Serey is utilizing Blockchain technology

Very nice photography of Aparajita or Clitoria ternatea flower // অপরাজিতা বা ক্লিটোরিয়া টারনেটিয়া ফুলের খুব সুন্দর ফটোগ্রাফি

mahmud552

Bismillahir Rahmanir Rahim
Hello friends how are you all? Hope you all are very well and healthy, I am also very well with your prayers and God's grace.
photo edit by canva

Dear friends today after a long time I will share with you a flower photography, I am surprised to see these flowers, very beautiful flowers, today I went to Kazipur rural electricity office for a special work, I was waiting for some people in front of rural electricity office, something very beautiful in front of the office gate. I saw the flowers, then I took this beautiful flower photography with my SAMSUNG A52 5G mobile.

The name of this flower is Aparajita and the scientific name of this flower is Clitoria ternatea, many people also know this flower as Neelkantha. The flower is mostly blue in color and the middle of the flower is white and yellow which adds to the beauty of the flower. These flowering plants are many bushes at once, many trees can be seen at once.

A type of fruit is obtained from this flowering plant which looks like a bean. When I was a child, I used to think that people would go crazy or die if they ate the bean-like fruit from this flower. We have played a lot with the fruit of this flower tree, but today I came to know that the fruit, vine and leaves of this flower tree are very beneficial to people.

Eating the juice of this flower and the leaves of this plant is very beneficial for the human body. This flower controls diabetes, lowers high blood pressure in the human body. It works well for pain in any part of the body, especially for headache, the juice of this flower is consumed daily to remove the lack of energy, weak memory is improved, asthma is better, the juice of this flower is consumed regularly from anxiety. Released. This flower has many other benefits for humans.

Today, after taking a picture of this flower, when I searched on Google, I was surprised that we do not know the benefits of this flower. There are many things around us that benefit us but many of us don't know it. I love today's flowers and flower pictures.

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

প্রিয় বন্ধুগন আজকে অনেকদিন পর আপনাদের সাথে একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করব, এই ফুলগুলো দেখে আমি আশ্চর্য হয়েছি, খুব সুন্দর ফুল, আজকে একটা বিশেষ কাজে কাজীপুর পল্লী বিদ্যুত অফিসে গিয়েছিলাম, পল্লী বিদ্যুত অফিসের সামনে কয়েকজন মানুষের জন্য অপেক্ষা করছিলাম, অফিসের গেটের সামনে খুব সুন্দর কিছু ফুল দেখতে পেলাম, তখনই আমার SAMSUNG A52 5G মোবাইল দিয়ে এই সুন্দর ফুলের ফটোগ্রাফি করলাম।

এই ফুলের নাম হচ্ছে অপরাজিতা এবং এই ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে Clitoria ternatea, অনেকেই এই ফুলকে নীলকন্ঠ নামেও চিনে থাকেন। ফুলটি অধিকাংশ সময় নীল রঙের হয়ে থাকে এবং ফুলের মাঝখানে সাদা এবং হলুদ হয়ে থাকে যার কারণ ফুলের সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। এই ফুলের গাছ এক সাথে অনেক ঝোপড়াপো হয়, এক সাথে অনেক গাছ দেখা যায়।

এই ফুল গাছ থেকে এক ধরণের ফল পাওয়া যায় যেটা দেখতে সিমের মত মনে হয়। ছোটবেলায় ভাবতাম এই ফুল থেকে সিমের মত যে ফল হয় সেটা খেলে মানুষ পাগল হয়ে যায় অথবা মারা যায়। এই ফুল গাছের ফল দিয়ে আমরা অনেক খেলেছি, কিন্তু আজকে জানতে পারলাম এই ফুল গাছের ফল, লতা, পাতা দিয়ে মানুষের অনেক উপকার হয়।

এই ফুল এবং এই গাছের পাতা রস করে খেলে মানুষের শরীরের অনেক উপকার হয়। এই ফুল দ্বারা ডাইবেডিস নিয়ন্ত্রণ হয়, মানুষের শরীরের উচ্চ রক্তচাপ কমিয়ে দেয়। শরীরের যে কোন জায়গা ব্যথার জন্য ভাল কাজ করে, বিশেষ করে মাথা ব্যাথার জন্য ভাল উপকার পাওয়া যায়,  এই ফুলের রস প্রতিদিন খেলে এনার্জি এর অভাব দূর হয়ে যায়, দূর্বল স্মৃতিশক্তি ভাল হয়, হাঁপানী কাশি ভাল হয়, এই ফুল রস করে নিয়মিত খেলে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। এই ফুল মানুষের জন্য এই রকম আরও অনেক উপকারে আসে।

আজকে এই ফুলের ছবি তোলা পর যখন গুগলে সার্চ করলাম তখন আশ্চর্য হয়ে গেছি যে, এই ফুলের এত উপকার অথচ আমরা জানি না। আমাদের চারপাশে এমন অনেক কিছুই আছে যা দ্বারা আমাদের অনেক উপকার হয় কিন্তু আমরা অনেকেই সেটা জানি না। আজকের ফুল এবং ফুলের ছবিগুলো আমার কাছে খুব ভাল লেগেছে।

Thanks everyone for reading my post today.

 

Photography Theme
Device Used
Camera
Location
Short by
flowers
Samsung Galaxy A52 5G
64M camera
Bangladesh
@mahmud552

1085.454 SRY$0.00
Bangladesh
Bangladesh

Comments