Serey is utilizing Blockchain technology

ইসলামীক গল্প

abir190

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? 

আশা করি সবাই ভালো আছেন।

 

ইসলামীক গল্প

 পর্ব ৭

 

লাইভে কথা বলার কাজটা বাসায় বসেও করা যেত, যদি টিভি থাকত। ফোনে কথাটা বলার পর জনপ্রিয় এই অভিনেত্রীর অভিব্যক্তিটা কী হয়, সেটা দেখা দরকার। জারাদের বাসায় টিভি নেই। অনেক পুরোনো একটা ছিল। অনেকদিন হলো নষ্ট হয়ে পড়ে আছে। টিভি দেখার প্রতি আগ্রহ বেশি ছিল সিনথিয়ার আগ্রহ প্রকাশিত হবার আগেই মুখ থুবড়ে পড়ল। পুরোনো টিভিটা নষ্ট হওয়ার পর নাজিমুদ্দিন সাহেব বললেন, টিভিটা নষ্ট হয়ে ভালোই হয়েছে। এবার একটা বড় সাইজের টিভি কেনা যাবে। এ মাসের পেনশনের টাকা দিয়েই নতুন টিভি কেনা হবে। সিনথিয়া আনন্দিত গলায় বলল, “সত্যি, বাবা! ‘হ্যাঁ সত্যি। শুধু তাইই না; আমি ভেবে রেখেছি, নতুন টিভির শুভাগমন উপলক্ষ্যে বাসায় একটু ভালোমন্দ খাবারের আয়োজন করা হবে। খাবার রান্না করবে এ সংসারের একমাত্র গৃহকর্ত্রী মা জারা। খাবার খেতে খেতে মেঝেতে আয়েশ করে বসে নতুন টিভিতে যার যার পছন্দের অনুষ্ঠান দেখা হবে। রিমোট কার হাতে থাকবে এ নিয়ে কোনো বাদানুবাদ হবে না। প্রত্যেকেই রিমোটের দখলদারিত্ব পাবে। প্রতি পাঁচমিনিট অন্তর অন্তর রিমোটের মালিকানা পরিবর্তন হবে। আইডিয়াটা কেমন রে মা সিনথিয়া?” সিনথিয়া কিছু বলল না। জারার দিকে তাকাল। ‘একমাত্র গৃহকর্ত্রী’র মতামতের অপেক্ষা।টিভি দেখাদেখির প্রতি জারার কোনোকালেই আগ্রহ ছিল না। যেইটুকু ছিল, দ্বীনে আসার পর থেকে এর কিছুই আর অবশিষ্ট রইল না। বাসায় নতুন টিভি আসবে শুনে জারা বলল, 'বাবা! একটা কথা বলি?” ‘বল'। ‘টিভি কেনার কোনো দরকার নেই। এতে আমাদের দুইবোনের পড়াশোনার ক্ষতি হবে। শুধু শুধু বেশ কিছু পয়সা নষ্ট হবে। কী দরকার অযথা পয়সা নষ্ট করার? পরকালে তোমাকেই এই অপচয়ের হিসাব দিতে হবে। তারচেয়ে একটা কাজ করলে কেমন হয়?? ‘কী কাজ?' ‘ধরো, দিলাম!' টিভি কেনার টাকাটা আমরা কোনো একটা এতিমখানায় দিয়ে সংসারে বড় মেয়ের কিছুটা হলেও প্রাধান্য থাকে। এই সংসারে জারার প্রাধান্য কিছুটা না; অনেকটা। সে শুধু বড় মেয়েই না, মা ছাড়া বিধ্বস্ত এবং হতবিহ্বল হতে হতে বেঁচে যাওয়া সংসারনৌকার একমাত্র মাঝিও। নাজিমুদ্দিন সাহেব বড় মেয়ের এ পরামর্শ মেনে নিলেন। টিভি কেনা হলো না। টাকাটা এতিমখানায়ও দেওয়া হলো না। গ্রামের দিকের গরিব, খুব গরিব এক আত্মীয়কে পুরো টাকাটা দিয়ে দেওয়া হলো। সেই আত্মীয় একসাথে এতগুলো টাকা পেয়ে এত বেশি খুশি হলো যে, সেই খুশি দেখে সিনথিয়ার মতো টিভিপাগলিও বলে উঠল, ‘ভালোই হয়েছে আপা!’ ‘কী ভালো হয়েছে?' ‘তোর কারণে একটা গরিব পরিবারের দুই মাসের অন্ন-বস্ত্রের ব্যবস্থা হয়ে গেল, ভালো হলো না?' জারা বলল, “আলহামদুলিল্লাহ'।

 

আগামী পর্ব ইনশাআল্লাহ আগামীকাল দিব।

 

এতক্ষণ গল্পটি পড়ার জন্য ধন্যবাদ। 

আমাদের সাথেই থাকুন।

 

সবাই ভালো থাকুক সুস্থ থাকুন।

আল্লাহ হাফেয। 

আসসালামু আলাইকুম। 

 

 

88.236 SRY$0.00
Bangladesh
Bangladesh

Comments