Serey is utilizing Blockchain technology

ইসলামিক গল্প

abir190

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? 

আশা করি সবাই ভালো আছেন।

 

ইসলামিক গল্প। 

পর্ব ৯

 

ফোনটা রিসিভ হলো। জারা এক মুহূর্ত সময় নিল। তার চোখে পানি এসে গেছে। দীর্ঘদিনের চেষ্টা ও পরিশ্রমের পর এই প্রথম কাবেরির সঙ্গে কথাগুলো বলার একটা সুযোগ পাওয়া গেছে। কাবেরি অপেক্ষায়। দর্শক অপেক্ষায়। উপস্থাপক অপেক্ষায়। জারা আন্তরিকতা মেশানো গলায় বলল, 'আপু! আমি কি তোমাকে তুমি করে বলতে পারি?” কাবেরি ভারি মেকআপের ভেতর থেকে ভুবন ভোলানো হাসি বের করে বলল, ‘হ্যাঁ! অবশ্যই পারো! ‘আমি আসলে কথাগুলো কীভাবে বলব বুঝতে পারছি না।” উপস্থাপক বললেন, ‘প্রিয় দর্শক সময় কিন্তু অল্প! যা বলার নিঃসংকোচে বলে ফেলুন!' পুরো অডিয়েন্স থমথমে। জারা বলতে শুরু করল— ‘প্রিয় আপু! তুমি আমারই বয়সি একটা মেয়ে। আল্লাহ তোমাকে খুব সুন্দর করে বানিয়েছেন। রুপ দিয়েছেন, যৌবন দিয়েছেন, দিয়েছেন অপরুপ সৌন্দর্য। কেন দিয়েছেন জানো? তুমি যেন এই সৌন্দর্য দেখে-দেখে আল্লাহকে চিনতে পারো। তিনি কত মহান সৃষ্টিকারী, সেটা জানতে পারো! তোমার এই রুপ আরও একজনের জন্য। তিনি তোমার হাজব্যান্ড। আর অন্য কারও অধিকার নেই তোমাকে দেখার। তোমার রুপ-যৌবন দেখে দেখে নোংরা স্বাদ আস্বাদন করার। প্রিয় বোন আমার! কত ভালো হতো, যদি তুমি সেটাবুঝতে! যদি ফিরে আসতে! তুমি যে ভার্সিটির ছাত্রী ছিলে, আমিও সেখানেই পড়েছি। অভিনয়শিল্পী হওয়ার ইচ্ছেটা আমারও ছিল। আল্লাহর ভয়ে সে ইচ্ছেটাকে ত্যাগ করেছি। ফিরে এসেছি আমি। পৃথিবীজুড়ে আমার মতো অনেক মেয়েই নিজের সত্তাকে চিনেছে। ওরাও ফিরে এসেছে। তুমিও যদি ফিরে আসতে!' জারা প্রতিটি কথা বলছিল থেমে থেমে। নম্র ভাষায়। আবেগ মিশিয়ে। কিন্তু বেশিক্ষণ বলতে পারল না। তার আগেই কফিশপের দর্শকদের মধ্যে হইচই শুরু হলো। দর্শকদের মধ্য থেকে একজন বলে উঠল, 'ধ্যাৎ! কী যন্ত্রণা! কীসের মধ্যে কী। কই থেইকা ফোন করছে, এই মেয়ে! তার কি কমনসেন্স নাই? এইটা কি তত্ত্বকথা বলার জায়গা?' জারা সবই শুনছিল। তাকে কফিশপের দর্শকরা দেখতে না পেলেও সে সবাইকেই দেখছিল। অন্য এক দর্শক বলল, ‘মানুষের বিবেক দেখো। একজন জনপ্রিয় এবং ব্যস্ত নায়িকারে কী কথা বলা যাবে আর কী বলা যাবে না, সেটাও বুঝে না। আসছে ধর্মের দাওয়াত দিতে। কাজ খুঁইজা পায় না। লাইভে কথা বলার সুযোগ পাইয়া মাথা গেছে নষ্ট হইয়া। তাই বইলা, কোথায় কি বলতে হইব এইটাও কি বুঝব না?' দর্শক বিব্রত। উপস্থাপক বিব্রত। কাবেরিও বিব্রত। কিছুটা বিরক্তও। কাবেরি মুখের বিরক্তিভাব