Serey is utilizing Blockchain technology

ইসলামিক গল্প

abir190

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? 

আশা করি সবাই ভালো আছেন।

ইসলামিক গল্প 

পর্ব ১০

দরজা খুলে দিল কাজের মেয়ে মিনু। হ্যাংলা পাতলা গড়নের এই মেয়েটি অনেক দিন ধরেই এ বাড়িতে আছে। গ্রামের বাড়ি বরিশাল। খুবই চটপটে। কাজে কোনো অলসতা নেই। কোনো ক্লান্তি নেই। মুখে সারাক্ষণ হাসি লেগে আছে। মিনু দরজা খুলে জারাকে দেখে সালাম দিয়ে হাসিমুখে বলল, “আফা, কেমন আছেন?' ‘আলহামদুলিল্লাহ। ভালো আছি মিনু! তুমি ভালো আছ?' ‘জে আফা! আল্লায় ভালোই রাখছে!' জারা মৃন্ময়ীর পড়ার ঘরের দিকে এগিয়ে গেল। ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে টেবিলের উপর রেখে চেয়ারে বসতে বসতে বলল, ‘মিনু! মৃন্ময়ী কোথায়?’ ‘আফায় হের ঘরেই আছে।' ‘বলো যে আমি এসেছি।' ‘আইচ্ছা। এহনই কইতাছি।' ‘এসিটা একটু ছেড়ে দিয়ে যাবে? অসহ্য গরম লাগছে। আর, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে যেয়ো, কেমন!' মিনু মাথাটা একদিকে কাৎ করে হাসি দিয়ে বলল, 'আইচ্ছা আফা, অহনই দিয়া যাইতাছি! লিফট তো নষ্ট। আফায় কি সিঁড়ি দিয়া উঠছেন? ‘হুম। বলল জারা। ‘আহারে! কী কষ্ট!’ মানুষের কষ্টগুলো বোঝার ক্ষমতা যেন আল্লাহ শুধু গরিবদের মধ্যেই দিয়ে রেখেছেন। ধনীদের মধ্যে এই ক্ষমতা আছে। তবে, একেবারেই ক্ষীণ।

তাঁরা শুধু টাকাকেই চেনেন। টাকার গরম তাদেরকে অন্যের দুঃখ-দুর্দশার দিকে ফিরে তাকানোর চোখটাকে অন্ধ করে দিয়েছে। টাকা-পয়সার গরম অতি মারাত্মক জিনিস। এসির বাতাসও এই গরমকে শীতল করতে অক্ষম। এই যে মিনু, কেয়ারটেকার আবদুল চাচা, লিফটম্যান হারুন মিয়া— এদের ব্যবহার কত অমায়িকা কোনো অহংকার নেই। অথচ, সিলভি খানম? বাড়ির মালিক জ্যাকব সাহেব? তাঁদের মেয়ে মৃন্ময়ী? প্রথম দিন যখন মৃন্ময়ীকে পড়াতে এলো, তার ব্যবহার দেখে তো জারার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা! জারাকে দেখে মৃন্ময়ী নাক কুঁচকে বলে উঠল, ‘একে কোত্থেকে ধরে এনেছ আম্মু! আফ্রিকার জঙ্গল থেকে নাকি? কালো আলখাল্লা পরা অদ্ভুতুরে এই টিচারের কাছে আমাকে পড়তে হবে?' একজন টিউটরের সঙ্গে এভাবে কথা বলার জন্য সিলভি খানম মেয়েকে মোটেও শাসন করলেন না। গম্ভীর গলায় শুধু বললেন, ‘হ্যাঁ, তার কাছেই তোমাকে পড়তে হবে। তার রেজাল্ট ভালো। ভালো পড়ায়। ভালো একজন টিউটর চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম। তোমার রানু আন্টি এই টিউটরের খোঁজ দিয়েছেন। যাও, পড়তে বসো।' সিলভি খানমের এ কথা শোনার পর মৃন্ময়ী নিদারুণ বিরক্ত হলো। বিরক্তি মেশানো গলায় বলে উঠল, 'ধ্যাৎ! ডিসগাস্টিং! থমথমে পরিবেশটাকে স্বাভাবিক করতে, পড়াতে বসার আগে জারা হাসিমুখে মৃন্ময়ীকে বলল, 'আমরা বরং প্রথমেই নিজেদের মধ্যে পরিচিত হয়ে নেই, কেমন! আমি জারা। জগন্নাথ থেকে ইকোনোমিক্সে অনার্স করেছি। এবার তোমার নামটা বলো!” ‘নাম জেনে কী হবে?? 'ওমা! আমাকে আমার আদরের ছাত্রীটির নাম জানতে হবে না?? ‘মৃন্ময়ী।' ‘বাহ! চমৎকার নাম। এই নামের অর্থ জানো?'

