Serey is utilizing Blockchain technology

স্বরচিত কবিতা-আমি প্রবাসী।

mdbayezid

আমি একজন প্রবাসী কর্মী আপনারা সবাই জানেন, প্রবাসী হয়ে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়েছে। বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করেছি। অনেক মানুষ আছে তাদের নিজেদের সুখ দুঃখ কষ্ট সব কিছু মনের ভেতরে লুকিয়ে রাখে। এবং অনেক মানুষের কষ্টের কথা মাঝে মাঝে শোনা হয়ে থাকে। তাই আজ প্রবাসী দের নিয়ে একটি কবিতা রইল আপনাদের মাঝে।

 

স্বরচিত কবিতা-আমি প্রবাসী।

 

কান্না লুকিয়ে হাসি পরিবারকে ভালোবাসি,

নিজের বাড়িতে নিজেই বেড়াতে আসি,

কারণ আমি প্রবাসী।

 

খাই বা না খাই দেশে টাকা পাঠাই পুরনো জামা নিজে পরি,পড়ে থাকি অগোচরে যেনো সবার মুখে ফুটাতে পারি হাসি।কারণ আমি প্রবাসী।

 

টাকা আসার যন্ত্র আমি জলে ভিজি রোদে ঘামী,

পূরণ করতে সবার মনের আশ আমাকে থাকতে হয় প্রবাস।তাই আমি প্রবাসী।

 

এখানে সুধু কাজ আর কাজ কোন কিছুতে মনে আসে না লাজ,,নিঃসঙ্গতার জ্বলে আমি একা একা ভাসি মাঝে মাঝে খাবারটা ও খেতে হয় বাসি।কারণ আমি প্রবাসী।

 

কি ভাবে কাটে আমার রোজ, ওভাবে নেয় না আমার কেউ খোঁজ।সবাই থাকে আমায় ছাড়া আনন্দ মেতে, আমি ব্যস্ত সেই আনন্দর অর্থ যোগান দিতে।মাঝে মাঝে কল্পনাতে আমিও আনন্দ ভাসি, কারণ আমি তো প্রবাসী।

 

মাঝে মাঝে না বুঝে আমার প্রিয়জন মন হরষে পর মানুষে করে আলিঙ্গন।লোভে পড়ে সরে যায় দূরে শুন্যতা রেখে যায়, আমার আপন ঘরে তখন আমি এখানে বসে কাঁদি দিবানিশি।কারণ আমি তো প্রবাসী।

 

দু-চার বছরে দেশে এলে লাগে না কিছু ভালো নিজেকে বড় বেমানান লাগে দেখিনা চোখে আলো।বড় হবার মানসে-পাড়ি দিয়ে প্রবাসে ছোট্ট এ জীবন আমার নষ্ট হয়েই গেলো তবুও সবার টানে দেশে ফিরে আসি আমি তো প্রবাসী।

 

টাকা ছাড়া কেউ আমার ভালোবাসে না কেউ হয়তো ফিরে আসে কেউ আসে না।টাকা পাঠাতে হয় যদি একটু দেরী শুনতে হয় নানান কথার ঝাড়ি।সব ভুলে তাই আমি কাজ ভালোবাসি, কারণ আমি তো প্রবাসী।

 

কবিতা টি কাউকে ছোট করার জন্য বলা হয়নি কিন্তু একজন প্রবাসীর মনে ঠিক এই কষ্ট গুলো লুকিয়ে থাকে। তাই বলে পৃথিবীর সব মানুষ সমান না আমি বিশ্বাস করি। কিছু কিছু মানুষের জন্য আজ প্রবাসী মানুষেরা কষ্ট পেয়ে থাকে।রোদে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে। সেই টাকা গুলো নিয়ে একজন প্রবাসীর পরিবার কিন্তু অনেক সুখি দিন পার করছে। কিন্তু তারা একটু যদি বুঝতো তার ছেলে বা তার সন্তান কি ভাবে টাকা উপার্জন করেছে।আমাদের কাছে টাকা দিচ্ছে তাহলে তারা অন্তত একটু হলেও প্রবাসীর কষ্ট বুঝতো।।

আমাদের পাশে একটি মানুষ থাকে সেই মানুষটি অন্য সাইটে কাজ করে কিন্তু রুমে গেলে তার সাথে আমার দেখা হয় সব সময়। কারণ থাকি আমরা সবাই একই জায়গায়। সেই মানুষটি ২৫ টি বছর তার জীবন থেকে পার করে দিয়েছে এই বিদেশে।

 

 

 

তার পরিবারে এখন মানুষ বলতে তার দুই টি ছেলে আছে। তার স্ত্রী বাড়ি থেকে চলে গিয়েছে সেই মানুষটি বিদেশ আসার ছয় মাস পরে। সেই জায়গা থেকে সেই মানুষটি আজ ২৫ টি বছর বিদেশে আছে কখনো বাড়ি যায়নি। যে টাকা সে উপার্জন করেছে তার দুই ছেলে সব টাকা নষ্ট করে ফেলেছে তার নিজের বলতে আজ কিছুই নাই।

যাই হোক বন্ধুরা প্রবাসী যারা হয়েছে তারাই শুধু জানে তাদের জীবনে কি কষ্ট কি সুখ তারা পাচ্ছে। আজ এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো এবং সুস্থ থাকবেন।

 

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

1148.145 SRY$0.00
India
India

Comments