Serey is utilizing Blockchain technology

অস্ত্রের চালান যাওয়ায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ ইসরায়েলের

abdulmutakin

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছবিসংবলিত এই ব্যানার টাঙানো হয়েছে ইসরায়েলের সড়কে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছবিসংবলিত এই ব্যানার টাঙানো হয়েছে ইসরায়েলের সড়কেছবি: ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের এক্স (টুইটার) পোস্ট থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ও গোলাবারুদের চালান ইসরায়েলে পৌঁছেছে। এ জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়ে তৈরি করা ব্যানার টাঙানো হয়েছে ইসরায়েলের রাস্তার পাশের বিলবোর্ডে। এ রকম একটি ছবি আজ বুধবার এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন।

পাশাপাশি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ওই পোস্টে বাইডেনের উদ্দেশে লিখেছেন, ‘ধন্যবাদ জনাব প্রেসিডেন্ট।’

65.095 SRY$0.00
Global
Global

Comments