মৃন্ময়ী কোনো জবাব দিল না। অর্থ জানার প্রতি তার কোনো আগ্রহ নেই। কিংবা হয়তো আছে, কিন্তু সেটা প্রকাশ করে থমথমে অবস্থার পরিবর্তন ঘটাতে চাচ্ছে না। জারা নিজে থেকেই বলল, ‘মৃন্ময়ী অর্থ এমন কোনো বস্তু যা মাটি থেকে তৈরি। যেমন, তুমি, আমি, আমরা সবাই। মহান আল্লাহ আমাদেরকে মাটি থেকে কত সুন্দর করে তৈরি করেছেন, তাই না?? জারা প্রায়ই যেটা করে কারও সাথে কথা বলার সময় অল্প করে হলেও, কখনো আল্লাহর সৃষ্টির কথা, কখনো তার নিয়ামতের কথা শোনাতে চেষ্টা করে—–—এমনটাই করছিল। মৃন্ময়ী সেসব শোনার ভেতর দিয়ে গেল না। থমথমে গলায় বলল, “টিচার! এসব কী? পড়াতে এসেছেন পড়িয়ে চলে যান। আমি কি আপনার কাছে এইসব মৌলবাদি কথা শুনতে চেয়েছি?' জারা আর কিছু বলল না। মৃদু হেসে পড়ানো শুরু করল। তথাকথিত আধুনিক শিক্ষাব্যবস্থা ক্লাস এইটে পড়া ছোট্ট এ মেয়েটির মনে কত সূক্ষ্মভাবেই না 'মৌলবাদি' শব্দটা ঢুকিয়ে দিয়েছে! শব্দটা মন্দ ছিল না। ভাবনাটা মন্দ। 'দাড়ি-টুপি-পর্দা-বোরকার পক্ষে যারা কথা বলবে, এরা মৌলবাদি। নারীদের শত্রু। প্রগতির প্রতিবন্ধক। সমাজের অতি ঘৃণিত বস্তু। এদের থেকে মেপে মেপে একশ হাত দূরে থাকবে'—এমন একটা ভাবনা এসব শিক্ষার্থীদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তিন মাস হলো মৃন্ময়ীকে পড়াচ্ছে জারা। এই তিন মাসে মেয়েটার আচরণে এতটুকুন পরিবর্তনও আসেনি। পর্দা, হিজাব, বোরকা— এসব নিয়ে কথা বলতে চাইলেই বলবে আমাকে এইসব শুনিয়ে লাভ নেই। এসব কথা লো-ক্লাস মেয়েদের বোঝাবেন। জারা এরপরও দমে যায়নি। চেষ্টা চালিয়ে যাচ্ছে। মৃন্ময়ীর জন্য আল্লাহর কাছে কি কম দোয়া করছে সে? শেষ রাতে জায়নামাজে বসলেঅনেকের কথাই মনে পড়ে জারার। যাদের হেদায়েতের জন্য অশ্রুসজল নয়নে, দু'হাত তুলে মিনতিভরা গলায়, আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, মৃন্ময়ীও তাদের মধ্যে একজন। জারা মনে মনে বলল, মৃন্ময়ীকে তুমি তোমার পথে পরিচালিত করো, হে আল্লাহ

 

আগামী পর্ব ইনশাআল্লাহ আগামীকাল দিব।

 

এতক্ষণ গল্পটি পড়ার জন্য ধন্যবাদ। 

আমাদের সাথেই থাকুন।

 

সবাই ভালো থাকুক সুস্থ থাকুন।

আল্লাহ হাফেয। 

আসসালামু আলাইকুম। 

 

 

0.328 SRY$0.00
Global
Global

Comments