Serey is utilizing Blockchain technology

Basil plant is used in our country as a medicinal plant.

imaran

Hello friends, good evening, how are you all, I hope everyone is well. I am also well with your blessings.

 

 Today I came before you again with a new article. Today I will share with you some of the medicinal properties of the well-known basil tree and its leaves. I hope you find it useful. Let's find out now .....

 The basil tree is a tree known to all of us. There is no comparison of the medicinal properties of the basil tree. It is used as an antidote for various diseases in our country, especially in rural areas.

 

 

 

 Basil trees are more common in Hindu families in our country. The basil tree is worshiped by Hindus as a sacred tree. It is a widely used tree in our country.

 

 The basil tree is full of leaves and twigs. This tree is basically 3 to 4 feet tall. The basil tree blooms. However, its leaves have a pungent odor of flowers and fruits.

 

 

In our country, especially in rural areas, if you have a cold or cough, you can get relief from the disease by drinking basil leaf juice for two or three days in a row.

 

 People who suffer from worms and antiseptic problems will get rid of this disease if they drink the juice of Tulsi tree for three days in a row, Inshallah.

 

 

 Part of the use of this plant in particular is its leaf sap and seeds. These are very much used in medicine in our country.

 

 Basil trees are now cultivated commercially in our country. Since it is used for medicinal purposes, it is also in high demand in our country.

 

 

 

 This tree is widely used in our country. Because there is no substitute for basil to keep us healthy. So we will plant a basil tree in everyone's house or in the roof yard.

 

 So friends, I wish you all the best and good health till today. God bless you.

 

হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যার শুভেচ্ছা, সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

 

আজ আবার আপনাদের সামনে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকলের পরিচিত তুলসী গাছ ও এর পাতা এর কি কি ওষুধিগুণ আছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিছু কথা। আশা করি আপনাদের উপকারে লাগবে। তা চলুন সে বিষয়ে জানা যাক.....

 

তুলসী গাছ আমাদের সকলের পরিচিত একটি গাছ। তুলসী গাছের ঔষধি গুন এর কোন তুলনা নেই।এটি নানা রকম রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় আমাদের দেশে গ্রাম অঞ্চলে বিশেষ করে।

 

তুলসী গাছ আমাদের দেশে হিন্দু পরিবারে বেশি দেখা যায়। তুলসী গাছ কে হিন্দুরা পবিত্র গাছ হিসেবে তারা পূজা করে। এটি আমাদের দেশে বহুল ব্যবহৃত একটি গাছ।

 

তুলসী গাছ ঘনঘন পাতা ও ডালপালায় পুরা গাছ ছেয়ে থাকে। এই গাছটি মূলত 3 থেকে 4 ফিট উঁচু হয়। তুলসী গাছে ফুল ফোটে। তবে এর পাতা ফুল ও ফলের একটি ঝাঁঝালো গন্ধ আছে।

 

আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে সর্দি কাশি হলে বা ঠান্ডা লাগলে তুলসির পাতা বেটে রস করে পরপর দুই তিন দিন খেলে রোগ থেকে নিরাময় লাভ করা যায়।

 

যেসব মানুষের কৃমি ও বায়ুনাশক এর সমস্যা তারা তুলসী গাছের রস পরপর তিনদিন খেলে তারা এই রোগ থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ।

 

বিশেষ করে এই গাছের ব্যবহার অংশ হলো এর পাতা রস এবং বীজ। এগুলো আমাদের দেশে ঔষধি কাজে খুবই ব্যবহার করা হয়।

 

তুলসী গাছ এখন আমাদের দেশে বাণিজ্যিকভাবে বচাষ করা হয়। যেহেতু এটি ঔষধি কাজে ব্যবহার করা হয় তাই এটি চাহিদাও অনেক বেশি আমাদের দেশে।

 

আমাদের দেশে এই গাছটি বহুল ব্যবহৃত। কারণ আমাদের সুস্থ থাকার জন্য তুলসী গাছের বিকল্প কিছু নাই। তাই সকলের বাড়িতে বা ছাদের আঙিনায় আমরা একটি করে হলেও তুলসী গাছ লাগাব।

 

তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই কামনা করি। আল্লাহ হাফেজ।

531.949 SRY$0.00
Global
Global

Comments