Serey is utilizing Blockchain technology

Better Life With Steem || The Diary game || 10 - Dec - 2023 || Ceramic test piece

jakaria

য় শুভাকাঙ্ক্ষী,

দৈনন্দিন কার্যাবলী আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে উপস্থিত হয়েছি। আসলে প্রত্যেক দিনের কাজের মধ্যে শিক্ষনীয় বিষয় কিংবা আলোচ্য বিষয় অথবা ভালো-মন্দ সবকিছুই তুলে ধরার মাধ্যমে একে অপরের মাঝে জ্ঞানের সংস্পর্শ প্রতিফলিত করা যায়।

আজকে আমি সেই ধারাবাহিকতার সাথে, তুলে ধরতে চাচ্ছি দৈনন্দিন কার্যাবলীর জ্ঞানের সংক্ষিপ্ত কিছু অংশ।

 

যেহেতু শীতের সময়, তাইতো সকালবেলায় রোদের দেখা পাওয়া খুবই কষ্টকর। এই দিনে আমার জেনারেল অফিস টাইম ছিল। সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত। যাওয়ার পথে এই ছবিগুলো ধারণ করেছি এবং সেই সময় এখন পর্যন্ত রোদ ওঠে নাই।

 

ইন্ডাস্ট্রির ভিতরে যাওয়ার পর হয়তো বা উঠেছিল কিন্তু দেখা পাইনি।

 

IMG_20231210_075214_307.jpg

 

অফিসের মধ্যে ঢুকলাম ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হাজীরা করে। প্রথমেই আমি ল্যাবের মধ্যে ঢোকার পর আমার প্রথম কাজ হচ্ছে তার আগের দিন যে সমস্ত কাজগুলো অসম্পূর্ণ ছিল অর্থাৎ ফায়ারিং এ দেওয়া হয়েছিল যে সমস্ত টেস্ট পিস গুলো, সেগুলো ল্যাবরেটরীতে এসেছে কিনা যথাযথভাবে সেগুলো একবার দেখে নাও।

গ্লেজের আয়রন টেস্ট দেওয়া হয়েছিল। গ্লেজের আয়রন টেস্ট করা হয় মূলত ৪০০ ম্যাচ পাশ করে। কেননা গ্লেজ এর মধ্যেও আয়রন থাকতে পারে। বিশেষ করে আমরা যখন ল্যাবরেটরী থেকে গ্লেজ গুলো সাপ্লাই দিয়ে দেই গ্লেজ লাইনে, আমাদের এই জায়গায় যথাযথ রাখার পরেও যদি আয়রন দেখা যায় তাহলে বুঝতে হবে গ্লেজ লাইনের সমস্যা রয়েছে অর্থাৎ তারা পরিপূর্ণভাবে রাখতে পারে নাই। হয়তোবা ডাস্ট উড়ে এসেছে কিংবা অন্য সমস্যা।

 

সাধারণত যে সমস্ত কাজ প্রত্যেকদিনই করতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আয়রন টেস্ট, ময়েশচার টেস্ট, ম্যাস চেক, ডেন্সিটি, ভিস্কোসিটি ইত্যাদি ইত্যাদি। এগুলো করতে করতে দেখা যায় দুপুর হয়ে গেছে তখন আমি খাবারের জন্য বের হলাম এক ঘন্টার জন্য বিরতি।

 

ও আচ্ছা খাবারের বিরতির পূর্বে আরো একটি কাজ হয়েছিল তা হল বডি প্রিপারেশন থেকে সুপারভাইজার এসেছিল তাদের স্লিপিং কেমন রেসিপি রয়েছে তা জানতে।

 

IMG_20231210_123157_673.jpg

 

আমি সেগুলো চেক করে দিলাম। দুটি বল মিলের একটি থেকে নিয়ে এসেছে এবং আরও একটি স্লিপ ট্যাংক থেকে নিয়ে এসেছে।

 

IMG_20231210_135653_569.jpg

 

খাবার খাওয়ার পর আবারো চলে এলাম ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রি তে আসার পূর্বেই আমিও রোদের দেখা পাই কেননা সকাল থেকে এ পর্যন্ত রোদ দেখতে পাইনি যখন আমি খাবারের জন্য বাহির হই তখন রোদের দেখা মেলে।

বেশ ভালই লাগলো শীতের দিনে রোদের তাপ শরীরে লাগায়। এইতো চায়ের থেকে পাঁচ মিনিট রোদের মধ্য দিয়ে আসলাম, ধীরে ধীরেই আসতেছি, কেননা সময় ৩-৪ মিনিট আছেই এর জন্য চাচ্ছি রোদের তাপ যেন একটু নিতে পারি।

 

IMG_20231210_135726_997.jpg

 

ম্যানুয়াল কাস্টিং স্লিপ নিয়ে এসেছি কিছু টেস্ট পিস তৈরি করার জন্য। কেননা এই টেস্টের দ্বারা দেখা যাবে shrinkage কেমন হয় এবং bending কেমন হয়।

 

আসলে সংকোচন কেমন হয় কিংবা বাঁকা হওয়ার প্রবণতা কেমন হয় এটা যদি না জানা যায় তাহলে ল্যাবরেটরীতে কাজ করা খুবই কষ্টকর হয়ে যাবে তার জন্য।

 

কেননা কোন বডি কেমন সংকোচন হয় এটা জানতে হবে। যখন কোন নতুন মেটেরিয়াল ছাড়বে সে ম্যাটেরিয়ালস পার্টিকুলার ভাবে চেক করতে হবে সংকোচন কেমন হয় বাঁকা হওয়ার প্রবণতা কেমন রয়েছে।

 

IMG_20231210_153701_055.jpg

 

এভাবে এই টেস্ট পিস গুলো তৈরি করলাম এছাড়াও আরো বেশ কিছু কাজ ছিল সেগুলো করতে করতে বিকাল ৫ঃ ০০ বেজে যায়।

 

এডমিন রুমে চলে গিয়েছিলাম জাফর স্যার কিছু কাজ দিয়েছিল অর্থাৎ কিছু ফাইলে সিগনেচার করতে হবে। এজন্য জিএম স্যারের কাছে চলে গিয়েছিলাম তখন জিএম স্যার ছিল ডিসপ্লে সেন্টারে।

 

IMG_20231210_165040_735.jpg

এডমিন প্যানেলে যাওয়ার সময় এই ছবিটি তোলা হয়েছে তবে আরও বেশ কিছু ফুলের গাছ রয়েছে আসলে সব সময় ছবি তোলা যায় না মোবাইল বাহির করাও যায় না সব জায়গায় তাই সময় সুযোগ মিলে একটি ফুলের ছবি ধারণ করেছি।

 

আজকের মত এ পর্যন্তই। সারাদিনের কার্যক্রম এ পর্যন্তই সমাপ্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো লেখা নিয়ে পর্যন্ত সঙ্গেই থাকুন

339.681 SRY$0.00
India
India

Comments