Serey is utilizing Blockchain technology

মোবাইল ক্যামেরা দিয়ে ঘোরার ফটোগ্রাফি

mdsahin111

ঘোড়া বিস্ময়কর একটি প্রাণী জন্মের এক ঘন্টা পর থেকেই দৌড়াতে পারে এই পৃথিবীতে ২৫০ অথবা ৩০০ প্রজাতির ঘোড়া রয়েছে । ঘোড়া দাঁড়িয়ে ও শুয়ে উভয় ভাবে ঘুমাতে পারে কারণ ঘোড়া হাঁটু মুড়িয়ে বসতে পারেনা এতে তাদের কোন ক্ষতি হয় না। কেননা আল্লাহ সুবহানাতায়ালা ঘোড়াকে এমন করেই সৃষ্টি করেছেন, আপনারা জানলে অবাক হয়ে যাবেন ঘোড়ার দেহে সাধারণত 205 টি হাড় রয়েছে ঘোড়াকে পৃথিবীর চতুর্থ পছন্দীয় প্রাণী হিসেবে গণনা করা হয়ে থাকে।

ঘোড়ার চমৎকার কয়েকটি বৈশিষ্ট্য ,

* কখনো অনেকগুলো ঘোড়া একসাথে ঘুমায় না, দলের কেউ একজন জাগ্রত থাকে। বিপদ আসলে যেন অন্য সাথী দের সতর্ক করতে পারে।

* ঘোড়ার দৃষ্টি শক্তি অনেক প্রখর রাতে মানুষের চাইতে ভালো দেখতে পাই তবে অন্ধকার থেকে আলোর সাথে একজাস্ট করতে মানুষের চাইতে ঘোড়া অনেক সময় লেগে যায়।

 

* ঘোড়া সামাজিক প্রাণী তাই তারা একা থাকলে নিঃসঙ্গ অনুভব করে, সঙ্গীর মৃত্যুতে শোকাহত হয়।

 

* মালিক বিপদে পড়লে ঘোড়ার জীবন দিয়ে মালিকে বাঁচাতে পিছপা হয় না ।

 

 

তো বন্ধুরা ঘোড়া সম্পর্কে আমার জানা তথ্যগুলো আপনাদের কাছে উপস্থাপনা করেছি যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন সর্বশেষ বলে যাই ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ হাফেজ।

1132.895 SRY$0.00
India
India

Comments