Serey is utilizing Blockchain technology

Busy first day after going to Dhaka on Wednesday // বুধবারে ঢাকা যাওয়ার পর প্রথম দিনের ব্যস্ততা

M

Bismillahir Rahmanir Rahim
Hello friends how are you all? Hope you all are very well and healthy, I am also very well with your prayers and God's grace.

Today is Monday, I went to Dhaka last Wednesday and came home yesterday, after going to Dhaka I couldn't come online, I couldn't post for three days, after three days I am posting this again today. On the first day of the last three days i.e. Wednesday after going to Dhaka, I posted a post, after that I could not post on Thursday, Friday and Saturday, I wanted to post yesterday when I came home but there was no network at home, so I am posting today.

After going to Dhaka on Wednesday, I stayed at my younger sister's house all day, on Thursday afternoon I went to Savar Army Market, this market is run by the Bangladesh Army. There were several reasons for going to the market, the first reason was to buy a mobile for our younger sister's husband, the second reason was to fix a bicycle for my younger sister's younger son Araf, and the third reason was to fix my mobile. There were other tasks.

After going to Sena Market, I let Araf's bike be fixed first, Araf was crying for a few days for the bike, so I fixed the bike for Araf's elder brother, he was very happy after getting the bike, after letting him fix the bike, I went to buy the mobile, and the oppo company Buy a mobile for 15 thousand taka, then fix my mobile. My mobile was broken for a few days, it was not charging properly, now after repair it is fine.

After that I went to the cloth shop, I bought a Punjabi cloth and a little cap for me, and my younger sister bought some clothes for herself, after all the work I went to get Araf's bicycle, the bicycle was fixed very nicely. The rear wheel of the bicycle is fitted and a tire is attached, Aaraf is very happy after getting the bicycle, and gets on the bicycle from the shop, and cycles for a while in the empty space behind the market.

I arrange a rickshaw to bring the bike to younger sister's house, Araf joins me in the rickshaw and he comes home, and my younger one comes in their car. After coming to younger sister's house, Araf cycled for a long time, I had some work to do so I went to Sena market again and crossed the road through the flyover, it was night, the traffic light was so beautiful that I took a picture.

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

আজকে সোমবার, গত বুধবার ঢাকা গিয়েছিলাম এবং গতকাল বাড়িতে এসেছি, ঢাকা যাওয়ার পর অনলাইন আসতে পারি নাই, তিনদিন পোস্ট করতে পারি নাই, তিনদিন পর আজকে আবার নতুন এটা পোস্ট করছি। গত তিনদিনের প্রথম দিন অর্থাত বুধবার ঢাকা যাওয়ার পর একটা পোস্ট করেছিলাম, এরপর বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার পোস্ট করতে পারি নাই, গতকাল ইচ্ছা ছিল বাড়িতে এসে পোস্ট করব কিন্তু বাড়িতে নেটওয়ার্ক ছিল না, তাই আজকে পোস্ট করছি।

বুধবার ঢাকা যাওয়ার পর সারাদিন ছোট বোনের বাড়িতেই ছিলাম, বৃহস্পতিবার বিকালে সাভার সেনা মার্কেটে গিয়েছিলাম, বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হয় এই মার্কেট। মার্কেটে যাওয়ার কয়েকটা কারণ ছিল, প্রথম কারণ আমাদের ছোট বোনের স্বামীর জন্য একটা মোবাইল কিনতে হবে, দ্বিতীয় কারণ হচ্ছে আমার ছোট বোনের ছোট ছেলে আরাফ এর জন্য সাইকেল ঠিক করতে হবে, এবং তৃতীয় কারণ হচ্ছে আমার মোবাইল ঠিক করতে হবে। আরও কিছু কাজ ছিল।

সেনা মার্কেটে যাওয়ার পর প্রথমে আরাফ এর সাইকেল ঠিক করতে দেই, আরাফ কয়েকদিন হল সাইকেলের জন্য কান্না করছিল, তাই আরাফ এর বড় ভাই সাইকেল ঠিক করে দিয়েছি, সাইকেল পাওয়ার পর সে খুব খুশি হয়েছে, সাইকেল ঠিক করতে দেওয়ার পর মোবাইল কিনতে যাই, এবং oppo কোম্পানীর একটা মোবাইল কিনি দাম ১৫ হাজার টাকা, এরপর আমার মোবাইল ঠিক করি। আমার মোবাইল কয়েকদিন হল নষ্ট ছিল, ঠিক মত চার্জ হচ্ছিল না, এখন মেরামত করার পর ঠিক হয়েছে।

এরপর কাপড়ের দোকানে যাই, আমার জন্য একটা পাঞ্জাবী এর কাপড় এবং একটু টুপি কিনি, আর আমার ছোট বোন তার নিজের জন্য কিছু কাপড় কিনে, সব কাজ শেষ হওয়ার পর আরাফ এর সাইকেল নিতে যাই, সাইকেল খুব সুন্দর ভাবে ঠিক করি হয়েছে। সাইকেল এর পিছনের চাঁকা লাগানো হয় এবং একটা বাসি লাগানো হয়, সাইকেল পাওয়ার পর আরাফ খুব খুশি হয়, এবং দোকান থেকেই সাইকেলে উঠে, এবং মার্কেটের পিছনে ফাঁকা জায়গায় কিছুক্ষণ সাইকেল চালায়।

সাইকেল ছোট বোনের বাড়িতে নিয়ে আসার জন্য একটা রিক্সা ঠিক করি, আরাফ আমার সাথে রিক্সায় উঠে এবং সে বাড়িতে আসে, আর আমার ছোট তাদের গাড়িতে আসে। ছোট বোনের বাড়িতে আসার পর আরাফ অনেকক্ষণ সাইকেল চালায়, আমার একটা কাজ বাকি ছিল এই জন্য আমি আবার সেনা মার্কেটে যাই এবং ফ্লাইওভার দিয়ে রাস্তা অতিক্রম করি, তখন রাত হয়ে গেছে, যানবাহনের আলো খুব সুন্দর দেখা যাচ্ছিল তাই একটা ছবি তুলি।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Thanks everyone for reading my post today.

 

Device Used
Camera
Location
Short by
Samsung Galaxy A52 5G
64M camera
Bangladesh
@mahmud552

779.675 SRY$0.00
Bangladesh
Bangladesh

Comments