Serey is utilizing Blockchain technology

They are Proud Farmers ! ওরা গর্বিত চাষা

shimi

I still can't write that poem.
I know that everyone will like the poem.

Gahi is a song of equality in the rhythm of that poem.
When you read that poem, everyone dances happily.

I will write with each step unobstructed green.
Watch the golden crop dance with the rhythm in the wind.

The shepherd boys play the flute on the cattle.
Let's take a look at the village girl collecting dung.

The farmer leaves the field to plow.
I want to write that word in the poem that today.

Farmers work in the paddy fields with Nirani hands.
In their voices, the melody of their song is insane.

The folk songs with Bhatiali are more of that dhuya song.
Listen, if the melody takes away the sweetness of the mind.

They never returned home with difficulty.
Because of them, I find happiness in the soul of Mode.

If he had not worked in the field, the crop would never have grown today.
Happiness is lost and food is not available.

They are proud farmers holding the plow with difficulty.
How much hope they have for the golden harvest.

----------------------------
-----------------------------------------------

পারিনি আজো লিখতে আমি সেই কবিতা খানি। 
যে কবিতার কথা সবার ভালো লাগবে জানি।।

যে কবিতার ছন্দ চরণে গাহি সাম্যের গান।
যে কবিতা পড়লে সবার খুশিতে নাচে প্রাণ।।

লিখব আমি প্রতিটি চরণ  অবারিত সবুজ নিয়ে। 
সোনালী ফসল নাচে দেখো বাতাসে তাল দিয়ে।।

রাখাল ছেলেরা গবাদি চড়ায়  বাজায় বাঁশের বাঁশি। 
পল্লী বালিকা গোবর কুড়ায় একবার দেখো আসি।।

কৃষক চলে লাঙল কাঁধে করতে মাঠের কাজ। 
সেই কথাটি কবিতায় আমি লিখতে চাই যে আজ।।

ধানের ক্ষেতে নিরানী হাতে কৃষাণেরা কাজ করে।
কন্ঠে তাদের গানের বীনা পাগল করা সুরে।।

ভাটিয়ালি সাথে পল্লীগীতি আরো যে ধুয়া গান।
শোনো যদি সুর আহা কি মধুর কেড়ে নেয় মন প্রাণ।।

কষ্ট করে ওরা বাড়ি ফেরে বিশ্রাম কভু নাই। 
ওদের কারণে মোদের প্রাণে সুখ যে খুঁজে পাই।।

মাঠে যদি কাজ না করতো আজ ফলতো না কভু ফসল।
সুখ হারিয়ে খাবার না পেয়ে দেখতে চেহারা আসল।।

কষ্ট করে হালটি ধরে ওরা গর্বিত চাষা। 
সোনার ফসল ফলায় ওরা মনেতে কত আশা।

2511.178 SRY$0.00
Global
Global

Comments