Serey is utilizing Blockchain technology

শীর্ষ সন্ত্রাসীদের কেউ বিদেশে, কেউ পলাতক থেকে নিয়ন্ত্রণ করছেন ঢাকার অপরাধজগৎ

abdulmutakin

শীর্ষ সন্ত্রাসী (উপরে বাঁ থেকে) সুব্রত বাইন, মোল্লা মাসুদ, প্রকাশ বিশ্বাস, তানভীরুল ইসলাম জয়; (নিচে বাঁ থেকে) আবদুল জব্বার মুন্না, ইমাম হোসেন, হারিস আহমেদ ও মশিউর রহমান
শীর্ষ সন্ত্রাসী (উপরে বাঁ থেকে) সুব্রত বাইন, মোল্লা মাসুদ, প্রকাশ বিশ্বাস, তানভীরুল ইসলাম জয়; (নিচে বাঁ থেকে) আবদুল জব্বার মুন্না, ইমাম হোসেন, হারিস আহমেদ ও মশিউর রহমানফাইল ছবি

শীর্ষ সন্ত্রাসীদের কেউ কারাগারে বসে, কেউ বিদেশে থেকে ঢাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করছেন। এই নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাঁদের সহযোগীরা প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়াচ্ছেন, ঘটাচ্ছেন খুনখারাবিও। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনের ওপর হামলার ঘটনায় ঢাকার অপরাধজগৎ নতুন করে আলোচনায় এসেছে। কারাবন্দী আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগীরা ওই হামলা চালিয়েছেন বলে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

গত ১৮ সেপ্টেম্বর মামুনের ওপর হামলার এক দিন আগে আরেক শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন জামিনে মুক্তি পান। দুই দশক তিনি কারাবন্দী ছিলেন। টিটন শীর্ষ সন্ত্রাসী ইমনের শ্যালক। টিটনের মুক্তির চার দিন পর ২২ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান আরেক শীর্ষ সন্ত্রাসী খোরশেদ আলম রাসু। কারাগার থেকে বেরিয়ে আসার পর তাঁরা নতুন করে আরও কোনো সংঘাতে জড়িয়ে পড়েন কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

75.311 SRY$0.00
Global
Global

Comments