Bismillahir Rahmanir Rahim
The living bank cow of the poor
Dear viewers! How are you all I hope everyone is well by the grace of God. I am also fine with your prayers and God's mercy. Now I will discuss with you the "living bank cow of the poor".
The guru is a domesticated quadruped. People benefit from this polynomial. We use cows for the benefit of people in different ways. The cow is a quiet created animal. People will never forget the benefits of cows.
There is one of the biggest surahs of the Holy Quran. Which has been named after the cow. The story of the cow of Prophet Moses (peace be upon him) is beautifully narrated in this Surah.
Cows are a living bank for humans. Two of the people keep a cow at home. Raise this cow beautifully. The size of the cow eaten day by day grows bigger and fatter day by day. Those who invest behind the cows will be able to tell how much fun, how much joy, how much profit it is to raise cows.
Guru Lalon has to go through a lot of trouble. You have to spend a lot of time behind the cows. Cows have to be taken care of. He has to keep an eye on her all the time. He has to take care of all these things whether he has any problem or whether he has any achievements.
We wrote a lot about cows as children. The cow has four legs. Has a tail. There are two eyes, there are two long ears, there are two noses, thus we have memorized the composition of the cow. And I have written these essays in the examination book during the examination.
Then I did not understand what is a cow? Understand how useful cows are for financial support. Khaoi is gradually enlarged. The investment behind the cows has to be done little by little. And you don't have to get very fast to invest this. The reason for not getting direction is that you don't have to spend a lot of money.
The poor people living in the rural areas are almost seen raising two cows one by one in their barn. In this way they get free milk from the guru and when the calf grows up, they get a big amount of money by selling that calf. This is why cows are called the living bank of the poor.
The profit that people don't have by keeping money in the bank is an interest transaction but those who buy cows at home and trade or raise them and sell them are no longer haram or interest transactions. This is a 100% halal approach.
Finally, I would like to say that those who want to live in a halal way should keep two cows in this way and stay involved in halal business and reject the haram.
Sincere thanks to all those who have read my post patiently for so long. God bless you.
বিসমিল্লাহির রাহমানির রাহিম
গরিবের জীবন্ত ব্যাঙ্ক গরু
প্রিয় ভিউয়ার্স! আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। এখন আপনাদের সামনে "গরিবের জীবন্ত ব্যাংক গরু" নিয়ে আলোচনা করবো।
গুরু একটি গৃহপালিত চতুষ্পদ জন্তু। এর থেকে মানুষ বহুপদী উপকার লাভ করে থাকে। গরু বিভিন্নভাবে মানুষের উপকারে কাজে দেই। গরু একটি শান্ত সৃষ্ট প্রাণী। গরুর উপকার মানুষ কোনদিনই ভুলতে পারবেনা।
পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে বড় একটি সূরা আছে। যেটি গরু নামে নামকরণ করা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম এর গরুর ঘটনা এই সূরাতে সুন্দর ভাবে বর্ণনা করা হয়েছে।
গরু হচ্ছে মানুষের জন্য একটি জীবন্ত ব্যাঙ্ক। মানুষ দুটি একটি গরু বাড়িতে পালন করে। এই গরুকে সুন্দরভাবে লালন পালন করে বড় করে তুলে। দিন আনে দিন খাওয়া গরুর সাইজ দিন দিন বড় হতে থাকে, মোটাতাজা হতে থাকে। গরুর পিছনে যারা ইনভেস্ট করে তারাই বলতে পারবে যে গরু লালন পালন করে বড় করা কতটা মজার, কতটা আনন্দের, কতটা লাভের বিষয়।
গুরু লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়। গরুর পিছনে অনেক সময় ব্যয় করতে হয়। গরুকে যত্ন করতে হয়। তাকে সব সময় চোখে চোখে রাখতে হয়। তার কোন সমস্যা হয়েছে কিনা মহিলা অর্জন আছে কিনা এসব কিছুর খেয়াল রাখতে হয়।
আমরা ছোটকালে গরু নিয়ে অনেক রচনা করেছি। গরুর চারটি পা আছে। একটি লেজ আছে। দুইটি চোখ আছে, দুইটি লম্বা কান আছে, দুইটি নাক আছে, এরকমভাবে আমরা গরুর রচনা মুখস্থ করেছি। এবং পরীক্ষার সময় এই রচনাগুলো পরীক্ষার খাতায় লিখে এসেছি।
তখন তো আর বুঝতাম না গরু কি? মন বুঝি ফাইনান্সিয়াল সাপোর্টের জন্য গরু কতটা উপকারী। খাওইয়ে ধীরে ধীরে বড় করা হয়। গরুর পিছনে ইনভেস্টটা অল্প অল্প করে করতে হয়। আর এই ইনভেস্ট করার জন্য খুব একটা বেগ পেতে হয় না। দিক না পাওয়ার কারণ হল মোটা অংকের টাকা খুব একটা খরচ করতে হয় না।
গ্রাম অঞ্চলে যেসব গরিব লোকেরা বসবাস করে প্রায় দেখা যায় তারা দুটি একটি করে গরু লালন পালন করে তাদের গোয়াল ঘরে। এতে করে তারা গুরু থেকে ফ্রি হিসেবে দুধ পায় এবং বাছুর বড় হলে সেই বাসর বিক্রি করে একটা মোটা অংকের টাকা তারা পেয়ে যায়। এ কারণে গরুকে গরীবদের জীবন্ত ব্যাঙ্ক বলা হয়।
মানুষ ব্যাংকে টাকা রেখে যে লাভ তারা নেই সেটা হয় সুদি কারবার কিন্তু বাড়িতে যারা গরু কিনে ব্যবসা করে বা লালন পালন করে বিক্রি করে এটা তখন আর হারাম হয় না বা সুদি কারবার হয় না। এটা ১০০% একটি হালাল পন্থা।
পরিশেষে বলবো যারা হালাল উপায়ে জীবন যাপন করতে চান তারা এরকমভাবে দুই একটি গরু পালন করে হালাল কারবারের সাথে যুক্ত থাকুন হারামকে বর্জন করুন।
এতক্ষণ যারা আমার পোস্টটি ধৈর্য সহকারে পড়লেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
Comments