Serey is utilizing Blockchain technology

মে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম।

I
imaran

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মোটিভেশনাল আর্টিকেল আশাকরি আমার লেখাটি সকলে পড়বেন।

আজকে বিষয় যে ব্যক্তির জ্ঞানের গভীরতা যত বেশি হয় সে ব্যক্তি তত বেশি ভদ্র নম্র ও সজ্জন হয়। এ বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করব আশা করি আপনাদের সকলের ভাল লাগবে আমার লেখাটি। আমরা আমাদের সমাজের দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে নানান শ্রেণীর নানান পেশার মানুষ আমাদের চারপাশে বসবাস করে থাকে আসলে যে যেমন সেটি হল সে ব্যক্তির আসার বৈশিষ্ট্য এবং তার সংস্কৃতি। আমরা মানুষের আচার ব্যবহার ও তার নম্বর তা ভদ্রতা দেখেই সে মানুষের পূর্ণাঙ্গ বিচার করতে পারি কারণ একজন বিদ্বান ও শিক্ষিত ব্যক্তি তার কথাবার্তায় তার চাল চলনে সেটি প্রকাশ পায় তিনি শিক্ষিত এবং একজন অশিক্ষিত মানুষের আচার ব্যবহার অশিক্ষিত ব্যক্তিরা কোথায় কিভাবে উপস্থাপন করতে হয় মানুষের সাথে সাদাচরণ করতে হয় না কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি সে তার শিক্ষার ফলে তার আসার ব্যবহার এবং তার জ্ঞানের পরিধির মাধ্যমে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এবং মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা তিনি শিক্ষা পেয়ে থাকেন।

যে মানুষের শিক্ষা যত বেশি সে মানুষের নম্রতা ভদ্রতা এবং আশার ব্যবহার তত বেশি সুন্দর কারণ শিক্ষিত মানুষের আচার-আচরণ ব্যবহার অমায়িক হয়ে থাকে বাংলায় একটি প্রবাদ আছে যে নদীর গভীরতা যত বেশি সে নদীর বয়ে যাওয়া শব্দ তত কম ঠিক যে ব্যক্তি যত বেশি শিক্ষিত বা জ্ঞানী তিনি নিজেকে অত বেশি জাহির করতে চায়না বা মানুষের কাছে অত বেশি বলে উপস্থাপন করতে চায়না এবং অল্প কথা বলেন কিন্তু যে ব্যক্তি অল্প শিক্ষিত তিনি তার শিক্ষাকে অন্যের মাঝে প্রকাশ করতে চান এবং নিজেকে অনেক বেশি চালাক মনে করে থাকেন।

আমাদের চারপাশে এমন মানুষের অভাব নাই কিন্তু অল্প শিক্ষিত ব্যক্তি থেকে আমরা এদেরকে সব সময় দূরে রাখায় শ্রেয় কারণ অল্প বিদ্যা ভয়ংকর এই প্রবাদটি আমরা সকলেই জানি তাই যারা অল্প জ্ঞানের অধিকারী তারা মানুষকে সবসময় হেউ প্রতিপন্ন করে বা অপমান করতে কখনো দ্বিধাবোধ করে না কিন্তু পক্ষান্তরে যারা উচ্চশিক্ষিত বা জ্ঞানী ব্যক্তি তারা কখনো নিজেকে বড় বলে জাহির করে না তারা সবসময় নিজেদেরকে অমায়িক সুন্দর ভাষা ব্যবহার করে থাকে।

 

তো বন্ধুরা আজকে পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যাশা রইল সকলের প্রতি আমার লেখাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ।

922.651 SRY$0.00
Bengali Community

Comments