Serey is utilizing Blockchain technology

We always need to help other people // আমাদের সব সময়ই অন্য মানুষের উপকার করা প্রয়োজন

mahmud552

Bismillahir Rahmanir Rahim

Hello friends how are you all? Hope you all are very well and healthy, I am also very well with your prayers and God's grace. 

Copyright free image downloaded from pixabay.com

We should always do good to other people. The fruits of favor are always sweet, that is, if you do a favor to someone, that favor will surely be reciprocated. If you do good to people, besides getting recompense, the person you do good will become your friend. Even if you do a favor to an enemy, that enemy will no longer be an enemy, he will become your friend.

A long time ago I saw a Salman Khan movie called "Jai Ho", the movie implies that if you help someone, he will thank you, instead of saying thank you, promise to help three more people. will, and tell those three people to each benefit three more people.

The movie shows that if everyone benefits three people according to their position and they each benefit three people, then all the people of the world will slowly start helping and cooperating with other people.

If we think for a moment that you have benefited one person and he has benefited three others. If those three benefit three people each then it becomes nine people, if those nine people benefit three people each then it becomes 27 people, if those 27 people benefit three people each then 81 people benefit. Now how much will these 81 people benefit three people each! In this way, if everyone continues to benefit other people from their position, then an atmosphere of peace will be created in the whole world.

It is mentioned in the hadith that whoever does not benefit the people of this world, Allah does not benefit him. For this we all should benefit other people and help the poor people of our society. When you help and help other people, everyone will come to you, become your friend.

Thanks everyone for reading my post today.

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

আমাদের সব সময়ই উচিত অন্য মানুষের উপকার করা। উপকারের ফল সব সময়ই মিষ্টি হয়, অর্থাৎ আপনি যদি কাউকে উপকার করেন তাহলে সেই উপকারের প্রতিদান অবশ্যই পাবেন। মানুষের উপকার করলে প্রতিদান পাওয়ার পাশাপাশি যে মানুষের উপকার করবেন সে আপনার বন্ধু হয়ে যাবে। এমনকি আপনি যদি কোন শত্রুর উপকার করেন তাহলে সেই শত্রু আর শত্রু থাকবে না, সে আপনার বন্ধু হয়ে যাবে।

অনেকদিন আগে সালমান খানের একটা সিনেমা দেখেছিলাম, সিনেমার নাম "জয় হো", সিনেমাটিতে বোঝানো হয়েছে যে, আপনি যদি কাউকে উপকার বা সহযোগিতা করেন, তাহলে সে আপনাকে ধন্যবাদ দিবে, আপনি তাকে বলবেন যে ধন্যবাদ বলতে না বরং ওয়াদা করুন যে আপনি আরও তিনজন মানুষের উপকার করবে, এবং ঐ তিনজন মানুষকে বলে দিবেন তারা যেন প্রত্যেকে আরও তিনজন মানুষকে উপকার করে।

সেই সিনেমাতে দেখানো হয়, যদি এই ভাবে সবাই নিজের অবস্থান থেকে সুযোগ অনুযায়ী তিনজন মানুষের উপকার করে এবং তারা প্রত্যেকে তিনজন করে মানুষকে উপকার করে তাহলে পৃথিবীর সকল মানুষ আস্তে আস্তে অন্য মানুষের উপকার এবং সহযোগিতা করা শুরু করবে।

আমরা যদি একবার চিন্তা করি যে, আপনি একজন মানুষের উপকার করলেন এবং সে আরও তিনজন মানুষের উপকার করল। ঐ তিনজন যদি প্রত্যেকে তিনজন মানুষের উপকার করে তাহলে নয়জন হয়ে যাবে, ঐ নয়জন যদি প্রত্যেকে তিনজন মানুষের উপকার করে তাহলে 27 জন হয়ে যাবে, ঐ 27 জন যদি প্রত্যেকে তিনজন মানুষের উপকার করে তাহলে 81 জন মানুষ উপকৃত হবে। এখন এই 81 জন মানুষ প্রত্যেকে তিনজন করে মানুষকে উপকার করলে কত হবে! এই রকম ভাবে যদি সবাই নিজের অবস্থান থেকে অন্য মানুষের উপকার করতে থাকে তাহলে সমস্ত পৃথিবীতে একটা শান্তির পরিবেশ তৈরি হবে।

হাদিস শরীফে এরশাদ করা হয়েছে, যে ব্যক্তি এই দুনিয়ার মানুষের উপকার করে না আল্লাহ তায়ালাও তার উপকার করেন না। এই জন্য আমাদের সকলের উচিত অন্য মানুষের উপকার করা এবং আমাদের সমাজের গরীব মানুষদের সহযোগিতা করা। আপনি যখন অন্য মানুষের উপকার এবং সহযোগিতা করবেন তখন সবাই আপনার কাছে আসবে, আপনার বন্ধু হয়ে যাবে।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

918.330 SRY$0.00
Bangladesh
Bangladesh

Comments