লুকানোর চেষ্টা করে হাসিমুখে বলল, ‘ধন্যবাদ আপু! তুমি একজন নায়িকার সঙ্গে কথা বলছ। সুতরাং, সিনেমা বিষয়ক কোনো কথা বললেই ভালো হয়।' জারা বলল, *আপু, বুঝতে পারছি তুমি বিব্রতবোধ করছ। সবাই তো সিনেমা বিষয়ক কথাই বলে। আমি না হয় ব্যতিক্রম কিছু বললাম! কথাগুলো তোমার সঙ্গে সরাসরি দেখা করে বলতে চেয়েছিলাম। বলতে পারিনি। তোমার বাসায়ও গিয়েছিলাম। দারোয়ান তোমার সঙ্গে দেখা করতে দেয়নি। আরও কিছু কথা আমি চিঠির আকারে তোমার বাড়ির গেটের সামনেঝোলানো লেটারবক্সে রেখে এসেছি। ইচ্ছে হলে দেখে নিয়ো। ভালো থেকো আপু! আল্লাহ হাফেজ।' কথাগুলো বলা শেষ হতে না হতেই লাইনটা কেটে গেল। শেষের কথাগুলো কাবেরি শুনতে পেল কি-না জাৱা বুঝতে পারল না। সে কফিশপ থেকে নিচে নেমে এলো। লাইভ অনুষ্ঠানটি তখনো চলছিল। জারা নিচে না নেমে এলে শুনতে পেত পরবর্তী দর্শকের ফোন কলটি। পরের দর্শকটি একনাগাড়ে বলে যাচ্ছিলেন, ‘আমি অবাক না হয়ে পারছি না! লোকেরা একজন ব্যস্ততম অভিনেত্রীকে লাইভে এইসব কথা বলার সাহস পায় কী করে? আমি আমার প্রিয় নায়িকাকে বলব, প্লিজ আপু! আপনি এইসব ঘটনায় বিচলিত হবেন না। এটা নিশ্চয়ই কোনো জঙ্গি সংগঠনের কাজ। এরা দেশকে, দেশের মানুষকে, সুস্থ সংস্কৃতিকে নালা-নর্দমায় ফেলে দিতে চায়। এইরকম দুয়েকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আপনাকে অভিনয় করা থেকে দূরে সরিয়ে না দেয়। আমরা আপনাকে সব সময় নতুন রূপে, নতুন ঢংয়ে, নতুন-নতুন চরিত্রে কাজ করা দেখে যেতে চাই!” কফিশপ থেকে বের হয়ে রিকশায় উঠতে যেতেই একটা দুর্ঘটনা ঘটল। দোকানের স্টাফের মোবাইলটা ফেরত দিয়ে এলেও, জারার নিজের চার্জবিহীন মোবাইলটা তখনো হাতেই ছিল। ব্যাগে রাখবে রাখবে করেও রাখা হয়নি। সেটাই যেন কাল হয়ে দাঁড়াল। জারা রিকশায় একটা পা দিয়েছে মাত্র। অমনি, মোটরসাইকেলে করে কোথা থেকে যেন এক ছিনতাইকারী এসে মোবাইলটা জারার হাত থেকে ছিনিয়ে নিয়েই ছুটে বেরিয়ে গেল। জারার মনটাই খারাপ হয়ে গেল। এতে অনেক দ্বীনি বোনদের নাম্বার সেভ করা ছিল। নাম্বারগুলো পেতে অনেক কাঠখড় পোড়াতে হবে। কোনো কিছু হারিয়ে গেলে আগে আফসোস লাগত জারার। দ্বীনে আসার পর থেকে আফসোসের মাত্রা অনেকটা কমেছে। জারা বুঝতেশিখেছে–আল্লাহ যা করেন, বান্দার মঙ্গলের জন্যই করেন। সুতরাং বান্দার আর আফসোস করার কিছু নেই।

 

আগামী পর্ব ইনশাআল্লাহ আগামীকাল দিব।

 

এতক্ষণ গল্পটি পড়ার জন্য ধন্যবাদ। 

আমাদের সাথেই থাকুন।

 

সবাই ভালো থাকুক সুস্থ থাকুন।

আল্লাহ হাফেয। 

আসসালামু আলাইকুম। 

 

 

9.657 SRY$0.00
Bangladesh
Bangladesh

Comments