Serey is utilizing Blockchain technology

Many people do not want to talk about their pain to other people // অনেক মানুষ এমন যারা নিজের কষ্টের কথা অন্য মানুষের কাছে বলতে চায় না

mahmud552

Bismillahir Rahmanir Rahim

Hello friends how are you all? Hope you all are very well and healthy, I am also very well with your prayers and God's grace.

Copyright free image downloaded from pixabay.com

 

There are many people in our society who are very happy all the time, even if such people are in trouble, no one realizes that they are in a lot of trouble, because even in the midst of a lot of trouble, they keep smiling. They like to be smiling all the time. Such people never let others understand their pain.

Again, there are many people in our society who are always upset, even if they have no problem, they try to express their pain in front of other people. They only talk about their pain to other people, even though they have no pain. They think it is better to express their pain to other people.

There is a man in our village who is asked anytime, how are you? Then she would reply I'm not well, and then go on about all her woes, I never heard the words "I'm fine" from her mouth. I have seen that healthy man working in the field for a long time, then I asked him, how are you? Still he replied, I am not well.

Again, I saw another person in our village who, no matter how hard he is, if someone asks him, how are you? He immediately replied, Alhamdulillah I am fine. No one can understand that he is in a lot of pain, he never reveals his pain to other people.

People who do not express their pain to other people, they are always happy, and no other people are hurt by them, such people try to solve their problems by themselves. This type of person never expects help from anyone else. They try to solve their own problems.

Although this type of person does not expect help from other people, still many people come forward to help them, everyone knows that this person does not take help from others, so everyone tries to help them. We should benefit such people.

Thanks everyone for reading my post today.

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা সব সময় খুব আনন্দে থাকে, এই ধরণের মানুষ কষ্টে থাকলেও কেউ বুঝতে পারে না যে তারা অনেক কষ্টে আছে, কারণ অনেক কষ্টের মাঝেও তাদের মুখে হাসি লেগেই থাকে। তারা সব সময় হাসিমুখে থাকতে পছন্দ করে। এই ধরণের মানুষ নিজের কষ্ট কখনও অন্য কাউকে বুঝতে দেয় না।

আবার আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সব সময় মন খারাপ করে থাকে, এদের কোন কষ্ট না থাকলেও অন্য মানুষের সামনে নিজের কষ্ট প্রকাশ প্রকাশ করার চেষ্টা করে। তারা শুধু অন্য মানুষের কাছে নিজের কষ্টের কথা বলে, যদিও তাদের কোন কষ্ট থাকে না। তারা মনে করে অন্য মানুষের কাছে নিজের কষ্ট প্রকাশ করতে পারলেই ভাল হয়।

আমাদের গ্রামে একজন মানুষ আছে যাকে যে কোন সময় যদি জিজ্ঞেস করা হয় যে, আপনি কেমন আছেন? তখনই সে উত্তর দিবে আমি ভাল নাই, এবং তখন নিজের সব দুঃখের কথা বলতে থাকবে, আমি কোন দিনও তার মুখ থেকে "আমি ভাল আছি" এই কথাটা শুনি নাই। আমি অনেকদিন দেখেছি যে, সে সুস্থ মানুষ জমিতে কাজে করছে, তখন তাকে জিজ্ঞেস করেছি, আপনি কেমন আছেন? তখনও সে উত্তর দিয়েছে, আমি ভাল নাই।

আবার আমাদের গ্রামে আরেকজন মানুষকে দেখেছি যে, সে যত কষ্টেই থাকুক না কেনো, তাকে যদি কেউ জিজ্ঞেস করে, আপনি কেমন আছেন? সে তখনই উত্তর দেয়, আলহামদুলিল্লাহ আমি ভাল আছি। তাকে দেখে কেউ বুঝতে পারে না যে, সে অনেক কষ্টে আছে, সে কখনও নিজের কষ্ট অন্য মানুষের কাছে প্রকাশ করে না।

যারা নিজের কষ্ট অন্য মানুষের কাছে প্রকাশ করে না, তারা সব সময়ই সুখে থাকে, এবং তাদের দ্বারা অন্য কোন মানুষ কষ্ট পায় না, এই ধরণের মানুষ নিজের সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করে। এই ধরণের মানুষ কখনও অন্য কারো কাছে সাহায্যের আশা করে না। তারা নিজেরাই নিজের সমস্যার সমাধান করার চেষ্টা করে।

এই ধরণের মানুষ যদিও অন্য মানুষের কাছে সাহায্যের আশা করে না, তারপরও এদের সাহায্য করার জন্য অনেক মানুষ এগিয়ে আসে, সবাই জানে যে এই ব্যাক্তি অন্য কারো সাহায্য নেয় না, এই জন্য সবাই তাদের সাহায্য করার চেষ্টা করে। আমাদের উচিত এই ধরণের মানুষের উপকার করা।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

1030.032 SRY$0.00
Bangladesh
Bangladesh

Comments