Serey is utilizing Blockchain technology

Yesterday when I came home from Chapainawabganj with my job transfer, I saw the wonderful sight of Chalanbil

mahmud552

Bismillahir Rahmanir Rahim

Hello friends how are you all? Hope you all are very well and healthy, I am also very well with your prayers and God's grace.

I came to our house yesterday after completing all activities from Chapainawabganj. After completing my job transfer program in Chapainawabganj yesterday, I left for home. Chapainawabganj Bus Stand I didn't get any bus directly to Sirajganj, the bus to Sirajganj was at 12 noon, but I left the madrasa at 8 am. Then, not getting a bus to Sirajganj, I took a bus to Rajshahi.

I took a bus from Rajshahi to Sirajganj, the bus from Rajshahi to Sirajganj was very good, normally there is no gatelock bus from Rajshahi to Sirajganj, all buses run as local. Yesterday I came to Sirajganj by bus, but the bus was local but the service was good. He left for Sirajganj with the few passengers he got on the way.

When I was working in Chapainawabganj, when I came home, I was filled with joy by seeing the beautiful scenery of Bangladesh. Because when coming from Chapainawabganj, the only bill of exchange in Bangladesh had to come through it. This Chalanbil is the largest and only bill in Bangladesh, Chalanbil is located in parts of Natore and Sirajganj districts of Bangladesh.

It was better to come over Chalanbil during monsoon because Chalanbil was full of water during monsoon, now during monsoon the Chalanbil is full of water, during this time people around Chalanbil go by boat, and people around Chalanbil are busy fishing. People around Chalanbil make dried fish and send it to different parts of Bangladesh.

While coming to Sirajganj by bus yesterday, I was seeing the beautiful view of Chalanbil and a sadness was working in my heart, because I have transferred from Chapainawabganj to Sirajganj, I will not be able to see this beautiful view of Chalanbil again, maybe I will see it but sometimes, always like before. This road will not go through. Rarely will I see this wonderful view of the Chalanbil of Bangladesh, if I ever go to Rajshahi, Natore or Chapainawabganj, I will see it. For the last time I was watching the wonderful scene of Chalanbil and many thoughts were coming to my mind.

I was looking at the wonderful scene of Chalanbil and thought that I might see this scene very rarely, so I took out my SAMSUNG A52 5G mobile and used it to capture the amazing scene of Chalanbil. I like the pictures very much.

Thanks everyone for reading my post today.

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

আমি গতকাল চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল কার্যক্রম শেষ করে আমাদের বাড়িতে এসেছি। গতকাল চাঁপাইনবাবগঞ্জ এ আমার চাকরির বদলির কার্যক্রম শেষ করার পর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হই। চাঁপাইনবাবগঞ্জ বাসস্ট্যান্ড সরাসরি সিরাজগঞ্জের কোন বাস পাই নাই, সিরাজগঞ্জের বাস ছিল দুপুর বারোটায়, কিন্তু আমি সকাল আটটায় মাদ্রাসা থেকে বাহির হই। তখন সিরাজগঞ্জ এর বাস না পেয়ে রাজশাহীর উদ্দেশ্যে বাসে উঠি।

রাজশাহী থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে বাসে উঠি, রাজশাহী থেকে সিরাজগঞ্জের বাসটা অনেক ভাল ছিল, স্বাভাবিক ভাবে রাজশাহী থেকে সিরাজগঞ্জে আসার জন্য গেটলক কোন বাস নাই, সকল বাস লোকাল হিসেবে চলাচল করে। গতকাল যে বাসে সিরাজগঞ্জ এসেছি, সেই বাস লোকাল হলেও সার্ভিস ভাল ছিল। চলতি পথে যে কয়জন যাত্রী পেয়েছে তাদেরকে নিয়েই সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

আমি যখন চাঁপাইনবাবগঞ্জ চাকরি করতাম তখন বাড়ির আসার সময় বাংলাদেশের অপরূপ দৃশ্য দেখে মন আনন্দ ভরে যেত। কারণ চাঁপাইনবাবগঞ্জ থেকে আসার সময় বাংলাদেশের একমাত্র চলনবিল এর মধ্য দিয়ে আসতে হত। বাংলাদেশের সব থেকে বড় এবং একমাত্র বিল হচ্ছে এই চলনবিল, চলনবিল বাংলাদেশের নাটোর এবং সিরাজগঞ্জ জেলার কিছু অংশে অবস্থিত।

বর্ষার সময় চলনবিল এর উপর দিয়ে আসতে আরও বেশি ভাল লাগত কারণ বর্ষার সময় চলনবিল পানিতে ভরপুর থাকত, এখন বর্ষাকাল এই সময়ে চলনবিল পানিতে পরিপূর্ণ থাকে, এই সময়ে চলনবিল এর আশেপাশের মানুষজন নৌকা দিয়ে চলাচল করে, এবং চলনবিল এর আশেপাশের মানুষজন মাছ ধরতে ব্যস্ত থাকে। চলনবিল এর আশেপাশের মানুষজন মাছ দিয়ে শুটকি তৈরী করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেয়।

গতকাল বাসে করে সিরাজগঞ্জ আসার সময় চলনবিল এর অপরূপ দৃশ্য দেখছিলাম এবং মনের ভিতর একটা দুঃখ কাজ করছিল, কারণ চাঁপাইনবাবগঞ্জ থেকে আমি বদলি হয়ে সিরাজগঞ্জ চলে এসেছি, চলনবিল এর এই অপরূপ দৃশ্য আর দেখতে পাবো না, হয়ত দেখতে পাবো কিন্তু সেটা মাঝে মাঝে, আগের মত সবসময়ই এই রাস্তা দিয়ে যাওয়া হবে না। বাংলাদেশের চলনবিল এর এই অপরূপ দৃশ্য খুব কম দেখতে পাব, যদি কখনও রাজশাহী, নাটোর বা চাঁপাইনবাবগঞ্জ যাই তাহলে দেখতে পাব। শেষ বারের মত চলনবিল এর অপরূপ দৃশ্য দেখছিলাম আর মনের মধ্যে অনেক চিন্তা আসছিল।

চলনবিল এর অপরূপ দৃশ্য দেখছিলাম আর চিন্তা করছিলাম এই দৃশ্য হয়ত খুব কম দেখতে পাব, তাই আমার SAMSUNG A52 5G মোবাইল বাহির করি এবং সেটা দিয়ে চলনবিল এর অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দি করি। ছবিগুলো আমার কাছে খুব ভাল লেগেছে।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

1084.294 SRY$0.00
Bangladesh
Bangladesh

Comments