Serey is utilizing Blockchain technology

ইসলামিক গল্প

abir190

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? 

আশা করি সবাই ভালো আছে। 

 

ইসলামিক গল্প 

 

পর্ব ৮ 

 

কিছুক্ষণ পর অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে। অনুষ্ঠানটি দেখতে সারাদেশে টিভিসেটের সামনে এই মুহূর্তে অনেকেই হয়তো অপেক্ষা করে আছে। তাদের প্রিয় অভিনেত্রীকে একনজর দেখতে উন্মুখ হয়ে আছে। তাদের যেন তর সইছে না। কখন শুরু হবে অনুষ্ঠান? সময় যেন থেমে আছে। শেষই হচ্ছে না। জারা যে কফিশপটিতে বসে আছে এখানেও প্রায় জনাবিশেক দর্শক। জারার টেবিল থেকে তাদের অবস্থান বেশ কিছুটা দূরে সামনের দিকে। তারাও টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। যে কনজ্যুমার কোম্পানি অনুষ্ঠানটি স্পন্সর করেছে, টিভিতে এখন সে কোম্পানির নানান পণ্যের এ্যাড দেখানো হচ্ছে। দর্শকরা এ্যাড দেখতে চাচ্ছে না। তাদের মন-প্রাণ এখন একজনকেই দেখতে চাচ্ছে। তিনি হলেন—অভিনেত্রী কাবেরি। দর্শকদের মনঃকষ্ট দূর হওয়ার বুঝি সময় হলো। অনুষ্ঠানটি শুরু হলো। টিভিতে দেখা গেল উপস্থাপকের হাসি হাসি মুখ। উপস্থাপক ঘোষণা করলেন, ‘সুপ্রিয় দর্শক! আজকের তারকাকথন লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম! আজ আপনাদের সঙ্গে কথা বলবেন এবং আপনাদের হৃদয়ের গহিনে জমানো সকল প্রশ্নের জবাব দেবেন, দর্শকনন্দিত অভিনেত্রী কাবেরি। কাবেরির সঙ্গে সরাসরি কথা বলতে চান? এক্ষুনি কল করুন টিভির স্ক্রিনে দেখানো এই নাম্বারে – 0299713...।' জারা দেরি করল না। মুঠোফোনটা হাতে নিল। আগেভাগে কল না করলে মুশকিল হয়ে যাবে। ব্যস্ত হয়ে যাবে নাম্বারটি। জারা খুব দ্রুতনাম্বারটিতে ডায়াল করল। কাজ হলো না। নাম্বারটি এরই মধ্যে ‘বিজি’ হয়ে গেছে। বিপরীত প্রান্তটি বলছে, ‘আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে। অনুগ্রহ করে একটু পর আবার...।' জারা লাইন কেটে দিল। কিছুক্ষণ অপেক্ষা করে আবার চেষ্টা করল। চতুর্থবার নাম্বারটিতে ট্রাই করার আগে জারা মানসিক একটা প্রস্তুতি নিয়ে নিল। তার মন বলছে, এইবার বিফল হবে না। কলটা ঢুকবে। এতবড় একজন সেলিব্রেটি। সারাদেশ যাকে নিয়ে তোলপাড়। দেশের বাইরেও যার তুমুল জনপ্রিয়তা। তার সঙ্গে কথা বলতে তো মানসিক প্রস্তুতি নিতেই হবে! জারা ফোন হাতে নিল। টিভিস্ক্রিনে কাবেরি একের পর এক দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছে। তাঁকে খুব হাসি-খুশি দেখাচ্ছে। আজ খুব সেজেছে কাবেরি। ভারি সাজ। বিয়েবাড়ির মেয়েরা এইভাবে সাজে। নীলরঙা লেহেঙ্গায় কাবেরিকে নীলপরির মতো লাগছে। হাতের নীলাভ কাচের চুড়িগুলো দর্শক-শ্রোতাদের কর্ণকুহরকে নিনাদিত করছে। কফিশপের টিভির দর্শকরাও মন্ত্রমুগ্ধ হয়ে অনুষ্ঠান দেখছে। কারও কোনোদিকে দৃষ্টি নেই। দৃষ্টি নিবদ্ধ চারকোণা বাক্সটির দিকে। তাদের পেছনে, খানিকটা দূরের টেবিলে বসে বোরকা পরা একটা মেয়েও যে কাবেরির সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করে যাচ্ছে, এটা তাদের দৃষ্টির আড়ালেই রয়ে গেছে। উপস্থাপক বললেন, ‘প্রিয় দর্শক! আপনারা কথা বলছেন হালের হাটথ্রুব অভিনেত্রী, লাখো যুবকের হৃদয়ের রানি, কাবেরির সঙ্গে। অনুষ্ঠান নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগছে! প্রিয় নায়িকাকে সবাই খুব মজার মজার প্রশ্ন করে যাচ্ছে। চাইলে আপনিও আপনার না বলা কথাগুলো বলতে পারেন! ....

 

‘প্রিয় দর্শক! এ পর্যায়ে আমরা আরেকটি ফোনকল রিসিভ করে নিচ্ছি। দেখি, এই ব্যাকুল ভক্ত তাঁর প্রিয় মানুষটির সঙ্গে কী কথা বলিতে চাহেন!’ ফোনটা রিসিভ হলো। জারা এক মুহূর্ত সময় নিল। তার

 

আগামী পর্ব ইনশাআল্লাহ আগামীকাল দিব।

 

এতক্ষণ গল্পটি পড়ার জন্য ধন্যবাদ। 

আমাদের সাথেই থাকুন।

 

সবাই ভালো থাকুক সুস্থ থাকুন।

আল্লাহ হাফেয। 

আসসালামু আলাইকুম। 

 

 

3.765 SRY$0.00
Bangladesh
Bangladesh

Comments