমি তাকে বললাম, আপনাকে খুব চেনা চেনা লাগছে! সে তখন আমাকে জিজ্ঞেস করল, আপনার বাড়ি কোথায়? আমি তখন আমার বাড়ির কথা বললাম। তখন সে আবার জিজ্ঞেস করল, তোমার বাবার নাম কি? আমি যখন আমার বাবার নাম বললাম তখন সে আমাকে চিনে ফেলল, এবং সে তার পরিচয় দিল।

সে আমার সম্পর্কে চাচা হয়, অনেকদিন আগে ছোটবেলায় তাকে দেখেছিলাম, সেও আমাকে অনেকদিন আগেই দেখেছিল, এই জন্য মনে করতে পারছিল না, আমিও ঠিক মত চিনতে পারছিলাম না। তার বাড়ি আমাদের বাড়ির পিছনে ছিল, যমুনা নদীর ভাঙনের  কারণে তারা দুরে চলে গেছে। তার সাথে পরিচিত হওয়ার পর বিভিন্ন বিষয় নিয়ে কথা হল, আমার বাবার বিষয় নিয়ে কথা হল, আমাদের গ্রামের বিষয়ে কথা হল।

আমি চিন্তাও করতে পারি নাই যে, সে আমার খুব কাছের মানুষ হবে। আমি চাঁপাইনবাবগঞ্জ থাকি 2018 সাল থেকে, এত দিনে তার সাথে আমার একবারও দেখা হয় নাই, অথচ সে আমার গ্রামের মানুষ এবং আমার এক সম্পর্কে চাচা। আজকে তার সাথে দেখা হওয়ার পর আমারও খুব ভাল লেগেছে, তারও খুব ভাল লেগেছে, এবং সে বলেছে আর যে কয়দিন এখানে থাকি প্রতিদিন যেন তার বাড়িতে যাই এবং তার সাথে দেখা করে আসি। আমি এই বিষয়ে খুব অবাক হয়েছি।

Thanks everyone for reading my post today.

 

Device Used
Camera
Location
Short by
Samsung Galaxy A52 5G
64M camera
Bangladesh
@mahmud552

1856.017 SRY$0.00
Bangladesh
Bangladesh

Comments